নতুন পাঁচ মুখ নিয়ে বাংলাদেশের বিপক্ষে টি-২০ খেলবে ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৪৯ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৮
নতুন পাঁচ মুখ নিয়ে বাংলাদেশের বিপক্ষে টি-২০ খেলবে ওয়েস্ট ইন্ডিজ

নতুন পাঁচ মুখ নিয়ে বাংলাদেশের বিপক্ষে টি-২০ দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ১৫ সদস্যের দল ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। 

দল থেকে বাদ পড়েছেন আন্দ্রে রাসেল ও অ্যাশলি নার্স। চোটের জন্য নেই কাইরন পোলার্ড ও ওবেড ম্যাককয়। দলে কিপার ব্যাটসম্যান শেই হোপের সঙ্গে যোগ হয়েছেন নিকোলাস পুরান, রভম্যান পাওয়েল, শেলডন কট্রেল ও কেসরিক উইলিয়ামস। গত জানুয়ারিতে ৭ টি-টোয়েন্টির শেষটি খেলেছিলেন পেসার কট্রেল। বিস্ফোরক ব্যাটসম্যান পুরান ও পেসার উইলিয়ামস বিপিএলের নিয়মিত মুখ।

দল নিয়ে উইন্ডিজ ক্রিকেট বোর্ডের নির্বাচকদের চেয়ারম্যান কোর্টনি ব্রাউন বলেছেন, ‘উইন্ডিজে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ জেতার পর আমরা বাংলাদেশে কঠিন প্রতিদ্বন্দ্বিতা ফিরিয়ে দিতে চাই। স্কোয়াডে কিয়েরেন পাওয়েল ও ওবেড ম্যাককয় নেই, দুই জনই ইনজুরিতে ভুগছেন। নির্বাচকরা তাই শেলডন কট্রেল ও কেসরিক উইলিয়ামসকে ফিরিয়ে এনেছে। এভিন লুইস ভারত সফর মিস করেছিল, সেও ফিরেছে। আমরা কার্লোস এবং তার দলকে সিরিজে প্রতিটি সাফল্যের জন্য শুভকামনা জানাই।’

সিলেটে আগামী ১৭ ডিসেম্বর শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। ২০ ডিসেম্বর দ্বিতীয় ম্যাচটি হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এরপর ২২ ডিসেম্বর একই মাঠে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শেষ হবে এ সিরিজ।

ওয়েস্ট ইন্ডিজ দল:

কার্লোস ব্র্যাথওয়েট, ড্যারেন ব্রাভো, শিমরন হেটমায়ার, ফ্যাবিয়ান অ্যালান, কেসরিক উইলিয়ামস, কিমো পল, খ্যারি পিয়ের, এভিন লুইস, নিকোলাস পুরান, রভম্যান পাওয়েল, দীনেশ রামদিন, শাই হোপ, শেরফেন রাদারফোর্ড, শেলডন কট্রেল ও ওশেন টমাস।


শেয়ার করুন :


আরও পড়ুন

সিরিজ জয়ে টাইগারদের লক্ষ্য ১৯৯

সিরিজ জয়ে টাইগারদের লক্ষ্য ১৯৯

সিলেটে ওয়ানডের অভিষেক

সিলেটে ওয়ানডের অভিষেক

শুরুতেই মেহেদির আঘাত

শুরুতেই মেহেদির আঘাত

টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ

টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ