বাবরকে টপকে টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষে মালান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৪৫ এএম, ১০ সেপ্টেম্বর ২০২০
বাবরকে টপকে টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষে মালান

টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেকের পর থেকেই ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন ইংল্যান্ডের বা’হাতি ব্যাটম্যান ডেভিড মালান। ব্যাট হাতে ধারাবাহিক পারফর্ম করার পুরস্কারও পেলেন তিনি। দীর্ঘদিন ধরে টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে শীর্ষে থাকা বাবর আজমকে টপকে শীর্ষস্থান দখল করেছেন মালান।

অস্ট্রেলিয়ার-ইংল্যান্ডের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ শেষে নতুন র‌্যাংকিং প্রকাশ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। যেখানে চার ধাপ এগিয়ে শীর্ষে থাকা বাবর আজমকে সরিয়ে শীর্ষে উঠে এসেছেন মালান। প্রথমবারের মতো শীর্ষস্থান দখল করলেন তিনি। এরআগে তার ক্যারিয়ার সেরা র‌্যাংকিং ছিল দুই। মাত্র ১৬ ম্যাচ খেলেই শীর্ষে উঠে এলেন তিনি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শুরুর আগে পাঁচে ছিলেন তিনি। অজিদের বিপক্ষে প্রথম ম্যাচে ৬৬ রানের ইনিংস খেলে দলের জয়ে রাখেন বড় অবদান রেখেছিলেন তিনি। দ্বিতীয় ম্যাচে ফিফটি না করতে পারলেও ৩২ বলে করেছিলেন ৪২ রান। আর তৃতীয় ও শেষ ম্যাচে করেছিলেন ২১ রান। তিন ম্যাচে ৪৩.০০ গড়ে করেন সিরিজের সর্বোচ্চ ১২৯ রান। তাতেই বাবরকে টপকে গেছেন তিনি।

পুরো সিরিজে ৭২ রান করে ৩ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ১৯তম স্থানে বেয়ারস্টো। দুই ম্যাচে এক ফিফটিতে ১২১ করে সিরিজ সেরা হওয়া বাটলার ৪০ থেকে ২৮তম স্থানে জায়গা করে নিয়েছেন। আর তিন ধাপ পিছিয়ে দশে নেমে গেছেন ইয়ান মরগান। এদিকে সিরিজে ১২৫ রান করে তৃতীয় স্থান ধরে রেখেছেন অ্যারন ফিঞ্চ।

সর্বোচ্চ ৬ উইকেট নিয়ে দুই ধাপ এগিয়ে সাতে লেগ-স্পিনার আদিল রশিদ। ৫ উইকেট নিয়ে তৃতীয় স্থান ধরে রেখেছেন অ্যাস্টন অ্যাগার। দুই ধাপ পিছিয়ে পাঁচে নেমেছেন লেগ স্পিনার অ্যাডাম জ্যাম্পা। সিরিজে তিন উইকেট নিয়ে প্রথমবারের মতো সেরা দশে অস্ট্রেলিয়ান পেসার কেন রিচার্ডসন। ৭ ধাপ এগিয়ে ১৮তম স্থানে মিচেল স্টার্ক আর ৪১ ধাপ এগিয়ে ৭৯তম স্থানে মার্ক উড।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

দিল্লি ক্যাপিটালস শিবিরে করোনার থাবা

দিল্লি ক্যাপিটালস শিবিরে করোনার থাবা

শ্রীলঙ্কার ‘হুমকি’তে বিচলিত নন মমিনুল

শ্রীলঙ্কার ‘হুমকি’তে বিচলিত নন মমিনুল

আইপিএলের চেয়ে দেশের হয়ে খেলাটা বেশি সম্মানের : মোস্তাফিজ

আইপিএলের চেয়ে দেশের হয়ে খেলাটা বেশি সম্মানের : মোস্তাফিজ

বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার ২৩ সদস্যের ‌‘দলে’ নতুন ৬ মুখ

বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার ২৩ সদস্যের ‌‘দলে’ নতুন ৬ মুখ