পাকিস্তানে টি-টোয়েন্টিতে নতুন তিন মুখ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:২৪ পিএম, ২৭ মার্চ ২০১৮
পাকিস্তানে টি-টোয়েন্টিতে নতুন তিন মুখ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করাচির টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তান দলে জায়গা করে নিয়েছেন পিএসএলে দুর্দান্ত পারফরম্যান্স করা তিন ক্রিকেটার আসিফ আলী, হুসাইন তালাত ও শাহীন আফ্রিদি। এই সিরিজের মধ্য দিয়েই তাদের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হবে। পাকিস্তানের ১৫ সদস্যের স্কোয়াডে রাহাত আলী ও উসমান খানও ফিরেছেন।

তবে ইনজুরির কারণে দলে জায়গা সুযোগ হয়নি ইমাদ ওয়াসিম ও রুম্মান রাইসের। তবে গত নিউজিল্যান্ডের সফরের মাঝে চোট পাওয়া শোয়েব মালিক দলে ফিরেছেন। অন্যদিকে, নিজের জায়গা ধরে রেখেছেন টপঅর্ডার ব্যাটসম্যান আহমেদ শেহজাদ।

জাতীয় স্টেডিয়াম করাচিতে তিন ম্যাচ সিরিজের এই টি-টোয়েন্টি গুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ১,২ ও ৩ এপ্রিল। এই ভেন্যুতেই পিএসএলের ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল।

পাকিস্তান টি-টোয়েন্টি স্কোয়াড: আহমেদ শেহজাদ, ফখর জামান, বাবর আজম, শোয়েব মালিক, আসিফ আলী, সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), হুসেইন তালাত, ফাহিম আশরাফ, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, মোহাম্মদ আমির, হাসান আলী, রাহাত আলী, উসমান খান, শাহীন আফ্রিদি।


শেয়ার করুন :