ব্যাটিংয়ে উন্নতি হলেও বোলিংয়ে সাকিবের অবনতি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:২৮ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০১৯
ব্যাটিংয়ে উন্নতি হলেও বোলিংয়ে সাকিবের অবনতি

ছবি : বিসিবি

বৃষ্টির কারণে পরিত্যক্ত ফাইনাল দিয়ে শেষ হয়েছে ত্রিদেশীয় টি-২০ সিরিজ। সিরিজ শেষে র‌্যাংকিংয়ে ব্যাটিং তালিকায় উন্নতি হলেও বোলিংয়ে অবনতি হয়েছে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানের। তবে অলরাউন্ডারদের তালিকায় কোন পরিবর্তন হয়নি।

ত্রিদেশীয় সিরিজে ৪ ইনিংসে ৯৬ রান করেন সাকিব। চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে অপরাজিত ৭০ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেছেন তিনি। সিরিজে ব্যাট হাতে ভালো করায় র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে সাকিবের। পাঁচ ধাপ এগিয়ে ৩২তম স্থানে ওঠে এসেছেন তিনি। এ তালিকায় সবার ওপরে আছেন পাকিস্তানের বাবর আজম।

ত্রিদেশীয় সিরিজের পারফরমেন্সে ব্যাটিং তালিকায় উন্নতি হলেও বোলারদের তালিকায় অবনতি হয়েছে সাকিবের। সিরিজে ৪ উইকেট শিকার করেছেন তিনি। এক ধাপ পিছিয়ে অষ্টমস্থানে নেমে গেছেন সাকিব। এ তালিকায় শীর্ষে রয়েছেন আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান।

অলরাউন্ডারদের তালিকায় দ্বিতীয়স্থানেই রয়েছেন সাকিব। তার ওপরে আছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। এখানে এক ধাপ পিছিয়ে বাংলাদেশের মাহমুদউল্লাহ রিয়াদ রয়েছেন পঞ্চমস্থানে।


শেয়ার করুন :


আরও পড়ুন

ম্যাচ পরিত্যক্ত, যুগ্ম চ্যাম্পিয়ন বাংলাদেশ-আফগানিস্তান

ম্যাচ পরিত্যক্ত, যুগ্ম চ্যাম্পিয়ন বাংলাদেশ-আফগানিস্তান

তামিমকে সরিয়ে শীর্ষে সাকিব

তামিমকে সরিয়ে শীর্ষে সাকিব

মাশরাফিকে নিয়ে যা বললেন মাসাকাদজা

মাশরাফিকে নিয়ে যা বললেন মাসাকাদজা

দায়িত্ব পেলে অধিনায়কত্বে প্রস্তুত মাহমুদউল্লাহ

দায়িত্ব পেলে অধিনায়কত্বে প্রস্তুত মাহমুদউল্লাহ