জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ টি-টোয়েন্টি দলে নতুন মুখ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৪১ পিএম, ০৫ মার্চ ২০২০
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ টি-টোয়েন্টি দলে নতুন মুখ

ফাইল ছবি

সফররত জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন বাঁ হাতি স্পিনার নাসুম আহমেদ।

বৃহস্পতিবার (৫ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি এ দল ঘোষণা করে।

সিলেটে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ শেষে ঢাকায় ফিরবে দুই দল। ঢাকায় দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৯ মার্চ। প্রথম ম্যাচ শেষে একদিন বিরতি দিকে ১১ মার্চ অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ।

সিরিজের অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের কাধে। রয়েছেন ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ খেলা নিয়ে শঙ্কা থাকা মুশফিকুর রহিমও। এছাড়া দলে ফিরেছেন মোহাম্মদ সাইফুদ্দিন।

পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ খেলা টি-টোয়েন্টি সিরিজের দল থেকে দু’টি পরিবর্তন এনেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ইনজুরিতে পড়েন ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। শান্তর সাথে দল থেকে বাদ পড়েন পেসার রুবেল হোসেন। তাদের পরিবর্তে দলে আসেন নাসুম ও সাইফুদ্দিন।

সর্বশেষ বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলেছেন নাসুম। বিপিএল দিয়েই লাইমলাইটে আসেন তিনি। নতুন বল হাতে দলকে অনেকবারই ব্রেক-থ্রু এনে দিয়েছেন নাসুম।

বাংলাদেশ টি-টোয়েন্টি দল
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল খান, সৌম্য সরকার, নাঈম শেখ, লিটন দাস, মুশফিকুর রহি্ম, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মোস্তাফিজুর রহমান, শফিউল ইদলাম, আল-আমিন হোসেন, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ।



শেয়ার করুন :


আরও পড়ুন

বিদায় বেলায় অনন্য মাইলফলকের দ্বারপ্রান্তে মাশরাফি

বিদায় বেলায় অনন্য মাইলফলকের দ্বারপ্রান্তে মাশরাফি

মুশফিককে না খেলানো নিয়ে যা বললেন মাশরাফি

মুশফিককে না খেলানো নিয়ে যা বললেন মাশরাফি

স্কোয়াডে থাকলেও শেষ ম্যাচে ‘থাকছে না’ মুশফিক

স্কোয়াডে থাকলেও শেষ ম্যাচে ‘থাকছে না’ মুশফিক

অধিনায়কত্ব ছাড়লেন মাশরাফি

অধিনায়কত্ব ছাড়লেন মাশরাফি