তিন নতুন মুখ নিয়ে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দল ঘোষণা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৪১ এএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৮
তিন নতুন মুখ নিয়ে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দল ঘোষণা

টেস্ট সিরিজের পর বাংলাদেশের সাথে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলবে সফরকারী শ্রীলঙ্কা। আসন্ন এ টি-টোয়েন্টি সিরিজ উপলক্ষে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে দেশটি। দলে জায়গা পেয়েছে নতুন তিন মুখ।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড ঘোষিত দলে নতুন তিন মুখ হলো- দুই ডানহাতি পেসার আসিথা ফার্ন্দাদো ও শেহান মাদুশঙ্কা এবং বাঁ-হাতি স্পিনার আমিলা আপোনসো। এছাড়া প্রায় তিন বছর পর আন্তর্জাতিক ও পাঁচ বছর পর টি-টোয়েন্টি দলে ফিরলেন জীবন মেন্ডিস।

২০১৩ সালে দেশের হয়ে সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ৩৫ বছর বয়সী জীবন। লেগ-স্পিন অলরাউন্ডার হিসেবেই পরিচিত তিনি। দলের হয়ে এখন পর্যন্ত ৫৪টি ওয়ানডে ও ১৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন জীবন। তবে এবার তার দলে সুযোগ পাওয়াটা ছিল অপ্রত্যাশিত। সম্প্রতি প্রথম শ্রেণির ক্রিকেটে তামিল ইউনিয়ন ক্রিকেট ক্লাবের হয়ে বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করেছেন জীবন। এই সুবাদেই তাকে দলে নিয়েছে শ্রীলঙ্কা।

এদিকে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজেও খেলবেন না নিয়মিত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ। তাই দলের নেতৃত্ব দেবেন দিনেশ চান্ডিমাল। গেল এক বছর ধরে ছোট ফরম্যাটে খেলছেন না চান্ডিমাল। তবে দলে আছেন অলরাউন্ডার থিসারাও। শ্রীলঙ্কাকে সর্বশেষ দু’টি টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দিয়েছেন পেরেরা। তিন ম্যাচের দু’টি সিরিজেই হোয়াইটওয়াশ হয় শ্রীলঙ্কা।

দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে দু’ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। প্রথম টি-টোয়েন্টি হবে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে। ১৮ ফেব্রুয়ারি সিলেটে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ।

শ্রীলঙ্কার টি-টুয়েন্টি দল :
দিনেশ চান্ডিমাল (অধিনায়ক), উপুল থারাঙ্গা, দানুস্কা গুনাথিলাকা, কুশল পেরেরা, থিসারা পেরেরা, আসলে গুনারত্নে, নিরোশান ডিকবেলা, দাসুন শানাকা, ইসুরু উদানা, শেহান মাদুশঙ্কা, জেফরি ভ্যান্ডারসে, আকিলা ধনঞ্জয়া, আমিলা আপোনসো, জীবন মেন্ডিস ও আসিথ ফার্ন্দাদো।


শেয়ার করুন :


আরও পড়ুন

আফগানিস্তানে হোয়াইটওয়াশ জিম্বাবুয়ে

আফগানিস্তানে হোয়াইটওয়াশ জিম্বাবুয়ে

ফিফা র‌্যাংকিংয়ে খাদের কিনারায় বাংলাদেশ

ফিফা র‌্যাংকিংয়ে খাদের কিনারায় বাংলাদেশ

আবারও পারলো না বাংলাদেশ

আবারও পারলো না বাংলাদেশ

২ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে কিনলো মুম্বাই

২ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে কিনলো মুম্বাই