ভক্তের মোবাইল ভেঙে রোনালদোর দুঃখ প্রকাশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:২৮ পিএম, ১০ এপ্রিল ২০২২
ভক্তের মোবাইল ভেঙে রোনালদোর দুঃখ প্রকাশ

ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) এভারটনের কাছে ১-০ গোলে হারে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচ শেষে ড্রেসিং রুমে ফেরার পথে এক ভক্তের মোবাইল ভাঙেন রোনালদো। অভিযোগ ছিল, ড্রেসিং রুমে ফেরার দৃশ্যটি ভিডিও ধারণ করছিলেন ওই ভক্ত। শেষ পর্যন্ত ওই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন পর্তুগিজ তারকা এভারটন।

মোবাইল ভাঙার ওই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতেই তার বিরুদ্ধে শুরু হয় সমালোচনা। এরপরেই ওই ঘটনার জন্য ক্ষমা চান পর্তুগিজ তারকা।

রোনালদো সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বলেন, ‘আমরা যেমন কঠিন সময়ের মুখোমুখি হয়েছি এমন কঠিন মুহূর্তে আবেগ সামলে রাখা কখনোই সহজ কাজ নয়। তবুও, এই সুন্দর খেলাটার প্রতি ভালোবাসা বাড়াতে আমাদের সবসময় সম্মান, ধৈর্য ও উদাহরণ তৈরি করতে হবে তরুণদের জন্য।’

শুধু তাই নয়, ওই ভক্তকে ওল্ড ট্রাফোর্ডে আমন্ত্রণ দিয়েছেন রোনালদো। এ বিষয়ে বলেন, ‘আমি নিজের বিস্ফোরণের জন্য ক্ষমা চাই আর যদি সম্ভব হয় ওই সমর্থককে ওল্ড ট্রাফোর্ডে আমন্ত্রণ জানাতে চাই স্পোর্টসম্যানশিপ ও ফেয়ার প্লের স্বাক্ষর হিসেবে।’

এ ঘটনার আগে গুডিসন পার্কে এভারটনের কাছে ১-০ গোলে হারে ম্যানচেস্টার ইউনাইটেড। এর ফলে রেড ডেভিলদের উয়েফা চ্যাম্পিয়নস লিগে সরাসরি খেলার সম্ভাবনা অনেকটাই কমে গেছে। এর আগে মৌসুমের সম্ভাব্য সকল ট্রফি জয়ের আশায় শেষ হয়ে গেছে ইউনাইটেডের।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

ম্যাচ হেরে খেলোয়াড়দের সমালোচনা করলেন রাংনিক

ম্যাচ হেরে খেলোয়াড়দের সমালোচনা করলেন রাংনিক

ম্যাচ হেরে ভক্তের মোবাইল ভাঙলেন রোনালদো

ম্যাচ হেরে ভক্তের মোবাইল ভাঙলেন রোনালদো

ইউনাইটেড ছেড়ে রিয়াল সোসিয়াদাদে যাচ্ছেন কাভানি!

ইউনাইটেড ছেড়ে রিয়াল সোসিয়াদাদে যাচ্ছেন কাভানি!

দুবাইয়ে ফ্রাঞ্চাইজি ক্রিকেটে দল কিনছে ম্যানইউ

দুবাইয়ে ফ্রাঞ্চাইজি ক্রিকেটে দল কিনছে ম্যানইউ