হেরে গিয়ে ১৫ রানের আক্ষেপ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৫৪ এএম, ২৫ জানুয়ারি ২০২০
হেরে গিয়ে ১৫ রানের আক্ষেপ

ছবি : বিসিবি

ভালো শুরুর পরও হার দিয়ে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করলো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। শুক্রবার (২৪ জানুয়ারি) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ৫ উইকেটে হেরে গেছে টাইগাররা।

সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে এ হারের পেছনে রান কম করাকে দায়ী করছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তার ভাষায়, ব্যাটিংয়ে অন্তত আরও ১৫ রান বেশি করা দরকার ছিল।

ম্যাচ শেষে সাংবাত সম্মেলনে মাহমুদউল্লাহ বলেন, ‘ব্যাটিংয়ে আমরা অন্তত ১৫ রান কম করেছি। তবে আমাদের বোলাররা ভালো করেছে। বিপ্লব ও অন্য পেসাররা ভালো বল করেছে। ফিল্ডিংয়ে বাড়তি বাউন্ডারি উপহার দিয়েছি। কয়েকটা রান আউট ও ক্যাচের সুযোগ নষ্ট করেছি। মাঠে আরও ভালো করতে হবে।’

উইকেট নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন মাহমুদউল্লাহ। বলেন, ‘উইকেট ছিল অবাক করার মতো এবং বল যত পুরনো হয়েছে শট খেলা তত কঠিন হয়েছে। তবে লড়াইটা ভালোই হয়েছে।’

পাকিস্তানের আতিথেয়তা নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেন মাহমুদউল্লাহ। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘পাকিস্তানের আতিথেয়তা সবসময়ই ভালো। আমরা এখন পরের ম্যাচের অপেক্ষায় আছি।’

টস জিতে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৪১ রান করে বাংলাদেশ। জবাবে শেষ ওভারে জয় পায় পাকিস্তান। ৪৫ বলে অপরাজিত ৫৮ রানের ইনিংস খেলে পাকিস্তানের জয়ের নায়ক সাবেক অধিনায়ক শোয়েব মালিক।

সংবাদ সম্মেলনে এসে তিনি বলেন, ‘শুরু থেকে আমি যেটা দেখেছি নতুন বলে খেলা যাচ্ছিল। তবে পুরনো বলে খেলা কঠিনই ছিল। কৃতিত্ব বোলারদের দিতে হবে। তাদের ভালো শুরুর পরও বোলাররা বাংলাদেশকে অল্প রানে আটকে রাখে। ফিল্ডিংও ভালো হয়েছে।’


শেয়ার করুন :


আরও পড়ুন

হার দিয়ে পাকিস্তান সফর শুরু টাইগারদের

হার দিয়ে পাকিস্তান সফর শুরু টাইগারদের

নিরাপত্তার শঙ্কা উড়িয়ে দিয়ে ‘হুঙ্কার ছাড়লেন’ মাহমুদউল্লাহ

নিরাপত্তার শঙ্কা উড়িয়ে দিয়ে ‘হুঙ্কার ছাড়লেন’ মাহমুদউল্লাহ

পাকিস্তানে সিরিজ জেতা উচিত বাংলাদেশের : সাকিব

পাকিস্তানে সিরিজ জেতা উচিত বাংলাদেশের : সাকিব

পাকিস্তান সফর দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করছে বাংলাদেশ

পাকিস্তান সফর দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করছে বাংলাদেশ