হ্যারি কেনের জন্য ১২০ মিলিয়ন ইউরোর প্রস্তাব সিটির

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:২৭ এএম, ২৩ জুন ২০২১
হ্যারি কেনের জন্য ১২০ মিলিয়ন ইউরোর প্রস্তাব সিটির

ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির ডেরা ছেড়ে বার্সেলোনায় পাড়ি জমিয়েছেন আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও আগুয়েরো। আগুয়েরোর বিদায়ের পর এখনও নতুক কোনো স্ট্রাইকারকে দলে ভেড়াতে পারেনি সিটি। শূন্যস্থান পূরণে এবার ইংলিশ ক্যাপ্টেন হ্যারি কেনের জন্য প্রস্তাব পাঠিয়েছে পেপ গার্দিওয়ালা।

দীর্ঘ সময় ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন আর্জেন্টাইন সার্জিও আগুয়েরো। তার সাথে চুক্তি শেষ হওয়ার পর ক্লাব ছেড়েছেন তিনি। এবার তার জায়গায় ম্যানসিটিতে কে আসবেন তা নিয়ে চলছে বিভিন্ন জল্পনা-কল্পনা। সিটি বস পেপ গার্দিওয়ালার নজরে আছেন টটেনহাম স্ট্রাইকার হ্যারি কেন এবং বুরুশিয়া ডর্টমুন্ডের স্ট্রাইকার আর্লিং হল্যান্ড।

আর্লিং হল্যান্ডের জন্য সিটি প্রস্তাব পাঠাবে কিনা তা নিশ্চিত হওয়া না গেলেও হ্যারি কেনের জন্য টটেনহামের কাছে প্রস্তাব পাঠিয়েছে পেপ গার্দিওয়ালা। হ্যারি কেনের সিটি খরচ করতে চায় ১২০ মিলিয়ন ইউরো। এছাড়াও কিছুদিন আগে হ্যারি কেন নিজে জানিয়েছিলেন তিনি টটেনহাম ছাড়তে চান।

হ্যারি কেনের প্রস্তাব পাওয়ার বিষয়টি স্বীকার করে নিয়েছে টটেনহাম হটস্পার। এখন সিটির সাথে আনুষ্ঠানিকভাবে কথা বার্তা চলছে বলে জানায় টটেনহাম। 

চলতি মৌসুমের দলবদলের শেষ তারিখ ১ সেপ্টেম্বর, এর আগেই ম্যানচেস্টার সিটির সাথে হ্যারি কেনের চুক্তি হবে আশাবাদী দুই পক্ষ। যদিও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ চলাকালীন সময়ে এ বিষয়ে কোনো কথা বলতে অস্বীকৃতি জানিয়েছেন হ্যারি কেন। আর্লিং হল্যান্ডকে চলতি মৌসুমে নাও ছাড়তে পারে ডর্টমুন্ড। কারণ ইতিমধ্যে বরুশিয়া ডর্টমুন্ড ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি জমিয়েছেন ইংলিশ ফুটবলার জর্ডান সানচো।

স্পোর্টসমেইল২৪/পিপিআর 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

মেসি আমাকে মানসিকভাবে ধ্বংস করেছে : নেস্তা

মেসি আমাকে মানসিকভাবে ধ্বংস করেছে : নেস্তা

শ’র দৃষ্টিতে হ্যারি কেনই বিশ্বসেরা ফরোয়ার্ড

শ’র দৃষ্টিতে হ্যারি কেনই বিশ্বসেরা ফরোয়ার্ড

জাতীয় দলের পথে থাকা এলিটা কিংসলে শিখছেন জাতীয় সঙ্গীত

জাতীয় দলের পথে থাকা এলিটা কিংসলে শিখছেন জাতীয় সঙ্গীত

ব্রাজিলে নারী নিয়ে পার্টি, চিলির পাঁচ ফুটবলারের বিরুদ্ধে তদন্ত

ব্রাজিলে নারী নিয়ে পার্টি, চিলির পাঁচ ফুটবলারের বিরুদ্ধে তদন্ত