বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত, জমে উঠলো পয়েন্ট টেবিল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৩৩ পিএম, ২৬ অক্টোবর ২০২২
বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত, জমে উঠলো পয়েন্ট টেবিল

চলমান অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপ সুপার টুয়েলভে দিনের প্রথম ম্যাচে বৃষ্টি আইনে ইংল্যান্ডকে ৫ রানে হারিয়ে দিয়েছে আয়ারল্যান্ড। একই ভেন্যুতে দিনের দ্বিতীয় ম্যাচে মাঠেই গড়াতে পারেনি। নিউজিল্যান্ড-আফগানিস্তান ম্যাচটি শেষ পর্যন্ত পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। বৃষ্টির কারণে পয়েন্ট ভাগাভাগি হওয়ায় জমে উঠেছে গ্রুপ-১ এর পয়েন্ট টেবিল।

পরিত্যক্ত হওয়া ম্যাচের পয়েন্ট ভাগাভাগিতে জমে উঠেছে সুপার টুয়েলভে গ্রুপ-১এর চিত্র। একে অপরের ঘাড়ে নিঃশ্বস ফেলছে দলগুলো।গ্রুপের ছ’টি দলই ২টি করে ম্যাচ শেষ করেছে। যেখানে সর্বোচ্চ ৩ পয়েন্ট নিয়ে সবার উপরে নিউজিল্যান্ড।

একটি করে জয় নিয়ে ২ পয়েন্ট করে নিয়ে এক কাতারে রয়েছে শ্রীলঙ্কা-ইংল্যান্ড-আয়ারল্যান্ড এবং অস্ট্রেলিয়া। আর ১ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে রয়েছে আফগানিস্তান।

পয়েন্ট সমান হলেও রান রেট বিবেচনায় দ্বিতীয় থেকে পঞ্চম স্থানে আছে যথাক্রমে- শ্রীলঙ্কা (০.৪৫০), ইংল্যান্ড (০.২৩৯), আয়ারল্যান্ড (-১.১৬৯) ও অস্ট্রেলিয়া (-১.৫৫৫)।

এদিকে, এটা নিয়ে দ্বিতীয়বারের মতো বৃষ্টির কারণে এবারের বিশ্বকাপে কোনো ম্যাচ পরিত্যক্ত হলো। এর আগে গত ২৪ অক্টোবরে দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচটি পরিত্যক্ত হয়েছিল।

টস শেষে মাঠে খেলা গড়ালে মাত্র ৯ ওভার খেলা হওয়া জয়ের ভালো সুযোগ ছিল প্রোটিয়াদের। তবে বৃষ্টি জিততে দেয়নি দক্ষিণ আফ্রিকাকে।

বৃষ্টির কারণে বুধবার ইংল্যান্ড-আয়ারল্যান্ড ম্যাচেও মোট ৩৩.৫ ওভার খেলা হয়েছে। যেখানে বৃষ্টির আইনে ইংল্যান্ডকে হারিয়ে চমক দেখিয়েছি আয়ারল্যান্ড।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

ইংল্যান্ডকে হারিয়ে দিলো আয়াল্যান্ড

ইংল্যান্ডকে হারিয়ে দিলো আয়াল্যান্ড

স্টয়নিস ঝড়ে শ্রীলঙ্কাকে হারিয়ে জয়ে ফিরলো অস্ট্রেলিয়া

স্টয়নিস ঝড়ে শ্রীলঙ্কাকে হারিয়ে জয়ে ফিরলো অস্ট্রেলিয়া

বিশ্বকাপ ব্যর্থতায় উইন্ডিজ কোচের পদ ছাড়ছেন সিমন্স

বিশ্বকাপ ব্যর্থতায় উইন্ডিজ কোচের পদ ছাড়ছেন সিমন্স

দক্ষিণ আফ্রিকার পয়েন্ট কেড়ে নিলো বৃষ্টি

দক্ষিণ আফ্রিকার পয়েন্ট কেড়ে নিলো বৃষ্টি