ভারতীয় প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বিদায় ঘোষণা দেওয়ার সাথে সাথে ভারতের স্পিন তারকা রবিচন্দ্রন অশ্বীন বলেছেন, ‘বিশ্ব জুড়ে ভিন্ন ভিন্ন লিগে খেলার সুযোগ তৈরি হলো।’ এখন প্রশ্ন উঠেছে, আইপিএল বাদ দিয়ে ভারতের বাইরে তাহলে কোন লিগে খেলতে যাচ্ছেন অশ্বীন?
৩৮ বছর বয়সী ভারতীয় এই স্পিনার গত ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সফরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। এরপর এখন আইপিএল থেকে অবসরের ঘোষণা দিলেন।
আইপিএলে অশ্বীন এখন পর্যন্ত ১৮৭ উইকেট দখল করেছেন, যা টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটের তালিকায় পঞ্চম। মোট পাঁচটি আইপিএল আসরে খেলেছেন অশ্বীন। ২০১০ ও ২০১১ সালে চেন্নাই সুপার কিংসের জার্সিতে শিরোপাও জিতেছেন। সর্বশেষ এ বছরও তিনি চেন্নাইয়ের হয়ে মাঠে নেমেছিলেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্বীন অবসর প্রসঙ্গে লিখেন, “সবাই বলে প্রতিটি শেষের একটি নতুন শুরু রয়েছে। আজ থেকে আইপিএল ক্রিকেটার হিসেবে আমার সময় শেষ হয়ে গেল। একইসাথে বিশ্ব জুড়ে ভিন্ন ভিন্ন লিগে খেলার সুযোগ তৈরি হলো।”
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বর্তমান জাতীয় দল কিংবা ঘরোয়া ক্রিকেটে খেলা কোন খেলোয়াড়কে বিদেশি কোন লিগে অংশগ্রহণের অনুমতি দেয় না। তবে অশ্বীন আইপিএল থেকেও সরে দাঁড়ানোর ঘোষণা এখন সে উন্মুক্ত।
এক্স পোস্টে অশ্বীন আরও বলেন, “সব ফ্র্যাঞ্চাইজিদের প্রতি কৃতজ্ঞতা জানাই, যাদের সঙ্গে বছরের পর বছর দুর্দান্ত স্মৃতি এবং সম্পর্ক গড়ে উঠেছে। বিশেষ করে ধন্যবাদ জানাই আইপএল এবং বিসিসিআইকে। যারা এখন পর্যন্ত আমাকে অনেক কিছু দিয়েছে। সামনে যা আসছে তা উপভোগ করতে এবং সর্বোচ্চটা দেওয়ার জন্য মুখিয়ে আছি আমি।”
অশ্বীন বিশ্বের ভিন্ন ভিন্ন ফ্র্যাঞ্চাইজির দিকে মুখিয়ে থাকলেও এখনও কোনো ফ্র্যাঞ্চাইজি থেকে প্রস্তাব পেয়েছেন কি-না তা নিশ্চিত করেননি। এমনকি কোন ফ্র্যাঞ্চাইজি থেকেও এ বিষয়ে কিছু জানায়নি।
অশ্বীন ক্যারিয়ারে ১০৬ টেস্টে ২৪.০০ গড়ে ৫৩৭ উইকেট দখল করেছেন। এছাড়া তিনি ১১৬টি ওয়ানডে ও ৬৫টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।