ভারতের কাছে হোয়াইটওয়াশ হলো শ্রীলঙ্কা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:০৫ পিএম, ২৫ ডিসেম্বর ২০১৭
ভারতের কাছে হোয়াইটওয়াশ হলো শ্রীলঙ্কা

টেস্ট সিরিজে ১-০ ব্যবধানের হার, ওয়ানডে সিরিজে একটি ম্যাচে জয়। আর টি-টোয়েন্টি সিরিজে কোন ছাড় পেল না সফরকারী শ্রীলঙ্কা। মুম্বাইয়ে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়েছে ভারত। আর এ হারে ভারতের কাছে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হলো শ্রীলঙ্কা।

লক্ষ্যটা খুব বড় ছিল তা নয়। ভারতকে মাত্র ১৩৬ রানের টার্গেট দিয়েছিল শ্রীলঙ্কা। তবে বাউন্সি উইকেটে এ রানটাই একটা সময় বড় হয়ে দাঁড়ায়। শেষ আট ওভারে প্রয়োজনীয় রানরেট সাড়ে আটের উপর ওঠে যায়। শেষ পর্যন্ত সব অস্বস্তি দূর করেন মহেন্দ্র সিং ধোনি আর দিনেশ কার্তিক।

ধোনি ১০ বলে ১৬ আর কার্তিক ১২ বলে হার না মানা ১৮ রান করেন। মাঝে ওয়ানডের মতো ব্যাটিং করে শ্রেয়াস আয়ার ৩০ আর মনিশ পান্ডে করেন ৩২ রান। শ্রীলঙ্কার পক্ষে ২টি করে উইকেট নেন দাসুন শানাকা আর দুষ্মন্ত চামিরা।

এর আগে শ্রীলঙ্কার ইনিংসে অবশ্য কোনো রং দেখা যায়নি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে দলটি। ৮৫ রানে ৬ উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ১০০ পেরিয়েছে আসেলা গুনারত্নে (৩৭ বলে ৩৬ রান) ও দাসুন শানাকার (২৪ বলে ২৯ রান) সুবাদে। শেষ ওভারে মোহাম্মদ সিরাজের ওপর চড়াও হয়ে ধনঞ্জয়া ও শানাকা ১৮ রান বের করেছিলেন বলেই স্কোরটা ১৩৫-এ দাঁড়িয়েছিল।

ভারতের পক্ষে ২টি করে উইকেট নেন জয়দ্বীপ উনাকাঁদ আর হার্দিক পান্ডিয়া।

সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা : ২০ ওভারে ১৩৫/৭ (থারাঙ্গা ১১, মারাবিক্রমা ২১, গুনারত্নে ৩৬, থিসারা ১১, শানাকা ২৯*, দনাঞ্জয়া ১১*; সুন্দর ১/২২, উনাদকাত ২/১৫, সিরাজ ১/৪৫, পান্ডিয়া ২/২৫, কুলদীপ ১/২৬)

ভারত : ১৯.২ ওভারে ১৩৯/৫ (রোহিত ২৭, আয়ার ৩০, পান্ডে ৩২, কার্তিক ১৮*, ধোনি ১৬*; দনাঞ্জয়া ০/২৭, চামিরা ২/২২, থিসারা ০/২২, প্রদিপ ০/৩৬, শানাকা ২/২৭)

ফল : ৫ উইকেটে জয়ী ভারত
সিরিজ : ৩-০ ব্যবধানে জয়ী ভারত
ম্যান অব দ্য ম্যাচ : জয়দেব উনাদকাত (ভারত)


শেয়ার করুন :


আরও পড়ুন

সাফ ফুটবলে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ ফুটবলে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

নিউজিল্যান্ড চায় হোয়াইটওয়াশ, ওয়েস্ট ইন্ডিজ চায় জয়

নিউজিল্যান্ড চায় হোয়াইটওয়াশ, ওয়েস্ট ইন্ডিজ চায় জয়

ত্রিদেশীয়-দ্বিপাক্ষিক সিরিজের স্কোয়াডে ৩২ টাইগার

ত্রিদেশীয়-দ্বিপাক্ষিক সিরিজের স্কোয়াডে ৩২ টাইগার

নিউজিল্যান্ড টি-টোয়েন্টিতে দুই নতুন মুখ, ফিরলেন গাপটিল

নিউজিল্যান্ড টি-টোয়েন্টিতে দুই নতুন মুখ, ফিরলেন গাপটিল