দুর্দান্ত লড়াইয়ে ইউনাইটেডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে অ্যাথলেটিকো

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৪১ এএম, ১৬ মার্চ ২০২২
দুর্দান্ত লড়াইয়ে ইউনাইটেডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে অ্যাথলেটিকো

চ্যাম্পিয়নস লিগের প্রথম লেগ ড্র হয়েছিল ১-১ গোলে। দ্বিতীয় লেগে স্বাভাবিকভাবেই চাপে থাকার কথা অ্যাথলেটিকো মাদ্রিদের। কেননা ম্যাচটা যে ম্যানচেস্টার ইউনাইটেডের ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে। কিন্তু কিসের কি! উল্টো ঘরের মাঠেই রোনালদোদের হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌছে গেছে অ্যাথলেটিকো।

বাংলাদেশ সময় বুধবার (১৬ মার্চ) রাতে ওল্ড ট্র্যাফোর্ডে শেষ ষোলোর ফিরতি লেগে দুর্দান্ত লড়াইয়ের ম্যাচে ১-০ গোলে জিতলো অ্যাথলেটিকো। তাতে দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে এগিয়ে কোয়ার্টার ফাইনালে পা রাখলো ডিয়েগো সিমিওনের দল। প্রথম লেগ ড্র হয়েছিল ১-১ গোলে।

ম্যাচের শুরু থেকেই অবশ্য ঘরের মাঠে দাপট দেখাতে থাকে ম্যানইউ। প্রথম গোলের সুযোগ এসেছিল ম্যাচের ১৩তম মিনিটে। ব্রুনো ফার্নান্দেজ ক্রস ফেলেছিলেন গোলমুখে। তবে এন্থনি এলেঙ্গার শট তাজ্জবভাবে মাথা দিয়ে ঠেকিয়ে দেন মাদ্রিদ গোলরক্ষক ইয়ান ওবলাক।

এই আক্রমণের রেশ কাটতে না কাটতেই ১৫তম মিনিটে ইউনাইটেড শিবিরে আক্রমণ শানায় অ্যাথলেটিকো। আচমকা দূর পাল্লার শট নিয়েছিলেন আর্জেন্টাইন তারকা রুদ্রিগো ডি পল। দুর্দান্ত এক সেভ করে পলের প্রচেষ্টা নসাৎ করে দেন রেড ডেভিলদের প্রহরী ডেভিড ডি গিয়া।

প্রথমার্ধের তখন কয়েক মিনিট বাকি। সবাই ভেবেছিল, গোলশূন্য ড্রতেই শেষ হবে প্রথমার্ধ। ঠিক তখনই চমক দেখালো সিমিওনের দল। ৪০ মিনিটের মাথায় ফেলিক্সের ব্যাকহিল ফ্লিকে বল পেয়ে বক্সের ডান দিক থেকে দূরের পোষ্টে ক্রস বাড়ান গ্রিজমান। দুর্দান্ত হেডে দলকে এগিয়ে নেন লোদি।

দ্বিতীয়ার্ধেও চলতে থাকে আক্রমণ-পাল্টা আক্রমণ। তবে গোলের আর দেখা নাই! ম্যাচে ফেরার আশায় একসঙ্গে তিনটি পরিবর্তন আনেন ইউনাইটেড কোচ রালফ রাংনিক। নেমানিয়া মাতিচ, এলেঙ্গা ও ফার্নান্দেজের জায়গায় নামান স্কট ম্যাকটমিনে, মার্কাস র‌্যাশফোর্ড ও পল পগবাকে।

তাতেও কোনো লাভ হয়নি। এর মাঝে ৭৭তম মিনিটে রাফায়েল ভারানের হেড এক হাতে ফিরিয়ে দলকে নিরাপফ রাখেন অ্যাথলেটিকো গোলরক্ষক অবল্যাক। আর তাতেই ইউরোপের মঞ্চ থেকে বিদায় ঘন্টা বেঁজে যায় ইংলিশ জায়ান্টদের!

রাতের অন্য ম্যাচে দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে আয়াক্সকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে উঠেছে পর্তুগালের ক্লাব বেনফিকা। এ নিয়ে পাঁচ বছর পর চতুর্থবারের মতো শেষ আটে খেলবে তারা।

স্পোর্টসমেইল২৪/এএইচবি


শেয়ার করুন :


আরও পড়ুন

বেনজেমার গোল নিয়ে পচেত্তিনোর আপত্তি, ‘এটা অন্যায়’

বেনজেমার গোল নিয়ে পচেত্তিনোর আপত্তি, ‘এটা অন্যায়’

দুই রিয়াল কিংবদন্তিকে টপকে গেলেন বেনজেমা

দুই রিয়াল কিংবদন্তিকে টপকে গেলেন বেনজেমা

গোলশূন্য ড্র করেও শেষ আটে ম্যানসিটি

গোলশূন্য ড্র করেও শেষ আটে ম্যানসিটি

বেনজেমা ঝড়ে পিএসজিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদ

বেনজেমা ঝড়ে পিএসজিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদ