রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজের ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে ইংল্যান্ডের ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড।
২১ জুলাই (রোবাবর) রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন কলেজের একটি ভবনের ওপর বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় বহু হতাহতের ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত ৩৩ জনের মৃত্যুর তথ্য জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বিবৃতিতে ম্যানচেস্টার ইউনাইটেড লিখে, “সম্প্রতি ঢাকায় ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনায় যারা আক্রান্ত সবার প্রতি ভালোবাসা ও গভীর সমবেদনা জানাই। আমরা যাদের হারিয়েছি, তাদের স্মৃতিতে আপনারা যেন শান্তিপূর্ণভাবে শোক পালন করতে পারেন, সেই প্রার্থনাই করি।”
বিসিবির টিকিট বিক্রির লাভাংশ বিমান দুর্ঘটনা ও জুলাই ফাউন্ডেশনে
স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এর আগে গত ২৩ জুলাই শোক জানিয়েছিল স্প্যানিশ ফুটবল ক্লাব বার্সেলোনা।
এদিকে, পাকিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ও তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের টিকিট বিক্রির আয় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত এবং জুলাইয়ের শহীদ স্মৃতি ফাউন্ডেশনে দান করা ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এছাড়া বোর্ড থেকে পালন করা হয়েছে শোক দিবস।
