হাথুরুসিংহের দৃষ্টি ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৩৭ পিএম, ২৬ ডিসেম্বর ২০২৩

ভারতে অনুষ্ঠিত ২০২৩ ওয়ানেড বিশ্বকাপে নিজেদের সবচেয়ে বাজে আসর শেষ করেছে বাংলাদেশ ক্রিকেট দল। তামিম ইকবাল কাণ্ড এবং বিশ্বকাপেও বাজে পারফর্ম্যান্সে চাপের মুখে পড়ে ছয় মাস আগে টাইগারদের দায়িত্ব নেওয়া লঙ্কান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তবে ওয়ানেডে বিশ্বকাপে ব্যর্থতার পর এবার হাথুরুর দৃষ্টি ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ।

২০ দল নিয়ে ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ। দেশ দুটির কিন্ডশনের সাথে অনেকটা মিল থাকায় নিউজিল্যান্ড সিরিজ দিয়ে বিশ্বকাপে দৃষ্টি দিতে চাইছেন চন্ডিকা হাথুরুসিংহে। নেপিয়ারে সিরিজের প্রথম টি-টোয়েন্টির আগে সাংবাদিকদের সাথে কথা বলার সময় এমনটাই আভাস দিয়েছেন তিনি।ঃ

হাথুরুসিহে বলেন, “আমরা এখন টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকে নজর দিতে চাই। এখন থেকেই আমাদের পরিকল্পনাটা শুরু করতে চাই। এখন থেকে আমরা ১১টি ম্যাচ (বিশ্বকাপের আগে) খেলতে পারবো। এর সাথে বিপিএল আছে। এর মাঝেই দলের সমন্বয়টা বের করার চেষ্টা করবো। ”

বাংলাদেশ ক্রিকেটের তিন ফরম্যাটের অধিনায়ক সাকিব আল হাসান। তবে ইনজুরির কারণে নিউজিল্যান্ড সিরিজে খেলছেন না তিনি। বর্তমানে নির্বাচন নিয়ে ব্যস্ত থাকা সাকিব বিপিএল দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরবেন। সাকিব না থাকায় নিউজিল্যান্ডে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে খেলছে বাংলাদেশ।

বিশ্বকাপের আগে খুব বেশি ম্যাচ না থাকায় চিন্তিত নন টাইগার কোচ। বলেন, ‍“১১টি ম্যাচ আমাদের হাতে আছে। এ পরিমাণ ম্যাচ প্রস্তুতির জন্য যথেষ্ট কি-না তা বলে লাভ নেই। এ সময়ের মধ্যেই আমাদের প্রস্তুত হতে হবে। বিশ্বকাপে আমরা কীভাবে খেলতে চাই, সেটার ভূমিকাও (ক্রিকেটারদের) দিয়ে দেওয়া হবে। এটাই আসলে আমাদের পরিকল্পনা।”

বিশ্বকাপে ব্যর্থতার পর ঘরের মাঠে নিউজিল্যান্ডের সাথে টেস্ট ম্যাচ জয় ও নিউজিল্যান্ডের মাটিয়ে প্রথমবারের মতো ওয়ানডে ম্যাচ জয়ের ইতিহাস গড়েছে বাংলাদেশ। জয়ের মধ্যে থাকা বাংলাদেশ দল নিয়ে টি-টোয়েন্টিতে আশাবাদী কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

হাথুরুসিংহে বলেন, “সর্বশেষ ম্যাচে আমরা জয়লাভ করেছি। পরিকল্পনার কথা বললে আমি বলবো, কন্ডিশন অনুযায়ী অনেক পরিকল্পনাই সাজানো হয়েছে। তবে সবকিছু বিবেচনা করে ঠিক করবো, আমরা কোন পরিকল্পনায় এগিয়ে যাব এবং কীভাবে খেলবো।”

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়াবে বুধবার বাংলাদেশ সময় দুপুর ১২টা ১০ মিনিটে। নেপিয়ারে প্রথম টি-টোয়েন্ট শেষে মাউন্ড মাউঙ্গানেই-তে বাকি দুই অনুষ্ঠিত হবে ২৯ ও ৩১ ডিসেম্বর। সেখানে দ্বিতীয় ম্যাচ বাংলাদেশ সময় দুপুর ১২টা ১০ মিনিটে শুরু হলেও সিরিজের শেষ ও তৃতীয় ম্যাচ শুরু হবে সকাল ৬টায়। ওয়ানডে সিরিজ শেষে টি-টোয়েন্টি সিরিজেও নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত।

বাংলাদেশ টি-টোয়েন্টি দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, রনি তালুকদার, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), নশেখ মাহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, রিসাদ হোসেন, তানভির ইসলাম এবং তানজিম হাসান সাকিব।


শেয়ার করুন :