হ্যারি কেইনের রেকর্ড গড়া গোলে ম্যানসিটির হার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৩৯ এএম, ০৬ ফেব্রুয়ারি ২০২৩
হ্যারি কেইনের রেকর্ড গড়া গোলে ম্যানসিটির হার

দারুন ছন্দে থাকা ম্যানসিটি এবার টটেনহ্যামের কাছে ধাক্কা খেল। রোববার ইংলিশ প্রিমিয়ার ক্রিকেট লিগের ম্যাচে তারা ১-০ গোলে হেরেছে। এই হারে দারুন এক সুযোগ হাত ছাড়া করলো ম্যানসিটি। আগের ম্যাচে আর্সেনাল হেরে যাওয়ায় পয়েন্ট ব্যবধান কমানোর সুযোগ ছিল ম্যানসিটির। কিন্তু সেটা কাজে লাগাতে পারলো না তারা।

দলকে দারুন জয় এনে দেওয়া হ্যারি কেইন বড় একটি রেকর্ডও গড়েছেন। টটেনহ্যামের হয়ে সর্বাধিক গোল করার নজির এখন হ্যারি কেইনের। ক্লাবের হয়ে ২৬৭তম গোল করলেন এই ইংলিশ ফরোয়ার্ড। যে রেকর্ড ১৯৭০ সাল থেকে ছিল জিমি গ্রিভসের দখলে।

এই হারে ম্যানসিটির পয়েন্ট ২১ ম্যাচে সেই ৪৫। এক ম্যাচ কম খেলা আর্সেনালের পয়েন্ট ৫০। আর ২২ ম্যাচ খেলে টটেনহ্যাম ৩৯ পয়েণ্ট নিয়ে রয়েছে তৃতীয় স্থানে।

ম্যাচের ১৫ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন কেইন। ঘরের মাঠে প্রিয় তারকার এই নজির গড়া দেখে উৎসবে মেতে ওঠে টটেনহ্যাম সমর্থকেরাও। ক্লাবের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে হ্যারির ২৬৭তম গোলটি করলেন ৪১৬তম ম্যাচে।

সেখানে গ্রিভস রেকর্ড করেছিলেন ৩৭৯ ম্যাচ খেলে। তিনি ১৯৬১ থেকে ১৯৭০ সালসের মধ্যে এই নজির গড়েন। পাশাপাশি হ্যারি কেইন ইংলিশ প্রিমিয়ার লিগেও ২০০তম গোল করলেন। প্রিমিয়ার লিগের ইতিহাসে তিনি অ্যালেন শিয়ারার (২৬০) ও ওয়েন রুনির (২০৮) পর তৃতীয় ফুটবলার হিসেবে এই মাইলফলক স্পর্শ করলেন।

টটেনহ্যামের উৎসবের রাতে আবার একটি লাল কার্ডও দেখে তাদের খেলোয়াড়। ৮৭ মিনিটে বড় ফাউল করায় লাল কার্ড দেখেন টটেন হ্যামের ক্রিশ্চিয়ানো রোমেরো। তাতে অবশ্য হ্যারিদের জয় আটকায়নি।

হারলেও ম্যাচে দাপট ছিল ম্যানসিটিরই। তারা গোলবারে ১৫টি শট মেরেছে। যার পাঁচটি ছিল লক্ষ্যে। টটেনহ্যামের শট ছিল ১২টি। এচাড়া ৬৫ ভাগ বল দখলে ছিল ম্যানসিটির।

স্পোর্টসমেইল২৪/জেএম


শেয়ার করুন :


আরও পড়ুন

তিন ম্যাচ নিষিদ্ধ কাসেমিরোর পাশে কোচ

তিন ম্যাচ নিষিদ্ধ কাসেমিরোর পাশে কোচ

মেসির জন্য বার্সেলোনার দরজা খোলা: জাভি

মেসির জন্য বার্সেলোনার দরজা খোলা: জাভি

১৮ সেকেন্ডের জন্য জুলিয়ান আরাউজোকে পেল না বার্সেলোনা

১৮ সেকেন্ডের জন্য জুলিয়ান আরাউজোকে পেল না বার্সেলোনা

১২১ মিলিয়নে চেলসিতে আর্জেন্টিনার এনজো!

১২১ মিলিয়নে চেলসিতে আর্জেন্টিনার এনজো!