তৃতীয়বারের মতো ফাইনালে চোখ ভারত-ইংল্যান্ডের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩৪ এএম, ১০ নভেম্বর ২০২২
তৃতীয়বারের মতো ফাইনালে চোখ ভারত-ইংল্যান্ডের

টি-টোয়েন্টি বিশ্বকাপে তৃতীয়বারের মতো ফাইনাল খেলার লক্ষ্য নিয়ে দ্বিতীয় সেমি-ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও ইংল্যান্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে দু’বার করে ফাইনাল খেলার অভিজ্ঞতা আছে এ দু’দলের। আজ বৃহস্পতিবার (১০ নভেম্বর) অ্যাডিলেড ওভালে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি।

দক্ষিণ আফ্রিকায় টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরেই চিরপ্রতিন্দ্বন্দি পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতেছিল টিম ইন্ডিয়া। ২০১৪ সালে বাংলাদেশের মাটিতে হওয়া বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো ফাইনালে জায়গা করে নেয় ভারত। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে হওয়া ফাইনালে শ্রীলঙ্কার কাছে হেরে যায় তারা।

ভারতের মতো দু’বার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলেছে ইংল্যান্ডও। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ২০১০ আসরের ফাইনালে উঠেছিল ইংলিশরা। প্রথমবারের মতো ফাইনালে উঠেই শিরোপা জিতে নেয় ইংল্যান্ড। ২০১৬ সালে ভারতের মাটিতে অনুষ্ঠিত আসরের ফাইনালে উঠলেও ওয়েস্ট ইন্ডিজের কাছে হার মানতে হয় ইংল্যান্ডকে।

তৃতীয়বারের মতো ফাইনালে খেলার সুযোগ কাজে লাগাতে মরিয়া উভয় দলই। ভারতের অধিনায়ক রোহিত শর্মা বলেন, ‘গত দুই আসরের ফাইনালে খেলা হয়নি আমাদের। এবার এ সুযোগ হাতছাড়া করতে চাই না। ফাইনাল থেকে মাত্র একটি জয় দূরে আমরা।”

তিনি আরও বলেন, “সেমি-ফাইনালে প্রতিপক্ষ হিসেবে ইংল্যান্ড অনেক শক্তিশালী দল। তারা খুবই ভালো ক্রিকেট খেলছে। সুপার টুয়েলভে বেশক’টি ম্যাচে ভালো খেলেই সেমিতে উঠেছে ইংল্যান্ড। জয় নিয়ে মাঠ ছাড়তে হলে নিজেদের সেরা ক্রিকেটটাই খেলতে হবে আমাদের। দলের সবাই সেমি-ফাইনালের তাৎপর্য বুঝে। ফাইনালে খেলার জন্য সকলে নিজেদেরকে উজার করে দিতে চায়।”

অন্যদিকে এবার ফাইনালে উঠে গত আসরের দুঃখ ভুলতে চায় ইংল্যান্ড। গত আসরে সেমি-ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হারতে হয়েছিল ইংলিশদের। এবার সেমির বাঁধা টপকে ফাইনালে খেলতে মরিয়া ইংল্যান্ড।

ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার বলেছেন, “গত আসরে আমরা দারুণ ক্রিকেট খেলেছি। সেমিতে আমরাই ফেভারিট ছিলাম। নিউজিল্যান্ডের কাছে হেরে হতাশ হতে হয়েছিল। এবারও ফাইনালে খেলার সুযোগ আমাদের সামনে। ভারতকে হারিয়ে ফাইনালের টিকিট পাওয়াটা কঠিনই হবে। তারপরও যেকোন চ্যালেঞ্জ নিতে আমরা প্রস্তুত।”

টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ২২টি ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও ইংল্যান্ড। যার মধ্যে ভারত জিতেছে ১২টি, ইংল্যান্ড ১০টি। টি-টোয়েন্টি বিশ্বকাপে ৩বারের দেখায় ২বার জিতেছে ভারত।

ভারত দল
রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, সুর্যকুমার যাদব, দীপক হুদা, ঋশভ পান্থ (উইকেটরক্ষক), দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ সামি, যুজবেন্দ্রা চাহাল, অক্ষর প্যাটেল, ভুবেনশ্বর কুমার, হার্শাল প্যাটেল ও আর্শদিপ সিং।

ইংল্যান্ড দল
জস বাটলার (অধিনায়ক), মঈন আলী, হ্যারি ব্রুক, স্যাম কারান, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, আদিল রশিদ, ফিল সল্ট, বেন স্টোকস, টাইমাল মিলস, ডেভিড উইলি, ক্রিস ওকস ও মার্ক উড।


শেয়ার করুন :