অতিরিক্ত সময়ের গোলে শেষ ষোলোতে জুভেন্টাস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৫১ এএম, ২৬ নভেম্বর ২০২০
অতিরিক্ত সময়ের গোলে শেষ ষোলোতে জুভেন্টাস

চ্যাম্পিয়ানস লিগে ঘরের মাঠে নিজেদের চতুর্থ ম্যাচে ফেরেন্সভারোসের বিপক্ষে শুরুতেই পিছিয়ে গিয়েছিল জুভেন্টাস। প্রথমার্ধে দলকে ক্রিস্টিয়ানো রোনালদো সমতায় ফেরালেও পয়েন্ট হারানোর শঙ্কায় পড়েছিল। তবে ম্যাচে শেষ দিকে অতিরিক্ত সময় জুভেন্টাসকে জয় উপহার দেন আলভারো মোরাতা। এ জয়ে শেষ ষোলোতে পা দিয়েছে ইতালিয়ান চ্যাম্পিয়নরা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে চ্যাম্পিয়ানস লিগের ‘জি’ গ্রুপে ঘরের মাঠে ফেরেন্সভারোসেকে ২-১ গোলে হারায় জুভেন্টাস। প্রতিপক্ষের হয়ে একমাত্র গোলটি করেন মির্তো উজিনি।
sportsmail24
ম্যাচের ১৯তম মিনিটে গোল খেয়ে বসে জুভেন্টাস। ডান দিক থেকে সতীর্থের বাড়ানো বল এক ডিফেন্ডারের পায়ে লেগে পেয়ে যান উজিনি। দারুণ ভলিতে ঠিকানা খুঁজে নেন তিনি। তবে পাল্টা আক্রমণে ৩৫ মিনিটে সমতা টানেন রোনালদো।

মাঠের ডান দিকে হুয়ান কুয়াদরাদোর পাস ধরে বাঁ-পায়ের দারুণ শটে জালের দেখা পান পর্তুগিজ তারকা। চলতি আসরে এটি তার প্রথম গোল। সমতায় থেকে বিরতিতে থেকে ফিরে আর গোলের দেখা না এলে পয়েন্ট হারাতে বসে জুভেন্টাস। তবে শেষ দিকে যোগ করা সময়ে (৯০+২) তুরিনের ক্লাবটিকে রক্ষা করেন মোরাতা।
sportsmail24

গ্রুপে টানা চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে মেসিদের বার্সেলোনা। আর সমান ম্যাচে তিন জয়ে জুভেন্টাসের পয়েন্ট ৯। এক পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে আছে ফেরেন্সভারোস। বাকি দল দিনামোরও পয়েন্ট ১।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

অপ্রতিরোধ্য রোনালদোর জোড়া গোলে জুভেন্টাসের জয়

অপ্রতিরোধ্য রোনালদোর জোড়া গোলে জুভেন্টাসের জয়

করোনা নেগেটিভ সালাহ ফিরছেন অনুশীলনে

করোনা নেগেটিভ সালাহ ফিরছেন অনুশীলনে

দুর্নীতির দায়ে আফ্রিকান ফুটবল প্রধান নিষিদ্ধ

দুর্নীতির দায়ে আফ্রিকান ফুটবল প্রধান নিষিদ্ধ

লেস্টারকে হারিয়ে লিভারপুলের নতুন রেকর্ড

লেস্টারকে হারিয়ে লিভারপুলের নতুন রেকর্ড