ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের লক্ষ্য টি-২০ বিশ্বকাপ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:১৩ এএম, ১৩ সেপ্টেম্বর ২০১৯
ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের লক্ষ্য টি-২০ বিশ্বকাপ

ফাইল ছবি

অস্ট্রেলিয়ায় ২০২০ সালে অনুষ্ঠিত হবে টি-২০ বিশ্বকাপের সপ্তম আসর। ওই বিশ্বকাপের চিন্তা মাথায় রেখেই ত্রিদেশীয় টি-২০ সিরিজ শুরু করছে স্বাগতিক বাংলাদেশ। সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্রিকেট দলের নতুন কোচ রাসেল ডোমিঙ্গো এমনটাই জানিয়েছেন।

ওয়ানডে ক্রিকেটে ভালো পারফরমেন্স করলেও টেস্ট ও টি-২০ ফরম্যাটে বাংলাদেশের পারফরমেন্স চোখে পড়ার মত নয়। সদ্য আফগানিস্তানের কাছে এক ম্যাচের সিরিজ হার সমালোচনার মাত্রা বহগুণে বাড়িয়ে দিয়েছে। ফলে হার দিয়েই বাংলাদেশের সাথে নিজের পথচলা শুরু করেছেন ডোমিঙ্গো।

টেস্ট শেষে এখন বাংলাদেশের হয়ে রঙিন পোশাক পড়ার পালা ডোমিঙ্গোর। টি-২০ ফরম্যাটে বাংলাদেশের কোচ হিসেবে অভিষেক হচ্ছে ডোমিঙ্গোর। টি-২০ বিশ্বকাপের কথা চিন্তায় রেখেই এখন থেকেই পরিকল্পনা করছেন তিনি। ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ জিম্বাবুয়ে ও আফগানিস্তান।

ত্রিদেশীয় সিরিজ শুরুর আগের দিন (বৃহস্পতিবার) সংবাদ সম্মেলনে ডোমিঙ্গো বলেন, আমি মনে করি, টি-২০ ম্যাচের দিকে এখন আমাদের নজর দেয়া উচিত। বিশ্বকাপের আগে আমরা ১৫ বা ১৬টি ম্যাচ খেলব। তাই এখন থেকেই বিশ্বকাপ নিয়ে পরিকল্পনা করা উচিত। কারণ বিশ্বকাপের আগে আমাদের কিছু বিভাগে উন্নতি করতে হবে এবং চাপের মধ্যে যতটা সম্ভব অভিজ্ঞতা অর্জন করতে হবে।

তিনি আরও বলেন, আমাদের টেস্ট রেকর্ড তেমন ভালো নয়। তাই ব্যক্তিগতভাবে, দলের কাঠামো নিয়ে কাজ করার দরকার আছে। সামনে এগিয়ে যাওয়ার জন্য আমি অনেক কিছুই চিন্তা করেছি। পরিকল্পনাগুলো কাজে লাগানোর জন্য আমি অনেক বেশি আশাবাদী।

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে কোন পেসার খেলায়নি বাংলাদেশ। তবে টি-২০ ফরম্যাটে এটি হবে না। কারণ অস্ট্রেলিয়ার কন্ডিশনের কথা চিন্তা করে এখন থেকেই পেসারদের নিয়ে কাজ করার কথা বললেন ডোমিঙ্গো। বলেন, এটি সম্পূর্ণ ভিন্ন ফরম্যাট এবং ভিন্ন কন্ডিশনে খেলা এবং পরের বিশ্বকাপ হবে অস্ট্রেলিয়ায়। তাই এখন থেকেই পেসার আমাদের দলে পেসার প্রয়োজন। আমার মনে হয়, এটি খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বকাপের আগে আমাদের বেশ কিছু পেস বোলার খেলাতে হবে।

ত্রিদেশীয় সিরিজ টি-২০ ফরম্যাট হওয়ায় ফেভারিটের তকমাটা আফগানিস্তানের দিকেই। তবে ডোমিঙ্গো মনে করেন, বাংলাদেশও এবারের আসরে ভালো পারফরমেন্স করবে। আমরা প্রত্যক খেলায় জিততে চাইব। বিশেষভাবে টি-২০ ক্রিকেটে। যেকোন দিন যেকোন দল যেকোন দলকে হারাতে পারে। আমি নিশ্চিতভাবে বলতে পারি না, আমরাই জিতবো কিন্তু এটি নিশ্চিতভাবে বলতে পারি, আমরা নিজেদের সেরা পারফরমেন্সই দেব।

জিম্বাবুয়েকে নিয়ে নিজের অভিমত দিয়েছেন ডোমিঙ্গো। বলেন, দলটি সঙ্কটের মধ্যে আছে। তবে তাদের দলগতভাবে ভালো পারফরমেন্স প্রয়োজন। এটি একটি দলকে ধ্বংস করতে পারে বা একত্রিতও করতে পারে। তারা আফ্রিকার একটি অংশ এবং আমি দক্ষিণ আফ্রিকা থেকে এসেছি। এ মূর্হুতে যে, জিম্বাবুয়ে অনেক বেশি পরিশ্রম করছে এতে কোন সন্দেহ নেই। সামনের দিকে এগিয়ে এ পরিশ্রম তাদের সহায়তা করবে।


শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপে চোখ রেখে ত্রিদেশীয় সিরিজ শুরু করছে বাংলাদেশ

বিশ্বকাপে চোখ রেখে ত্রিদেশীয় সিরিজ শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজের ট্রফি উন্মোচন

ত্রিদেশীয় সিরিজের ট্রফি উন্মোচন

অধিনায়কত্ব নিয়ে কী বললেন সাকিব

অধিনায়কত্ব নিয়ে কী বললেন সাকিব

১০০ টাকায় দেখা যাবে ত্রিদেশীয় সিরিজের ম্যাচ

১০০ টাকায় দেখা যাবে ত্রিদেশীয় সিরিজের ম্যাচ