শেষ প্রস্তুতিতে মাঠে নামবে বাংলাদেশ-পাকিস্তান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:২৫ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২০
শেষ প্রস্তুতিতে মাঠে নামবে বাংলাদেশ-পাকিস্তান

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতিমূলক ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) অস্ট্রেলিয়ার ব্রিসবেনে বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হবে আসরের শেষ প্রস্তুতিমূলক এ ম্যাচ।

বৃষ্টি ও ভেজা আউট ফিল্ডের কারণে থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম প্রস্তুতি ম্যাচটি পরিত্যক্ত হয়েছিল। একই কারণে ভারতের বিপক্ষে পাকিস্তানের প্রথম প্রস্তুতিমূলক ম্যাচটিও পরিত্যক্ত হয়।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) থেকে অস্ট্রেলিয়ায় শুরু হবে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। এবারের আসরে ‘এ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। সেখানে তাদের প্রতিপক্ষ- স্বাগতিক অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা।

পার্থে ২৪ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশের মেয়েরা। গ্রুপ পর্বে বাংলাদেশের পরের ম্যাচগুলো হবে যথাক্রমে- ২৭ (অস্ট্রেলিয়া), ২৯ (নিউজিল্যান্ড) ফেব্রুয়ারি ও ২ (শ্রীলঙ্কা) মার্চ।

‘বি’ গ্রুপে রয়েছে- ইংল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, থাইল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। ৮ মার্চ হবে টুর্নামেন্টের ফাইনাল।

বিশ্বকাপে বাংলাদেশ নারী দল
সালমা খাতুন (অধিনায়ক), শামিমা সুলতানা (উইকেটরক্ষক), মুরশিদা খাতুন, আয়শা রহমান, নিগার সুলতানা, ফারজানা হক, খাদিজা তুল কুবরা, ফাহিমা খাতুন, জাহানারা আলম, নাহিদা আক্তার, পান্না ঘোষ, রুমানা আহমেদ, সানজিদা ইসলাম, রিতু মনি ও সোবাহানা মোস্তারি।


শেয়ার করুন :


আরও পড়ুন

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ, প্রস্তুত জাহানারা

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ, প্রস্তুত জাহানারা

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপেই ‘নো বলে’ নতুন প্রযুক্তি

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপেই ‘নো বলে’ নতুন প্রযুক্তি

ভালোর প্রত্যাশায় অস্ট্রেলিয়া গেল বাংলাদেশ নারী দল

ভালোর প্রত্যাশায় অস্ট্রেলিয়া গেল বাংলাদেশ নারী দল

টি-২০ নারী বিশ্বকাপে কঠিন গ্রুপে বাংলাদেশ

টি-২০ নারী বিশ্বকাপে কঠিন গ্রুপে বাংলাদেশ