এবার টি-২০তে মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:০৬ পিএম, ৩১ আগস্ট ২০১৯
এবার টি-২০তে মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড

দুই টেস্ট সিরিজে ব্যাট-বলে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর এবার টি-২০ ক্রিকেটে মুখোমুখি হচ্ছে স্বাগতিক শ্রীলঙ্কা ও সফরকারী নিউজিল্যান্ড। তিন ম্যাচ সিরিজে রোববার (১ সেপ্টেম্বর) পাল্লেকেলেতে শুরু হবে প্রথম ম্যাচ।

সম্প্রতি ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেওয়া পেসার লাসিথ মালিঙ্গার নেতৃত্বাধীন স্বাগতিক দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন আবিস্তা ফার্নান্দো। নিজ মাঠে বাংলাদেশের বিপক্ষে দারুণ পারফর্ম করা ডান হাতি এ ব্যাটসম্যানের সঙ্গে উদ্বোধনী জুটি বাঁধতে পারেন নিরোশান ডিকবেলা।

এছাড়া কুসল মেন্ডিজ ও কুসল পেরেরাকে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। পেস আক্রমণে স্বাগতিক দলের মূল ভরসা হবে মালিঙ্গা। অবৈধ বোলিং অ্যাকশনের কারণে আরেক ধাক্কা খাওযা স্পিনার আকিলা ধনঞ্জয়াকে দেখা যেতে পারে লঙ্কান একাদশে।

এদিকে টেস্ট ক্রিকেট স্বাগতিকরা এগিয়ে থাকলেও সংক্ষিপ্ত ভার্সনে নিউজিল্যান্ডই ফেবারিট হিসেবে শুরু করবে। টেস্ট সিরিজের পর গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বিশ্রামে রেখেছে কিউইরা। নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন এবং পেসার টেন্ট বোল্ট খেলছেন না সংক্ষিপ্ত ভার্সনে।

দলের নেতৃত্ব দেবেন পেসার টিম সাউদি। তিন বিশেষজ্ঞ স্পিনার টড অ্যাস্টল, মিচেল স্যান্টনার এবং ইশ সোধিকে রাখা হয়েছে দলে। এছাড়া তরুণ পেসার স্কট কুগেলেইন এবং ড্যারিল মিচেলও ডাক পেয়েছেন।

উইলিয়ামসনের অবর্তমানে দলের অনেক কিছুই নির্ভর করছে সিনিয়র কেলোয়াড় রস টেইলরের ওপর। এছাড়া সম্প্রতি সময়ে ফর্মে না থাকা মার্টিন গাপটিল এবং কলিন মুনরো রানে ফিরতে চাইবেন।

গলেতে প্রথম টেস্ট পরাজয় দিয়ে সফর শুরু করে সফরকারী নিউজিল্যান্ড। তবে কলম্বোতে দ্বিতীয় টেস্ট জিতে ঘুরে দাঁড়ায় কিউইরা।

টেস্ট সিরিজ শেষে শুরু হচ্ছে টি-২০ ভিন্ন বলের খেলা। দুই দল এ পর্যন্ত ১৬ ম্যাচে মুখোমুখি হয়েছে। যার মধ্যে আটটি করে ম্যাচ জিতেছে দল দুটি। তবে নিজেদের শেষ তিন ম্যাচের সব ক’টিতেই জিতেছে নিউজিল্যান্ড। আর শ্রীলঙ্কার কিউইদের বিপক্ষে নিজেদের সর্বশেষ টি-২০ ম্যাচ জিতেছে ২০১৪ সালে। কিন্তু পাল্লেকেলেতে তিন ম্যাচ খেলে এখনো জয়ের মুখ দেখেনি নিউজিল্যান্ড।

পাল্লেকেলের এ ভেন্যুতে সাধারণত আগে ব্যাটিং করা দলই জয়ী হয়ে আসছে। এখন পর্যন্ত ১৪ ম্যাচের দশটিতে জয় পেয়েছে আগে ব্যাটিং করা দল।


শেয়ার করুন :


আরও পড়ুন

পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল

পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল

বড় ইনিংস খেলতে পারেননি স্মিথ

বড় ইনিংস খেলতে পারেননি স্মিথ

পাউলের কারণে বাদ পড়লেন কামিন্স

পাউলের কারণে বাদ পড়লেন কামিন্স

টেস্ট দলে নেই মোস্তাফিজ, ফিরলেন তাসকিন

টেস্ট দলে নেই মোস্তাফিজ, ফিরলেন তাসকিন