গোলরক্ষক ডি গিয়া নৈপুণ্যে ম্যানইউর ড্র

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:১৮ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৮
গোলরক্ষক ডি গিয়া নৈপুণ্যে ম্যানইউর ড্র

ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা গোলরক্ষক ডেভিড ডি গিয়া আরও একবার বীরোচিত পারফর্মেন্স প্রদর্শন করলেন। বুধবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলর প্রথম লেগের ম্যাচ খেলতে স্পেনে গিয়ে তার অসাধারণ দক্ষতায় স্বাগতিক সেভিয়ার সঙ্গে গোল শূন্য ড্র করতে সক্ষম হয়েছে প্রিমিয়ার লিগের জায়ান্টরা।

স্বাগতিক দলের মিডফিল্ডার স্তেভেন এনজনজি ও স্ট্রাইকার লুইস মুরিয়েলের প্রথমার্ধের দুটি নিশ্চিত গোল ঠেকিয়ে দিয়েছেন ডি গিয়া। এ সময় অবশ্য অ্যালেক্সিস সানচেজ, রোমেলু লুকাকু ও হুয়ান মাতাকে নিয়ে গঠিত ইউনাইটেডের শক্তিশালী আক্রমণভাগকেও ঠেকিয়ে রেখেছিল স্বাগতিক সেভিয়া।

লুকাকু শেষ পর্যন্ত একটি গোল করেছিলেন। তবে স্বীকৃতি পায়নি সেটি। যে কারণে ফিরতি লেগের ম্যাচের ফলাফলে নির্ধারিত হবে কোয়ার্টার ফাইনালের দল। আগামী মাসে ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে ফিরতি লেগের ম্যাচটি। নিজেদের মাঠে অনুষ্ঠিতব্য ওই ম্যাচে জয়লাভের মাধ্যমে এখন শেষ আটে জায়গা করে নিতে চায় হোসে মরিনহোর শিষ্যরা।

দলের তারকা ফুটবলার পল পগবা অসুস্থতা থেকে ফিরে আসার পরও এদিন ফরাসি ওই তারকাকে বাইরে রেখেই একাদশ নির্বাচন করেছিলেন ইউনাইটেড বস। অসুস্থতার কারণে হাডার্সফিল্ড টাউন সফরে যেতে পারেননি পগবা। কোচের সঙ্গে তার সম্পর্ক এখন ভালো যাচ্ছে না বলেও গুঞ্জন চলছে। পরিবর্তিত হিসেবে প্রথম একাদশে ২১ বছর বয়সি স্কট ম্যাক টমিনায়েকে সুযোগ করে দিয়েছেন মরিনহো।

যদিও আন্দের হেরেরার অসময়ের ইনজুরির সুবাদে বদলী হিসেবে ১৭তম মিনিটেই মাঠে নামার সুযোগ পেয়ে যান পগবা। তারপরও ম্যাচে স্প্যানিশ দলটির প্রাধান্যই বজায় ছিল দীর্ঘ সময়।


শেয়ার করুন :


আরও পড়ুন

লিগানেসের বিপক্ষে প্রতিশোধ নিল রিয়াল

লিগানেসের বিপক্ষে প্রতিশোধ নিল রিয়াল

মেসির গোলে বার্সার রক্ষা

মেসির গোলে বার্সার রক্ষা

রাশিয়া বিশ্বকাপে টিকিট বরাদ্দ পেল বাংলাদেশ, কে পাচ্ছেন

রাশিয়া বিশ্বকাপে টিকিট বরাদ্দ পেল বাংলাদেশ, কে পাচ্ছেন

মেসির চেয়ে এগিয়ে রোনালদো

মেসির চেয়ে এগিয়ে রোনালদো