নিজেকে নিয়ে ‘খেলতে’ দেবে না, মুখ খুললেন রোনালদো

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:১৩ এএম, ১৯ আগস্ট ২০২১
নিজেকে নিয়ে ‘খেলতে’ দেবে না, মুখ খুললেন রোনালদো

গুঞ্জন ছিল রিয়াল মাদ্রিদের ফিরবেন ক্রিস্টিয়ানো রোনালদো। সাথে আরও গুঞ্জন উঠেছিল জুভেন্টাস ছেড়ে পাড়ি জমিয়েছেন পিএসজি, ম্যানচেস্টার সিটিতে পাড়ি জমাবেন তিনি। তবে সব গুঞ্জন নিজেই উড়িয়ে দিবেন।

কার্লো আনচেলত্তি রিয়াল মাদ্রিদের ফেরার পর থেকেই ডালপালা মেলেছিল রিয়ালে ফিরবেন রোনালদো। তবে মঙ্গলবার (১৭ আগস্ট) আনচেলত্তি জানিয়েছেন রোনালদোকে ফেরাতে কোনো উদ্যোগ নেননি তিনি।

এরপরেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান পরিষ্কার করেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেখানে জানিয়েছেন রিয়াল মাদ্রিদের প্রতি তার ভালোবাসা আছে। তবে তিনি নিজের কাজেই মনযোগ দিতে চান।

সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদো লিখেন, ‘আমাকে যারা চেনে জানে, তারা জানে আমি আমার কাজে কতটা মনযোগী। ক্যারিয়ারের শুরু থেকেই আমার মূলমন্ত্র হলো কথা কম কাজ বেশি। তবে এখন আমাকে নিয়ে যা চলছে তাতে নিজের অবস্থান পরিষ্কার করার পরিপ্রেক্ষিতে আমাকে এসব জানাতে হচ্ছে।’

রোনালদো জানিয়েছেন, তার ভবিষ্যত নিয়ে যে কথা হচ্ছে তা ফুটবলার হিসেবে তার জন্য অসম্মানজনক। বলেন, ‘আমার ভবিষ্যত নিয়ে সংবাদমাধ্যমে যা এসেছে তা আমার জন্য অসম্মানজনক। তার থেকে বেশি আমার ক্লাব এবং ফুটবলার এবং স্টাফদের জন্যও।’

রিয়াল মাদ্রিদের বিষয়ে রোনালদো বলেন, ‘রিয়ালে যা হয়েছে তা স্থায়ী। বার্নাব্যু স্টেডিয়ামের জাদুঘর ও ক্লাবের সমর্থক স্মৃতিতে আছে। আমার অর্জনের বাইরেও ক্লাবের সাথে আমার আত্মিক সম্পর্ক রয়েছে। যা আমার মনের মধ্যে সবসময় থাকবে। আমি বিশ্বাস করি রিয়াল মাদ্রিদের সমর্থকরা আমাকে হৃদয়ে ধারণ করেন এবং আমিও তাদেরকে হৃদয়ে ধারণ করি।’

সাম্প্রতিক সময়ে রোনালদো জুভেন্টাস ছাড়া নিয়ে বেশ গুঞ্জন উঠেছে। এ বিষয়ে রোনালদো জানান, ‘স্পেনসহ বিভিন্ন লিগের কিছু ক্লাবের নাম জড়িয়ে সংবাদ প্রকাশিত হয়েছে। কেউ আসল ঘটনা খুঁজে বের করার চেষ্টা করেনি।’

রোনালদো বলেন, ‘এখন নীরবতা ভাঙতে হয়েছে। আমার নাম আমি কাউকে খেলতে দিবো না। আমার ক্যারিয়ার ও কাজ নিয়ে আমি মনযোগী। যে চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে হবে। এসবের জন্য আমি প্রস্তুত।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

লেভানডোস্কির জোড়া গোলে মৌসুমে বায়ার্নের প্রথম শিরোপা

লেভানডোস্কির জোড়া গোলে মৌসুমে বায়ার্নের প্রথম শিরোপা

মাত্র ২৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে ম্যানসিটিতে যেতে চান রোনালদো!

মাত্র ২৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে ম্যানসিটিতে যেতে চান রোনালদো!

বার্সার ঋণ ১.৩৫ বিলিয়ন ইউরো, শঙ্কিত সভাপতি লাপোর্তা

বার্সার ঋণ ১.৩৫ বিলিয়ন ইউরো, শঙ্কিত সভাপতি লাপোর্তা

চেলসি ছেড়ে রোমাতে ইংলিশ ফরওয়ার্ড টামি আব্রাহাম

চেলসি ছেড়ে রোমাতে ইংলিশ ফরওয়ার্ড টামি আব্রাহাম