দারুণ লড়াইয়ে শেষ মুহূর্তে পরাস্ত হলো বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৫২ পিএম, ২৬ মার্চ ২০২৪
দারুণ লড়াইয়ে শেষ মুহূর্তে পরাস্ত হলো বাংলাদেশ

ফিলিস্তিনের বিপক্ষে বসুন্ধরা কিংস অ্যারেনায় দারুণ লড়াই করেও পারলো না জামাল ভূঁইয়ারা। অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তের একটি ভুলে হারলো বাংলাদেশ। ইনজুরি টাইমে (৯৪তম মিনিট) গোল হজম করে ১-০ ব্যবধানে হারলো স্বাগতিকরা।

বিশ্বকাপ ও এশিয়ান কাপ যৌথ বাছাইয়ে ফিলিস্তিনের বিপক্ষে কুয়েতের মাঠে ৫-০ গোলে হার নিয়ে দেশে ফিরেছিল বাংলাদেশ ফুটবল দল। সেই ক্ষত নিয়েই স্বাধীনতা দিবস মঙ্গলবার (২৬ মার্চ) সুন্ধরা কিংস অ্যারেনায় হোম ম্যাচ খেলতে নেমেছিল বাংলাদেশ।

আক্রমণ-পাল্টা আক্রমণে প্রথমার্ধ গোলশূন্য ব্যবধানে শেষ করার পর দ্বিতীয়ার্ধের নির্ধারিত সময়েও কোন দল গোল করতে পারেনি। তবে অতিরিক্ত পাওয়া ৮ মিনিটের মধ্যে চতুর্থতম মিনিটে (৯৪তম মিনিট) গিয়ে গোল খেয়ে বসে বাংলাদেশ। পয়েন্ট পাওয়ার স্বপ্ন ভাঙে লাল-সবুজ জার্সিধারী বাংলাদেশ ফুটবল দলের।

নির্ধারিত সময়ে গোলশূন্য খেলা শেষ করার পর বাংলাদেশের সামনেই জয়ের দারুণ সুযোগ ছিল। অতিরিক্ত সময়ের ৮ মিনিটের শুরুতেই ফিলিস্তিনের আহমেদ দ্বিতীয় হলুদ কার্ড (লাল কার্ড) দেখে মাঠ ছাড়েন। ফলে দশ জনের দলে পরিণত হয়েছিল ফিলিস্তিন।

তবে উল্টো বাংলাদেশ রক্ষণের ভুলে গোল খেয়ে বসে বাংলাদেশ। গোলরক্ষক মেহেদী শ্রাবণ দলকে রক্ষা করার কোনো সুযোগ পাননি। এর আগে ৮৩তম মিনিটে গোলরক্ষক মিতুল ব্যথা পেয়ে মাঠ ছাড়েন।


শেয়ার করুন :