তালেবানদের ফিরে আসা দুঃস্বপ্নের মতো: সাবেক আফগান নারী ফুটবলার

পার্থ প্রতীম রায় পার্থ প্রতীম রায় প্রকাশিত: ০৭:৩০ এএম, ১৯ আগস্ট ২০২১
তালেবানদের ফিরে আসা দুঃস্বপ্নের মতো: সাবেক আফগান নারী ফুটবলার

পুরো আফগানিস্তান এখন তালেবানদের দখলে। একের পর এক শহর দখল করতে করতে রাজধানী কাবুলও নিজেদের দখলে নিয়েছে তারা। এমন অবস্থায় আফগান নারীদের কর্মক্ষেত্রে যাওয়া এবং খেলাধুলার বিষয়টি বেশ শঙ্কার মধ্যে পড়েছে। আফগানিস্তান নারী ফুটবল দলের সাবেক অধিনায়ক খালিদা পুপাল জানিয়েছেন, তালেবানরা খেলোয়াড়দের জন্য দুঃস্বপ্ন বয়ে নিয়ে এসেছে।

আফগানিস্তান ছেড়ে ডেনমার্কে অবস্থান করছেন খালেদা পুপাল। সেখান থেকেই আফগানিস্তান নারী ফুটবল দলের পরিচালক হিসেবে করছেন খালিদা। আফগানিস্তান থেকে ফুটবলাররা তাকে ভয়ের কথা জানাচ্ছেন বলে জানিয়েছেন তিনি।

খালেদা পুপাল বলেছেন, ‘আমি আফগানিস্তানে থাকা ফুটবলারদের মেসেজ পেয়েছি। তারা বেশ আতঙ্কিত। তারা কেউ ঘর থেকে বের হতে পারছেন না। তাদের সব স্বপ্ন ভেঙে গেছে। এটা দুঃস্বপ্নের মতো।’

খেলোয়াড়রা সবসময় তালেবানদের বিপক্ষে কথা বলেছে। এ কারণে তারা বেশ আতঙ্কিত বলে জানিয়েছেন তিনি। বলেন, ‘ফুটবলাররা ভিডিও পাঠাচ্ছে। তারা বলছে, আমরা যাদের বিপক্ষে তারাই এখন আমাদের দরজার সামনে। আমি নিঃশ্বাস নিতে পারছি না। তাদের কোনো সুরক্ষা পাচ্ছে না।’

দুই দশক আগে তালেবানরা আফগানিস্তানের ক্ষমতায় ছিল। সে সময় পুরো আফগানিস্তান জুড়ে নারীদের জন্য কঠোর বিধিনিষেধ ছিল। এছাড়াও সব ধরনের খেলাধুলা নিষিদ্ধ করা হয়েছিল। তালেবান পতনের পর থেকে আস্তে নারীদের ঘর থেকে বের করে আনার কাজ শুরু হয়। ক্রীড়াক্ষেত্রেও নারীদের অংশগ্রহণ বাড়ে।

এ বিষয়ে পুপাল বলেন, ‘এটা (তালেবানদের ক্ষমতা গ্রহণ) আমার হৃদয় ভেঙে দিয়েছে। বেশ কয়েক বছর ধরেই নারীদের মধ্যেই সচেতনতা তৈরি করা হয়েছিল। এটা আবারও নষ্ট হয়ে যাবে। নারীদের অগ্রগতি থেমে যাবে।’

তালেবানদের ক্ষমতা দখল করার পর সামাজিক যোগাযোগমাধ্যম এবং সব জায়গা থেকে নারীদের আপাতত সরে যেতে বলেন খালেদা পুপাল। তিনি বলেন, ‘আমি নারীদের উৎসাহ দিতাম। শক্ত হয়ে দাঁড়ানোর জন্য অনুপ্রেরণা দিতাম। কিন্তু এখন আমি তাদেরকে সব জায়গা থেকে নিজেদেরকে সরিয়ে নিতে বলেছি। কারণ আমাদের জীবন এখন গভীর সংকটে।’

আন্তর্জাতিক নারী ফুটবল র‍্যাঙ্কিংয়ে ১৬৭ দেশের মধ্যে ১৫২তম স্থানে আছে আফগান নারী দল। এ অবস্থায় নারীরা আবারও মাঠে নামতে পারবেন কিনা সে বিষয়েও শঙ্কা প্রকাশ করেছেন খালেদা পুপাল।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

সাফের সূচি প্রকাশ, উদ্বোধনী দিনেই শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ

সাফের সূচি প্রকাশ, উদ্বোধনী দিনেই শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ

নিজেকে নিয়ে ‘খেলতে’ দেবে না, মুখ খুললেন রোনালদো

নিজেকে নিয়ে ‘খেলতে’ দেবে না, মুখ খুললেন রোনালদো

এএফসির কাছ থেকে বড় অংকের ক্ষতিপূরণ পাচ্ছে বসুন্ধরা কিংস

এএফসির কাছ থেকে বড় অংকের ক্ষতিপূরণ পাচ্ছে বসুন্ধরা কিংস

লেভানডোস্কির জোড়া গোলে মৌসুমে বায়ার্নের প্রথম শিরোপা

লেভানডোস্কির জোড়া গোলে মৌসুমে বায়ার্নের প্রথম শিরোপা