গুঞ্জনের অবসান, ম্যানসিটি থেকে বার্সেলোনায় ফেরান তোরেস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৫২ পিএম, ২৯ ডিসেম্বর ২০২১
গুঞ্জনের অবসান, ম্যানসিটি থেকে বার্সেলোনায় ফেরান তোরেস

ফুটবল পাড়ার আকাশে-বাতাসে এতদিন একটি গুঞ্জন ভেসে বেড়াচ্ছিল। অবশেষে সব গুঞ্জনের অবসান হলো। ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি থেকে স্বদেশী ক্লাব বার্সেলোনায় যুক্ত হলেন স্প্যানিশ তারকা ফেরান তোরেস। সাড়ে পাঁচ বছরের চুক্তিতে বার্সেলোনায় নাম লিখিয়েছেন এই তরুণ ফুটবলার। আর তাকে দলে টানতে বার্সাকে খরচ করতে হয়েছে ৫৫ মিলিয়ন ইউরো।

চুক্তি অনুযায়ী ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত ন্যু ক্যাম্পে থাকবেন তোরেস। এরপর কিংবা এর আগে কোনো ক্লাব তাকে নিতে আগ্রহ দেখালে খরচ করতে হবে ১০০ মিলিয়ন ইউরো।

নতুন বছরের শুরুতেই (১ জানুয়ারি) তোরেসের সাথে চুক্তির বিষয়টি সবার সামনে উপস্থাপন করবে ক্লাব বার্সেলোনা। এরপর ৩ জানুয়ারি সমর্থকদের সঙ্গে তাকে পরিচয় করিয়ে দেবে মেসির সাবেক ক্লাব বার্সেলোনা।

বর্তমানে বার্সেলোনার আর্থিক সমস্যা বেশ প্রকট। যে কারণে দলের প্রধান তারকা ফুটবলার লিওনেল মেসিকে তারা ছেড়ে দিয়েছে। চলমান এই অর্থ সঙ্কটের মাঝে তোরেসকে তারা কিভাবে দলে ভেড়াবে তা নিয়ে সংশয় ছিল। তবে এতকিছুর মাঝেও ঠিকই তোরেসের সাথে চুক্তি করেছে কাতালান ক্লাবটি।

ক্লাবের ওয়েবসাইটে তোরেসের ছবি সম্বলিত মঙ্গলবার (২৮ ডিসেম্বর) এক বিবৃতি দিয়ে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে বার্সেলোনা। বলা হয়, ‘২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত আমাদের (বার্সেলোনা) সঙ্গে চুক্তি করেছেন ফেরান তোরেস। তার বাইআউট ক্লজ ১০০ মিলিয়ন ইউরো। তোরাসের মতো একজন খেলোয়াড়কে পেয়ে বার্সেলোনা খুব খুশি।’

তোরেসের ফুটবল ক্যারয়ার শুরু হয় স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়াতে। সেখান থেকে ২০২০ সালে তাকে দলে ভেড়ায় ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি। সিটিজেনদের হয়ে সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে মোট ৪৩টি ম্যাচ খেলেছেন তোরেস।

৪৩ ম্যাচে গোল করেছেন ১৬টি। গোলে সহায়তা করেছেন ৪টি। এ মৌসুমে ৭ ম্যাচ খেলে গোলবারে লক্ষ্যভেদ করেছেন তিনবার। স্প্যানিশ জাতীয় দলের হয়ে তোরেসের পারফর্ম্যান্স দেখার মতো। ২০২০ সালে অভিষেকের পর থেকে ২২ ম্যাচ খেলে তোরেস গোল করেছেন ১২টি।

স্পোর্টসমেইল২৪/এএইচবি/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বর্ষসেরা এমবাপে-আলেক্সিয়া, আজীবন সম্মাননায় রোনালদিনহো

বর্ষসেরা এমবাপে-আলেক্সিয়া, আজীবন সম্মাননায় রোনালদিনহো

রুমানার হাফ-সেঞ্চুরিতেও পাকিস্তানের কাছে হারলো বাংলাদেশ

রুমানার হাফ-সেঞ্চুরিতেও পাকিস্তানের কাছে হারলো বাংলাদেশ

মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে ফিরছেন বিসমাহ মারুফ

মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে ফিরছেন বিসমাহ মারুফ

নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করতে চায় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র

নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করতে চায় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র