অস্ট্রেলিয়ার সাথে সিরিজ জয়ে রেটিং বাড়লো বাংলাদেশের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৩৩ এএম, ১৪ আগস্ট ২০২১
অস্ট্রেলিয়ার সাথে সিরিজ জয়ে রেটিং বাড়লো বাংলাদেশের

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৪-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জয়ে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে রেটিং বেড়েছে টাইগারদের। অপরদিকে, বাংলাদেশের কাছে সিরিজ হারায় র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে গেছে অস্ট্রেলিয়া।

২২২ রেটিং পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া বিপক্ষে সিরিজ খেলতে নেমেছিল বাংলাদেশ। প্রথম তিন ম্যাচ জিতেই সিরিজ জয় নিশ্চিত করে বাংলাদেশ। চতুর্থ ম্যাচে হারলেও পঞ্চম ম্যাচের দাপুটে জয়ে ৪-১ ব্যবধানে সিরিজ জয় করে বাংলাদেশ।

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জয়ে বাংলাদেশের ১২ রেটিং বেড়েছে। রেটিং বাড়লেও র‍্যাঙ্কিংয়ের কোনো পরিবর্তন ঘটেনি বাংলাদেশের। ৩৩৪ রেটিং পয়েন্ট বাংলাদেশের অবস্থান দশম। একই রেটিং নিয়ে ওয়েস্ট ইন্ডিজের অবস্থান ৯ নম্বরে।

ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশের বিপক্ষে টানা দুই সিরিজ হেরে এক ধাপ নীচে নেমে গেছে অস্ট্রেলিয়া। তাদের অবনমনে এক ধাপ ওপরে উঠেছে দক্ষিণ আফ্রিকা। ২৪০ রেটিং পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়ার অবস্থান ৬ষ্ঠ আর ২৪৬ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে দক্ষিণ আফ্রিকা।

র‍্যাঙ্কিংয়ের প্রথম চার দলের কোনো পরিবর্তন হয়নি। ২৭৮ রেটিং পয়েন্ট নিয়ে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দল ইংল্যান্ড। এরপরের তিনটি অবস্থানে আছে ভারত, নিউজিল্যান্ড এবং পাকিস্তান। ২৩৬ রেটিং নিয়ে সাত নম্বরে আছে আফগানিস্তান।

বাংলাদেশের থেকে পয়েন্ট কম থাকার পরও রেটিং পয়েন্ট বেশি থাকায় র‍্যাঙ্কিংয়ের উপরে আছে আফগানিস্তান। র‍্যাঙ্কিংয়ে আট নম্বরে অবস্থান করছে শ্রীলঙ্কা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপের আগে মাঠে ফিরতে পারছেন না ফিঞ্চ

বিশ্বকাপের আগে মাঠে ফিরতে পারছেন না ফিঞ্চ

আফগানিস্তানের বোলিং কোচ হলেন শন টেইট

আফগানিস্তানের বোলিং কোচ হলেন শন টেইট

সবার আগে বিশ্বকাপের দল ঘোষণা করলো নিউজিল্যান্ড

সবার আগে বিশ্বকাপের দল ঘোষণা করলো নিউজিল্যান্ড

শীর্ষে ফিরলেন সাকিব, সেরা দশে মোস্তাফিজ

শীর্ষে ফিরলেন সাকিব, সেরা দশে মোস্তাফিজ