আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান রেকর্ড গড়েছেন লিটন দাস। এর ফলে সাকিব আল হাসানকে টপকেদেশের পক্ষে সর্বোচ্চ রানের মালিক এখন লিটন। একই ম্যাচে দেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট শিকারে সাকিবের রেকর্ড স্পর্শ করেছেন মোস্তাফিজুর রহমান।
এশিয়া কাপে সুপার ফোরের প্রথম ম্যাচে দুবাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ১৬ বলে ২৩ রান করেন লিটন দাস। এই ইনিংস খেলার পথে সাকিব আল হাসানকে টপকে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের মালিক হন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে সাকিবকে টপকে যেতে ১৯ রান দরকার ছিল লিটনের।
২০১৫ সালে টি-টোয়েন্টিতে অভিষেকের হওয়ার পর এখন পর্যন্ত ১১৪ ম্যাচের ১১২ ইনিংসে ২৫৫৬ রান করে শীর্ষে উঠেছেন লিটন। দ্বিতীয় স্থানে নেমে গেছেন সাকিব। ১২৯ ম্যাচের ১২৭ ইনিংসে ২৫৫১ রান আছে সাকিবের।
সম্প্রতি সাকিবকে টপকে টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ হাফ-সেঞ্চুরির মালিকও হন লিটন। সাকিবের ১৩ হাফ-সেঞ্চুরির রেকর্ড ভাঙা বাংলাদেশের বর্তমান অধিনায়ক লিটনের অর্ধশতক ১৫টি।
এছাড়া চলতি এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ছক্কার মালিক হয়েছেন লিটন। এ ক্ষেত্রে সাবেক ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদকে পেছনে ফেলেন তিনি। ১৪১ ম্যাচে মাহমুদউল্লাহর ছক্কা ৭৭টি। ১১৪ ম্যাচে লিটন ছক্কা মেরেছেন ৭৮টি।
এদিকে, আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ডে সাকিব আল হাসানের পাশে বসেছেন মোস্তাফিজুর রহমান। শ্রীলঙ্কার বিপক্ষে ৪ ওভারে ২০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে সাকিবের রেকর্ড স্পর্শ করেন পেসার মোস্তাফিজ।
টি-টোয়েন্টিতে দু’জনেরই এখন সমান ১৪৯টি করে উইকেট আছে। শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নামার আগে মোস্তাফিজের উইকেট সংখ্যা ছিল ১৪৬
লঙ্কানদের বিপক্ষে ম্যাচে ৩ উইকেট নিয়ে ১১৭ ম্যাচের ১১৬তম ইনিংসেই সাকিবকে ছুঁলেন ফিজ। ১২ ম্যাচ ও ১০ ইনিংস কম খেলেই সাকিবের পাশে বসলেন তিনি। ১২৯ ম্যাচের ১২৬ ইনিংস বল করে ১৪৯ উইকেট নিয়েছেন বাঁ-হাতি স্পিনার সাকিব। এখন সাকিবকে ছাড়িয়ে যাওয়ার অপেক্ষায় ফিজ।
