আবারও পেছালো জামাল ভূঁইয়াদের ম্যাচ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:২৩ এএম, ১০ নভেম্বর ২০২১
আবারও পেছালো জামাল ভূঁইয়াদের ম্যাচ

বৃষ্টি বাধায় পড়েছে শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে ফুটবল টুর্নামেন্ট। এর ফলে আরও একদফা পিছিয়ে গেলো টুর্নামেন্টে বাংলাদেশের ম্যাচ। ম্যাচের জন্য নতুন কোনো তারিখ ঘোষণা করেনি শ্রীলঙ্কা ফুটবল ফেডারেশন।

সোমবার (৮ নভেম্বর) মাঠে গড়ানোর কথা ছিল বাংলাদেশ-সিশেলসের মধ্যকার ম্যাচ। তবে বৃষ্টি বাধায় তা আর মাঠে গড়ায়নি। কথা ছিল মঙ্গলবার (৯ নভেম্বর) মাঠে গড়াবে ম্যাচটি।

তবে মঙ্গলবার শ্রীলঙ্কা ফুটবল ফেডারেশন থেকে ম্যাচটি পিছিয়ে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। তবে এখনও ম্যাচটি কবে অনুষ্ঠিত হবে তা জানানো হয়নি।

বৈরি আবহাওয়ার কারণে মঙ্গলবারের সূচিতে এসেছে পরিবর্তন। আবহাওয়ার পূর্বাভাসে সন্ধ্যার পর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই তো শ্রীলঙ্কা এবং মালদ্বীপের ম্যাচটির সময় এগিয়ে এনে টুর্নামেন্টের উদ্বোধন করা হবে। এ কারণেই বাংলাদেশের ম্যাচ পিছিয়ে দেওয়া হয়েছে।

সোমবার (৮ নভেম্বর) শ্রীলঙ্কা-মালদ্বীপের মধ্যকার ম্যাচটি মাঠে নামানোর চেষ্টা করেছিল আয়োজকরা। তবে বৈরি আবহাওয়ার কারণে তা পারেনি। তাই তো সূচিতে পরিবর্তন আনতে বাধ্য হয়ে আয়োজক কমিটি।

মঙ্গলবার শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের উপস্থিতিতে চারজাতি এ টুর্নামেন্টের উদ্বোধন করা হবে। এর পরেই আয়োজিত হবে শ্রীলঙ্কা-মালদ্বীপের ম্যাচ।

বাংলাদেশের ম্যাচ দ্বিতীয় দফায় পিছিয়ে দেওয়ায় টুর্নামেন্টের সূচিতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

কন্যার বাবা হলেন বিশ্বনাথ ঘোষ

কন্যার বাবা হলেন বিশ্বনাথ ঘোষ

ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের দুই ধাপ উন্নতি

ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের দুই ধাপ উন্নতি

জেমি ডে ‘বাদ’-অস্কার ‘ক্লান্ত’, জামাল ভূঁইয়াদের নতুন কোচ মারিও লেমোস

জেমি ডে ‘বাদ’-অস্কার ‘ক্লান্ত’, জামাল ভূঁইয়াদের নতুন কোচ মারিও লেমোস

ভক্তদের কাছে ক্ষমা চাইলেন জিকো

ভক্তদের কাছে ক্ষমা চাইলেন জিকো