সিরিজের শেষ ম্যাচে টস ভাগ্য বাংলাদেশের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৩৫ পিএম, ২২ ডিসেম্বর ২০১৮
সিরিজের শেষ ম্যাচে টস ভাগ্য বাংলাদেশের

ওয়েস্ট ইন্ডিজের বিপেক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচের টসে জিতেছে বাংলাদেশ। টস জিতে প্রথমে বোল করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। শনিবার বিকেল ৫টায় শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অঘোষিত এ ফাইনাল খেলা শুরু হয়েছে।

টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার পর ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জেতে বাংলাদেশ। চলতি বছরে নিজেদের সবশেষ ম্যাচ জিতলে ঘরে তুলবে টি-টোয়েন্টি সিরিজও। পাবে এক সিরিজে তিন সংস্করণে জয়ের অনিবর্চনীয় স্বাদ। 

শেষ ম্যাচে বাংলাদেশের কোন পরির্বতন নেই। কিন্তু একটি পরিবর্বতন এনেছে ওয়েস্ট ইন্ডিজ। বাদ পড়েছেন ড্যারেন ব্রাভো। অভিষেক হচ্ছে ২০ বছর বয়সী ব্যাটিং অলরাউন্ডার শেরফান রাদারফোর্ডের।

আজকের ম্যাচ যে দল জিতবে তাদের ঘরেই ওঠবে এ সিরিজের ট্রফি। ফলে সিরিজের শেষ ম্যাচটি তাই অঘোষিত ফাইনালে পরিণত হয়েছে।

বাংলাদেশ দল:
তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, আরিফুল হক, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু হায়দার ও মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ:
এভিন লুইস, শেই হোপ,  শেরফান রাদারফোর্ড,, শেমরন হেটমায়ার, নিকোলাস পুরান, রভম্যান পাওয়েল, কার্লোস ব্র্যাথওয়েট, ফ্যাবিয়ান অ্যালান, কেমো পল, শেল্ডন কর্টরেল, ওশান টমাস।


শেয়ার করুন :


আরও পড়ুন

বছরের শেষ ম্যাচ খেলতে নামবে টাইগাররা

বছরের শেষ ম্যাচ খেলতে নামবে টাইগাররা

বাংলাদেশ ও উইন্ডিজকে আইসিসির জরিমানা

বাংলাদেশ ও উইন্ডিজকে আইসিসির জরিমানা

টাইগারদের দুর্দান্ত জয়ে সিরিজ সমতা

টাইগারদের দুর্দান্ত জয়ে সিরিজ সমতা

চ্যালেঞ্জ নিতে ভালো লাগে: সাকিব

চ্যালেঞ্জ নিতে ভালো লাগে: সাকিব