শ্রীলঙ্কার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার সিরিজ জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৩৭ এএম, ২৩ মার্চ ২০১৯
শ্রীলঙ্কার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার সিরিজ জয়

ফাইল ছবি

টি-২০ সিরিজের প্রথম ম্যাচে সুপার ওভারে শ্বাসরুদ্ধকর জয় তুলে নেয়া পর শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচের জয় তুলে নিল দক্ষিণ আফ্রিকা। আর এর ফলে তিন ম্যাচ টি-২০ সিরিজের ২-০তে এগিয়ে থেকে সিরিজ নিশ্চিত করলো স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।

প্রথমে ব্যাট করে নির্দিষ্ট ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৮০ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ব্যাট করতে নেমে নির্দিষ্ট ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৪ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। ফলে ১৬ রানের জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা।

সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে শুক্রবার টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই এইডেন মারক্রামকে হারায় দক্ষিণ আফ্রিকা। তবে শুরুর ধাক্কা সামাল দিয়ে দলকে এগিয়ে নেন হেনড্রিক্স ও রামি ফন ডার ডুসেন।

ব্যাট হাতে দক্ষিণ আফ্রিকার হেনড্রিক্স ৪৬ বলে ৬৫, রাসি ফন ডার ডুসেন ৪৪ বলে ৬৪ ও অধিনায়ক জেপি ডুমিনি অপরাজিত ৩৩ রান করেন। তিনি মাত্র ১৭ বল মোকাবেলা করে এ রান তুলেন। শেষের দিকে তাকে সঙ্গ দেন ৯ বলে ৯ রান তোলা মিলার।

১৮১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে একের পর এক উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা। ৮ নম্বরে নামা ইসুরু উদানা ছাড়া বাকি কেউ ভালো করতে পারেননি। শুরু থেকে নিয়মিত উইকেট হারানো শ্রীলঙ্কাকে লড়াইয়ে ফেরান ইসুরু উদানা।

প্রথম ওভারে আভিশকা ফার্নান্দো ও কুসল মেন্ডিসকে ফিরিয়ে দেন ডেল স্টেইন। চতুর্থ ওভারে পরপর দুই বলে নিরোশান ডিকভেলা ও কামিন্দু মেন্ডিসের উইকেট তুলে নেন ক্রিস মরিস।

শুরুর ধাক্কা সামাল দিয়ে দলকে পথ দেখাতে পারেনি মিডল অর্ডারও। তবে ভাগ্যকে পাশে পাওয়া উদানা বিস্ফোরক ব্যাটিংয়ে এগিয়ে নেন দলকে। শুরুতে দুমিনিকে ক্যাচ দিয়েও ‌‘নো’ বলে বেঁচে যান তিনি।

শেষ পর্যন্ত ৪৮ বলে ছয় ছক্কা ও আট চারে অপরাজিত ৮৪ রানের দারুণ এক ইনিংস খেলেছেন তিনি। তবে শেষ পর্যন্ত দলের জয় নিশ্চিত করতে পারেননি।

এ জয়ে তিন ম্যাচ টি-২০ সিরিজের ২-০তে এগিয়ে থেকে সিরিজ নিশ্চিত করলো দক্ষিণ আফ্রিকা। আগামী রোববার জোহানেসবার্গে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে মাঠে নামবে শ্রীলঙ্কা।

সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা : ২০ ওভারে ১৮০/৩ (হেনড্রিক্স ৬৫, ফন ডার ডুসেন ৬৪, দুমিনি ৩৩*; মালিঙ্গা ১/২৬, উদানা ১/৩৯, দনাঞ্জয়া ১/৩১)

শ্রীলঙ্কা : ২০ ওভারে ১৬৪/৯ (ডিকভেলা ২০, থিসারা ২২, উদানা ৮৪*; স্টেইস ২/৩৪, মরিস ৩/৩২, প্রিটোরিয়াস ১/২২, শামসি ২/১৬)

ফল : দক্ষিণ আফ্রিকা ১৬ রানে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ : রাসি ফন ডার ডুসেন
সিরিজ : ২-০তে এগিয়ে দক্ষিণ আফ্রিকা।


শেয়ার করুন :


আরও পড়ুন

শ্বাসরুদ্ধকর সুপার ওভারে দক্ষিণ আফ্রিকার জয়

শ্বাসরুদ্ধকর সুপার ওভারে দক্ষিণ আফ্রিকার জয়

আমলাকে বাইরে রেখে দ.আফ্রিকা টি-২০ দলে তিন নতুন মুখ

আমলাকে বাইরে রেখে দ.আফ্রিকা টি-২০ দলে তিন নতুন মুখ

কোহলির মাঝে নিজেকে খুঁজে পান ডি ভিলিয়ার্স

কোহলির মাঝে নিজেকে খুঁজে পান ডি ভিলিয়ার্স

শ্রীলঙ্কা টি-২০ দলে ডাক পেলেন লাকমাল

শ্রীলঙ্কা টি-২০ দলে ডাক পেলেন লাকমাল