টি-২০ বিশ্বকাপের সূচি ঘোষণা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৫০ এএম, ২৯ জানুয়ারি ২০১৯
টি-২০ বিশ্বকাপের সূচি ঘোষণা

ছবি: আইসিসি

২০২০ সালের টি-২০ বিশ্বকাপের সময় সূচি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ সময় ভোর ৫ টার দিকে নারী ও পুরুষ টি-২০ বিশ্বকাপের সূচি ঘোষণা করে আইসিসি।

২০২০ সালের টি-২০ বিশ্বকাপের আগে বাংলাদেশ ও শ্রীলঙ্কার বাছাইপর্ব খেলতে হবে। সূচি অনুযায়ী ২০২০ সালের ১৯, ২১ ও ২৩ অক্টোবর বাছাইপর্বে তিনটি খেলা রয়েছে বাংলাদেশের। এই তিনটি খেলাই কোয়ালিফায়ার দলের সাথে খেলতে হবে টাইগারদের।

বাছাইপর্বের ২০২০ সালের ২৪ অক্টোবর স্বাগতিক অস্ট্রেলিয়া-পাকিস্তনের ম্যাচ দিয়ে পর ‘সুপার টুয়েলভ’ পর্ব শুরু হবে। একই দিন ভারত-দক্ষিণ আফ্রিকার ম্যাচ অনুষ্ঠিত হবে।

টুর্নামেন্টে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ 'ওয়ান'-এ আছে পাকিস্তান, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড এবং বাছাইপর্ব পেরিয়ে আসা দুটি দল। গ্রুপ 'টু'-তে ভারত, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান এবং বাছাইপর্ব পেরিয়ে আসা দুটি দল।

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিবে ১২ টি দল। র‍্যাংকিংয়ের শীর্ষ আটের পাশাপাশি থাকবে আরও চার দল। র‍্যাংকিংয়ের নয় ও দশ নম্বরে থাকা দুই দলকে বিশ্বকাপের মূল লড়াইয়ের পূর্বে খেলতে হবে গ্রুপ স্টেজ। আইসিসি টি-টোয়েন্টি কোয়ালিফায়ার থেকে ছয়টি দল উঠে আসবে। তাদের সাথে সেরা-১২ এর লড়াইয়ে নামতে হবে শ্রীলঙ্কা ও বাংলাদেশকে।

আইসিসি টি-২০ র‌্যাংকিংয়ে শীর্ষে আট এ অবস্থান করায় বিশ্বকাপের মূল পর্বে সরাসরি খেলবে- পাকিস্তান, ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান।

এই তালিকায় নবম থেকে ১৭তম স্থান পর্যন্ত আছে- শ্রীলঙ্কা, বাংলাদেশ, স্কটল্যান্ড, জিম্বাবুয়ে, সংযুক্ত আরব আমিরাত, নেদারল্যান্ডস, হংকং, ওমান ও আয়ারল্যান্ড। তাই এই দলগুলোকে বাছাই পর্বে অংশ নিতে হবে।

ICC

২০২০ সালের ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত চলবে বিশ্বকাপ।

এছাড়া, আইসিসি নারীদের টি-২০ বিশ্বকাপের সময় সূচিও ঘোষণা করেছে। নারী বিশ্বকাপ হবে ১০ দল নিয়ে। এটি ২১ ফেব্রুয়ারি, চলবে ৮ মার্চ পর্যন্ত। সিডনিতে প্রথম ম্যাচেই মুখোমুখি হবে অস্ট্রেলিয়া আর ভারত।

নারীদের এই টুর্নামেন্টে দুইটি গ্রুপ থাকবে। গ্রুপ 'এ'তে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত, শ্রীলঙ্কার সঙ্গে বাছাইপর্ব পেরিয়ে আসা একটি দল যোগ দেবে। 'বি' গ্রুপে রয়েছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান এবং বাছাইপর্ব পেরিয়ে আসা আরেকটি দল।

 

এক নজরে পুরুষ বিশ্বকাপের সূচি:

২৬ অক্টোবর: আফগানিস্তান-বাছইপর্বে বিজয়ী এ-২ এবং ইংল্যান্ড-বি-১ খেলা  

২৭ অক্টোবর: নিউজিল্যান্ড বনাম বি-২

২৮ অক্টোবর: আফগানিস্তান বনাম বি-১  এবং অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ

২৯ অক্টোবর: পাকিস্তান বানাম এ-১ এবং ভারত বনাম এ-২

৩০ অক্টোবর: ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা এবং ওয়স্টে ইন্ডিজ বনাম বি-২ 

৩১ অক্টোবর: পাকিস্তান-নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া বনাম এ-১ 

২ নভেম্বর: এ-২ বনাম বি-২ এবং নিউজিল্যান্ড বনাম এ-১

৩ নভেম্বর: পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ এবং অস্ট্রেলিয়া বানম বি-২

৪ নভেম্বর: ইংল্যান্ড-আফগানিস্তান,

৫ নভেম্বর: দক্ষিণ আফিকা বনাম এ-২ এবং ভারত বনাম বি-১

৬ নভেম্বর: পাকিস্তান বনাম বি-২ এবং অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড

৭ নভেম্বর: ইংল্যান্ড বনাম এ-২ এবং ওয়েস্ট ইন্ডিজ বনাম এ-১

৮ নভেম্বর:দক্ষিণ আফ্রিকা বনাম বি-১ এবং ভারত- আফগানিস্তান

১১ নভেম্বর: প্রথম সেমিফাইনাল

১২ নভেম্বর: দ্বিতীয় সেমিফাইনাল

১৫ নভেম্বর: ফাইনাল


শেয়ার করুন :


আরও পড়ুন

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সময়সূচি

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সময়সূচি

যে কারণে টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলতে পারছে না বাংলাদেশ

যে কারণে টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলতে পারছে না বাংলাদেশ

মূল পর্বে আফগানিস্তান,  বাংলাদেশকে খেলতে হবে বাছাইপর্ব

মূল পর্বে আফগানিস্তান, বাংলাদেশকে খেলতে হবে বাছাইপর্ব

২০১৯ সালের ৮ মাসই বিদেশে কাটাবে বাংলাদেশ দল

২০১৯ সালের ৮ মাসই বিদেশে কাটাবে বাংলাদেশ দল