ড্রয়ে জুভেন্টাসের হোচট, বড় দুশ্চিন্তা ইনজুরি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৪৮ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২২
ড্রয়ে জুভেন্টাসের হোচট, বড় দুশ্চিন্তা ইনজুরি

ছবি : ‍জুভেন্টাস

নগর প্রতিদ্বন্দ্বী তোরিনোর সাথে ড্র করে সিরি-এ লিগের শিরোপা মিশনে আরও একবার হোঁচট খেল জুভেন্টাস। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) রাতে তুরিনের আলিয়াঁজ স্টেডিয়ামে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। পুরো ম্যাচে প্রায় সমানে সমানের লড়াইয়ে জুভেন্টাস প্রথমে এগিয়ে গেলেও তা ধরে রাখতে পারেনি।

ম্যাচের ১৩তম মিনিটে মাথিস ডি লিটের গোলে এগিয়ে গিয়েছিল স্বাগতিক জুভেন্টাস। বিরতির পর ম্যাচের ৬২তম মিনিটে আন্দ্রে বেলোত্তির ভলিতে সমতা ফিরে তোরিনো। যা শেষ পর্যন্ত এটাই বহাল থাকে। এ ড্রয়ে ২৬ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে রয়েছে জুভেন্টাস।

অনুশীলনে ইনজুরিতে পড়েছেন ডিফেন্ডার ড্যানিয়েল রুগানি। ফলে তাকে আর খেলানো হয়নি। রুগানির বদলি হিসেবে মাঠে লুকা পেলেগ্রিনিও ইনজুরিতে পড়ে বিরতি সময় মাঠ ত্যাগে বাধ্য হন।

এদিকে, পয়েন্ট হারানোর পাশাপাশি ইনজুরির তালিকা দীর্ঘ হওয়ায় নতুন করে দুঃশ্চিন্তায় পড়েছেন জুভেন্টাস কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি। এছাড়া দ্বিতীয়ার্ধের শুরুতেই ফরোয়ার্ড পাওলো দিবালাও অস্বস্তি অনুভব করায় মাঠ ছাড়েন।

চারদিন পর ভিয়ারিয়ারেলের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬’র প্রথম লেগে লড়াইয়ের আগে এ বিষয়গুলো পুরো জুভেন্টাস শিবিরকে ভাবিয়ে তুলেছে। ইতিমধ্যেই ইনজুরির কারণে দলের বেশ কিছুদিন ধরেই দলের বাইরে রয়েছেন অভিজ্ঞ দুই সেন্টার ব্যাক গিওর্গিও চিয়েলিনি ও লিনার্দো বনুচ্চি। জানুয়ারিতে হাঁটুর লিগামেন্টের গুরুতর ইনজুরির কারণে মৌসুমের শেষ পর্যন্ত মাঠের বাইরে চলে গেছেন তারকা মিডফিল্ডার ফেডেরিকো চিয়েসা।

ম্যাচের ১৩ মিনিটে হুয়ান কুয়াড্রাডোর ফ্রি-কিক থেকে ডাচ ডিফেন্ডার ডি লিট হেডে জুভেন্টাস এগিয়ে যাওয়ার পর তোরিনো বেশ ভালোভাবেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। তারই ধারাবাকিতায় দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণাত্মক হয়ে ওঠে সফরকারীরা। বেশ কয়েকবার গোলের সুযোগও তৈরি করেছিল তারা। শেষ পর্যন্ত জোসেপ ব্রেকালোর ক্রসে স্ট্রাইকার বেলোত্তি দারুণ ভলিতে সমতা ফেরান।

সমতায় ফিরে ম্যাচের শেষ ভাগ পর্যন্ত জুভেন্টাসের উপর চাপ সৃষ্টি করে খেলেছে তোরিনো। এমনকি স্টপেজ টাইমেও দ্বিতীয় গোলের দেখা প্রায় পেয়েই গিয়েছিল। তবে তা ব্যর্থ করে দেয় জুভেন্টাস। এ ড্রয়ে ৩৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ১০ম স্থান ধরে রেখেছে তোরিনো।

এদিকে, এ ম্যাচে ড্র হওয়ায় লিগে গত ১২ ম্যাচে অপরাজিত রয়েছে তুরিনের জায়ান্টরা। এর আগে প্রথম ১৪ ম্যাচের পাঁচটিতেই পরাজিত হয়েছিল আলেগ্রির দল।

শীর্ষে থাকা এসি মিলানের থেকে তাদের পয়েন্টের ব্যবধান এখন আট। পঞ্চম স্থানে থাকা আটালান্টার সংগ্রহ ২৪ ম্যাচে ৪৪ পয়েন্ট। পরের ম্যাচে ফিওরেন্টিনাতে হারাতে পারলে আটালান্টার সামনে সুযোগ আছে জুভেন্টাসকে টপকে যাওয়ার।

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ম্যানচেস্টার ইউনাইটেডের যুব দলে রোনালদোর ছেলে

ম্যানচেস্টার ইউনাইটেডের যুব দলে রোনালদোর ছেলে

এমবাপেকে বিশ্বের ‘সর্বোচ্চ দামী’ ফুটবলার বানানোর প্রস্তাব পিএসজির!

এমবাপেকে বিশ্বের ‘সর্বোচ্চ দামী’ ফুটবলার বানানোর প্রস্তাব পিএসজির!

‘রোনালদো জুভেন্টাসের উপকার নয়, ক্ষতি করেছেন’

‘রোনালদো জুভেন্টাসের উপকার নয়, ক্ষতি করেছেন’

রোনালদোর হতাশার দিনে হোঁচট খেল ইউনাইটেড

রোনালদোর হতাশার দিনে হোঁচট খেল ইউনাইটেড