রান তাড়া করে খেলবে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৩৬ পিএম, ১১ মার্চ ২০২০
রান তাড়া করে খেলবে বাংলাদেশ

দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৪৮ রানে জয় পেয়েছে বাংলাদেশ। ওই ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে ৩ উইকেটে ২০০ রান করেছিল টাইগাররা। তবে দ্বিতীয় ও শেষ ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। 

বুধবার (১১ মার্চ) সিরিজের শেষ ম্যাচে টস জিতে এ সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ম্যাচে আগের একাদশ থেকে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। টাইগার ওপেনার তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ ও সাইফুল ইসলামকে রাখা হয়েছে বিশ্রামে।

তাদের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন নাঈম শেখ, মেহেদি হাসান ও হাসান মাহমুদ।

বাংলাদেশ একাদশ
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, নাঈম শেখ, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদি হাসান, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও আল-আমিন।

জিম্বাবুয়ে একাদশ
শন উইলিয়ামস (অধিনায়ক), তিনাসি কামুনহুকামবে, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেলর, সিকান্দার রাজা, ওয়েসলি মাধভেরে, রিচমন্ড মুতুম্বামি (উইকেটরক্ষক), তিনোতেন্ডা মুতোমবদজি, চার্লটন টিসুমা, ক্রিস এমপফু ও চার্ল মুম্বা।


শেয়ার করুন :


আরও পড়ুন

বাদ পড়া সৌম্য পেলেন ‘এ প্লাস’

বাদ পড়া সৌম্য পেলেন ‘এ প্লাস’

সাবেক দুই অধিনায়ক এবার এক সাথে

সাবেক দুই অধিনায়ক এবার এক সাথে

মার্চে আর মাঠে নামা হচ্ছে না ইমরুলের

মার্চে আর মাঠে নামা হচ্ছে না ইমরুলের

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতেও বাংলাদেশের শুভ সূচনা

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতেও বাংলাদেশের শুভ সূচনা