ব্রাইটনের মাঠে ‘এক হালি’ গোলে বিধ্বস্ত ইউনাইটেড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:২৩ এএম, ০৮ মে ২০২২
ব্রাইটনের মাঠে ‘এক হালি’ গোলে বিধ্বস্ত ইউনাইটেড

চলতি মৌসুমে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডের দুর্দশা কাটছেই না । ইউরোপের শীর্ষ সব আসর থেকে বিদায় নেয়া রেড ডেভিলরা ইংলিশ প্রিমিয়ার লিগেও হারের ধারা অব্যাহত রেখেছে। এবার তাদেরকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে ব্রাইটন অ‍্যান্ড হোভ অ‍্যালবিয়ন।

বাংলাদেশ সময় শনিবার (৭ মে) রাতে ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই নিজেদের জানান দিতে থাকে ব্রাইটন। গোছালো ফুটবল খেলে ম্যাচের ১৫তম মিনিটেই এগিয়ে যায় তারা। ইউনাইটেডের একজন খেলোয়াড়ের বদৌলতে গ্রসের শট পেয়ে যান কেইসেদো। ২৫ গজ দূর থেকে বুলেট শটে জাল কাঁপিয়ে দেন ইকুয়েডর মিডফিল্ডার।

গোল খেয়ে দিশেহারা হয়ে পড়ে ম্যানইউ। ৪২ মিনিটে গোল খেতে খেতে বেচে যাওয়া ম্যানইউ সাত মিনিট পরই হজম করে দ্বিতীয় গোল। ৪৯ মিনিটে ট্রসার্ডের কাট ব‍্যাক পেয়ে খুব কাছ থেকে বুলেট গতির শটে জাল খুঁজে নেন মার্ক কুকুরেলা।

বিরতির পর ইংলিশ ক্লাবটির উপর আরও জেকে বসে ব্রাইটন। তার জের ধরে ৫৭তম মিনিটে স্কোর লাইন ৩-০ করে ফেলেন গ্রস। কুকুরেলার পাস ধরে এগিয়ে গিয়ে ফাকায় দাঁড়ানো ট্রসকে খুজে নেন ট্রসার্ড। কেউ এগিয়ে আসার আগেই তিনি বল বাড়ান গ্রসকে। বাকি কাজ অনায়াসে সারেন জার্মান মিডফিল্ডার।

তৃতীয় গোলের রেশ কাটতে না কাটতেই আবারও গোল। ওয়েলব‍্যাকের শট বাইসাইকেল কিকে গোললাইন থেকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেন দিয়েগো দালোত। তবে ঠিক মতো পারেননি। বল লেগে যায় ট্রসার্ডের বুকে, সেখান থেকে জালে জড়িয়ে পূর্ণ হয় ‘এক হালি’।

শেষ দিকে গোলের জন‍্য বেশ চেষ্টা করলেও সাফল‍্যের দেখা পায়নি ইউনাইটেড। এই ম‍্যাচে নিজের ছায়া হয়ে ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদোও। ম্যাচে তাকে একবারও আক্রমনে উঠতে দেখা যায়নি। এই হারে ৩৭ ম‍্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে ছয়েই আছে ইউনাইটেড। তাতে শেষ হয়ে গেল চ‍্যাম্পিয়নস লিগের আশা।

স্পোর্টসমেইল২৪/এএইচবি


শেয়ার করুন :


আরও পড়ুন

ইউনাইটেড থেকে পগবাকে ভেড়াতে চায় ম্যানসিটি

ইউনাইটেড থেকে পগবাকে ভেড়াতে চায় ম্যানসিটি

‘সম্ভবত আমি চ্যাম্পিয়নস লিগ জেতানোর মতো ভালো কোচ নই’

‘সম্ভবত আমি চ্যাম্পিয়নস লিগ জেতানোর মতো ভালো কোচ নই’

চেলসির নতুন মালিক টড বোহেলি

চেলসির নতুন মালিক টড বোহেলি

ফুটবল বিশ্বে সবচেয়ে দামি স্পন্সর পেতে যাচ্ছে লিভারপুল

ফুটবল বিশ্বে সবচেয়ে দামি স্পন্সর পেতে যাচ্ছে লিভারপুল