তুরষ্কের কাছে হোঁচট খেয়ে জার্মানির আফসোস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:২৮ এএম, ০৯ অক্টোবর ২০২০
তুরষ্কের কাছে হোঁচট খেয়ে জার্মানির আফসোস

তিনবার পিছিয়ে পরেও ঘরের মাঠে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে জিততে দেয়নি তুরষ্ক। কোলনে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি ৩-৩ গোলে ড্র করেছে দুই দল। গোল ব্যবধানে বার বার এগিয়ে গেলেও শেষ দিকে সমতায় ফেরে পয়েন্টে হোঁচট খেয়ে আফসোস করছে জার্মানি।

বুধবার (৭ অক্টোবর) অনুষ্ঠিত এ ম্যাচে জার্মান মিডফিল্ডার ফ্লোরিন নেহস অভিষেকেই গোল পেয়েছেন। তবে কেনান কারামানের স্টপেজ টাইমের গোলে তুরষ্ক ম্যাচে সমতা নিয়ে মাঠ ছাড়ে। ৮১ মিনিটে ৩-২ গোলে এগিয়ে গিয়েছিল জার্মান। যেখানে এর আগে দুইবার সমতা ফেরে তুরষ্ক। তবে ৯০+৪ মিনিটে কেনান কারামানের গোলে সমতায় ফেরে তুরষ্ক।

ম্যাচের প্রথমার্ধে দুর্দান্ত খেললেও কেউ গোলের দেখা পাচ্ছিল না। তবে বিরতির ঠিক আগ মুহূর্তে দারুণ এক ফিনিশিংয়ে জার্মানিকে এগিয়ে দেন ড্রাক্সলার। তবে সে গোল বিরতি পর্যন্তই ধরে রাখতে পারে জার্মানি। দ্বিতীয়ার্ধ শুরুর পাঁচ মিনিটের মধ্যে ওজান টুফানের কার্লিং শটে সমতা ফেরায় টার্কিশরা।

এরপর ম্যাচের ৫৮তম মিনিটে ২৩ বছর বয়সী নেহাস হাভার্টজের সহায়তায় আবারও এগিয়ে যায় স্বাগতিকরা। তবে এবারও সেই একই ঘটনা। ৯ মিনিট পর ৬৭তম মিনিটে ইফেকান কারাকা তুরষ্কের হয়ে আবারও সমতা ফেরালে ম্যাচে উত্তেজনা ফিরে আসে।
sportsmail24
২-২ গোলে সমতায় আসার পর ৮১তম মিনিটে লুকা ওয়াল্ডস্মিটের গোলে ৩-২ গোলে এগিয়ে জয়ের স্বপ্ন দেখছিল জার্মানিরা। তবে সেটাও সম্ভব হয়নি। অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে (৯০+৪) কেনান কারামানের গোলে সমতায় ফেরে তুরষ্ক।

এদিকে করোনা পরবর্তী এ ম্যাচে স্টেডিয়ামে ৩০০ দর্শকের প্রবেশের অনুমতি ছিল। দর্শকের সামনে ম্যাচটি অনুষ্ঠিত হলেও দুই দলেই বেশ কিছু নিয়মিত খেলোয়াড় অনুপস্থিত ছিল। জার্মান দলে বায়ার্ন মিউনিখ ও আরবি লিপজিগের কোন খেলোয়াড় ছিলেন না। তাদেরকে বিশ্রাম দেওয়া হয়েছিল। এছাড়া অসুস্থতা ও ইনজুরির কারণেও বেশ কয়েকজন অনুপস্থিত ছিলেন।

সমতায় শেষ করায় হতাশা ঝড়েছে জার্মান অধিনায়ক জুলিয়ান ড্রাক্সলার কণ্ঠে। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘আমরাই তুরষ্ককে গোলের সুযোগগুলো করে দিয়েছি। এর মাধ্যমে আরও একবার জয় ধরে রাখতে ব্যর্থ হলাম।’

তিনি আরও বলেন, ‘আমাদের আরও বেশি আগ্রাসী হওয়া উচিত ছিল। এটা সত্যিই দারুণ হতাশার। কারণ, দিন শেষে সবাই জয় চায়। এ ম্যাচ থেকে কার্যত আমরা কোন সাফল্যই অর্জন করতে পারিনি।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

পিঠের ইনজুরিতে নেইমার, বলিভিয়ার বিপক্ষে অনিশ্চিত

পিঠের ইনজুরিতে নেইমার, বলিভিয়ার বিপক্ষে অনিশ্চিত

আইন ভেঙে বিপদের মুখে রোনালদো!

আইন ভেঙে বিপদের মুখে রোনালদো!

বিশ্বকাপ মিশনে মাঠে নামছে আর্জেন্টিনার মেসি

বিশ্বকাপ মিশনে মাঠে নামছে আর্জেন্টিনার মেসি

করোনায় বার্সেলোনার আর্থিক ক্ষতির পরিমাণ কত?

করোনায় বার্সেলোনার আর্থিক ক্ষতির পরিমাণ কত?