বিষয়

Array ( [0] => App\BnContent Object ( [primaryKey:protected] => content_id [connection:protected] => mysql [table:protected] => [keyType:protected] => int [incrementing] => 1 [with:protected] => Array ( ) [withCount:protected] => Array ( ) [perPage:protected] => 15 [exists] => 1 [wasRecentlyCreated] => [attributes:protected] => Array ( [content_id] => 22577 [content_type] => 1 [cat_id] => 2 [cat_pos] => 0 [subcat_id] => 1 [subcat_pos] => 0 [special_cat_id] => 1 [special_cat_pos] => 0 [country_id] => 19 [country_pos] => 0 [division_id] => 1 [division_pos] => 0 [district_id] => 1 [district_pos] => 0 [upozilla_id] => 1 [upozilla_pos] => 0 [content_heading] => রোনালদোর রেকর্ড, এভারটনকে হারালো ইউনাইটেড [content_sub_heading] => [author_id] => 1 [content_brief] => চলতি মৌসুমটা দুঃস্বপ্নের মতো কাটছে ম্যানচেস্টার ইউনাইটেডের পর্তুগিজ ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর। ইউনাইটেডের প্রথম একাদশে সুযোগ পেতেই হিমশিম খেতে হচ্ছে। আর মাঠে নেমে একটা গোলের জন্য হন্য হয়ে ছুটলেও গোল নামক সোনার হরিণের দেখা পাচ্ছিলেন না... [content_details] =>

চলতি মৌসুমটা দুঃস্বপ্নের মতো কাটছে ম্যানচেস্টার ইউনাইটেডের পর্তুগিজ ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর। ইউনাইটেডের প্রথম একাদশে সুযোগ পেতেই হিমশিম খেতে হচ্ছে। আর মাঠে নেমে একটা গোলের জন্য হন্য হয়ে ছুটলেও গোল নামক সোনার হরিণের দেখা পাচ্ছিলেন না!

ক্যারিয়ারের কতশত অর্জন তার। তর্কাসাপেক্ষ ফুটবল ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা ফুটবলারও বটে! অথচ তাকেই কিনা একটা গোলের জন্য কতটা পথ পাড়ি দিতে হলো!

গতকাল রাতের আগ পর্যন্ত চলতি মৌসুমে মাত্র একটি গোল ছিল রোনালদোর, সেটাও কিনা পেনাল্টি থেকে। অবশেষে ওপেন প্লে থেকে গোল পেলেন সিআরসেভেন। এভারটনের বিপক্ষে ম্যানইউর ২-১ গোল ব্যবধানে জেতা ম্যাচে এক গোল এসেছে রোনালদোর পা থেকে। 

রোববার (৯ অক্টোবর) ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) এভারটনের বিপক্ষে মাঠে নেমেছিলো ম্যানচেস্টার ইউনাইটেড। এদিনও শুরুর একাদশে ছিলেন না রোনালদো। কিন্তু মার্সিয়ালের চোটে ম্যাচের ৩০তম মিনিটে তাকে মাঠে নামাতে বাধ্য হন লিভারপুল বস।

রোনালদো আসার আগেই একবার পিছিয়ে পড়ে সমতায় ফিরেছিল ইউনাইটেড। ম্যাচের পঞ্চম মিনিটেই ইউনাইটেডের জালে বল পাঠিয়ে দেন এভারটনের আইওবি।

মাত্র এক সপ্তাহ আগে ম্যানচেস্টার ডার্বিতে ভরাডুবির পর এ ম্যাচে শুরুতেই গোল খেয়েই যেন জেগে ওঠে ইউনাইটেড ফুটবলার। গোছানো আক্রমণ থেকে ম্যাচের ১৫তম মিনিটে ইউনাইটেডকে সমতায় ফেরান আন্তোনি।

বিরতিতে যাওয়ার ঠিক আগে আসে সেই মাহেন্দ্রক্ষণ। মাঠে নামার ১৪ মিনিটের মাথায় গোলের দেখা পান রোনালদো। ৪৪তম মিনিটে ক্যাসেমিরোর থ্রু ধরে দুর্দান্ত কোনাকুনি শটে ইউনাইটেডকে এগিয়ে দেন তিনি।

এটা শুধু এই মৌসুমে রোনালদোর প্রথম ওপেন প্লে গোল নয়! এই গোলটা তার ক্লাব ক্যারিয়ারের ৭০০তম গোল। যে মাইলফলক এর আগে স্পর্শ করতে পারেনি কোনো ফুটবলার। চীরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি ৬৯১ গোল নিয়ে তার পিছনেই আছেন।

রেকর্ড গড়া গোল করেই যেন হারানো আত্মবিশ্বাস ফিরে পেয়েছিলেন রোনালদো। এরপর বেশ কয়েকবার ক্ষিপ্রতার সঙ্গে আক্রমণে করেছেন তবে শেষ পর্যন্ত আর গোলের দেখা পাননি তিনি।

এভারটনের বিপক্ষে এই জয়ে আট ম্যাচে পাঁচ জয় ও তিন হারে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে ম্যানইউ। অন্যদিকে এক ম্যাচ বেশি খেলে ২ জয়, চার ড্র ও তিন হারে ১০ পয়েন্ট নিয়ে দ্বাদশ স্থানে এভারটন। আর ৯ ম্যাচে আট জয়ে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল।

স্পোর্টসমেইল২৪/এসকেডি 

[img_sm_path] => 2018June/SM/cr7-20221010094247.jpg [img_sm_caption] => [img_bg_path] => 2018June/cr7-20221010094247.jpg [img_bg_caption] => [related_ids] => 22576,22568,22564,22559 [photo_ids] => [video_type] => [video_id] => [uploader_id] => 1 [tags] => ম্যানচেস্টার-ইউনাইটেড,ইপিএল,ইংলিশ-প্রিমিয়ার-লিগ [players] => রোনালদো [people_tags] => [place_tags] => [instant_article] => 2 [total_hit] => 1077 [status] => 1 [scroll] => 2 [deletable] => 1 [created_at] => 2022-10-10 09:42:47 [updated_at] => 2024-04-28 19:12:48 ) [original:protected] => Array ( [content_id] => 22577 [content_type] => 1 [cat_id] => 2 [cat_pos] => 0 [subcat_id] => 1 [subcat_pos] => 0 [special_cat_id] => 1 [special_cat_pos] => 0 [country_id] => 19 [country_pos] => 0 [division_id] => 1 [division_pos] => 0 [district_id] => 1 [district_pos] => 0 [upozilla_id] => 1 [upozilla_pos] => 0 [content_heading] => রোনালদোর রেকর্ড, এভারটনকে হারালো ইউনাইটেড [content_sub_heading] => [author_id] => 1 [content_brief] => চলতি মৌসুমটা দুঃস্বপ্নের মতো কাটছে ম্যানচেস্টার ইউনাইটেডের পর্তুগিজ ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর। ইউনাইটেডের প্রথম একাদশে সুযোগ পেতেই হিমশিম খেতে হচ্ছে। আর মাঠে নেমে একটা গোলের জন্য হন্য হয়ে ছুটলেও গোল নামক সোনার হরিণের দেখা পাচ্ছিলেন না... [content_details] =>

চলতি মৌসুমটা দুঃস্বপ্নের মতো কাটছে ম্যানচেস্টার ইউনাইটেডের পর্তুগিজ ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর। ইউনাইটেডের প্রথম একাদশে সুযোগ পেতেই হিমশিম খেতে হচ্ছে। আর মাঠে নেমে একটা গোলের জন্য হন্য হয়ে ছুটলেও গোল নামক সোনার হরিণের দেখা পাচ্ছিলেন না!

ক্যারিয়ারের কতশত অর্জন তার। তর্কাসাপেক্ষ ফুটবল ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা ফুটবলারও বটে! অথচ তাকেই কিনা একটা গোলের জন্য কতটা পথ পাড়ি দিতে হলো!

গতকাল রাতের আগ পর্যন্ত চলতি মৌসুমে মাত্র একটি গোল ছিল রোনালদোর, সেটাও কিনা পেনাল্টি থেকে। অবশেষে ওপেন প্লে থেকে গোল পেলেন সিআরসেভেন। এভারটনের বিপক্ষে ম্যানইউর ২-১ গোল ব্যবধানে জেতা ম্যাচে এক গোল এসেছে রোনালদোর পা থেকে। 

রোববার (৯ অক্টোবর) ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) এভারটনের বিপক্ষে মাঠে নেমেছিলো ম্যানচেস্টার ইউনাইটেড। এদিনও শুরুর একাদশে ছিলেন না রোনালদো। কিন্তু মার্সিয়ালের চোটে ম্যাচের ৩০তম মিনিটে তাকে মাঠে নামাতে বাধ্য হন লিভারপুল বস।

রোনালদো আসার আগেই একবার পিছিয়ে পড়ে সমতায় ফিরেছিল ইউনাইটেড। ম্যাচের পঞ্চম মিনিটেই ইউনাইটেডের জালে বল পাঠিয়ে দেন এভারটনের আইওবি।

মাত্র এক সপ্তাহ আগে ম্যানচেস্টার ডার্বিতে ভরাডুবির পর এ ম্যাচে শুরুতেই গোল খেয়েই যেন জেগে ওঠে ইউনাইটেড ফুটবলার। গোছানো আক্রমণ থেকে ম্যাচের ১৫তম মিনিটে ইউনাইটেডকে সমতায় ফেরান আন্তোনি।

বিরতিতে যাওয়ার ঠিক আগে আসে সেই মাহেন্দ্রক্ষণ। মাঠে নামার ১৪ মিনিটের মাথায় গোলের দেখা পান রোনালদো। ৪৪তম মিনিটে ক্যাসেমিরোর থ্রু ধরে দুর্দান্ত কোনাকুনি শটে ইউনাইটেডকে এগিয়ে দেন তিনি।

এটা শুধু এই মৌসুমে রোনালদোর প্রথম ওপেন প্লে গোল নয়! এই গোলটা তার ক্লাব ক্যারিয়ারের ৭০০তম গোল। যে মাইলফলক এর আগে স্পর্শ করতে পারেনি কোনো ফুটবলার। চীরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি ৬৯১ গোল নিয়ে তার পিছনেই আছেন।

রেকর্ড গড়া গোল করেই যেন হারানো আত্মবিশ্বাস ফিরে পেয়েছিলেন রোনালদো। এরপর বেশ কয়েকবার ক্ষিপ্রতার সঙ্গে আক্রমণে করেছেন তবে শেষ পর্যন্ত আর গোলের দেখা পাননি তিনি।

এভারটনের বিপক্ষে এই জয়ে আট ম্যাচে পাঁচ জয় ও তিন হারে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে ম্যানইউ। অন্যদিকে এক ম্যাচ বেশি খেলে ২ জয়, চার ড্র ও তিন হারে ১০ পয়েন্ট নিয়ে দ্বাদশ স্থানে এভারটন। আর ৯ ম্যাচে আট জয়ে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল।

স্পোর্টসমেইল২৪/এসকেডি 

[img_sm_path] => 2018June/SM/cr7-20221010094247.jpg [img_sm_caption] => [img_bg_path] => 2018June/cr7-20221010094247.jpg [img_bg_caption] => [related_ids] => 22576,22568,22564,22559 [photo_ids] => [video_type] => [video_id] => [uploader_id] => 1 [tags] => ম্যানচেস্টার-ইউনাইটেড,ইপিএল,ইংলিশ-প্রিমিয়ার-লিগ [players] => রোনালদো [people_tags] => [place_tags] => [instant_article] => 2 [total_hit] => 1077 [status] => 1 [scroll] => 2 [deletable] => 1 [created_at] => 2022-10-10 09:42:47 [updated_at] => 2024-04-28 19:12:48 ) [casts:protected] => Array ( ) [dates:protected] => Array ( ) [dateFormat:protected] => [appends:protected] => Array ( ) [events:protected] => Array ( ) [observables:protected] => Array ( ) [relations:protected] => Array ( ) [touches:protected] => Array ( ) [timestamps] => 1 [hidden:protected] => Array ( ) [visible:protected] => Array ( ) [fillable:protected] => Array ( ) [guarded:protected] => Array ( [0] => * ) ) [1] => App\BnContent Object ( [primaryKey:protected] => content_id [connection:protected] => mysql [table:protected] => [keyType:protected] => int [incrementing] => 1 [with:protected] => Array ( ) [withCount:protected] => Array ( ) [perPage:protected] => 15 [exists] => 1 [wasRecentlyCreated] => [attributes:protected] => Array ( [content_id] => 25149 [content_type] => 1 [cat_id] => 2 [cat_pos] => 0 [subcat_id] => 1 [subcat_pos] => 0 [special_cat_id] => 1 [special_cat_pos] => 0 [country_id] => 19 [country_pos] => 0 [division_id] => 1 [division_pos] => 0 [district_id] => 1 [district_pos] => 0 [upozilla_id] => 1 [upozilla_pos] => 0 [content_heading] => লুইজের দিকে চোখ আর্সেনালের, শঙ্কায় থমাস পার্টের ভবিষ্যৎ [content_sub_heading] => [author_id] => 1 [content_brief] => জানুয়ারিতে শীতকালীন ট্রান্সফার উইন্ডো উন্মুক্ত হলে নিজেদের মধ্য মাঠকে নতুন করে সাজানোর পরিকল্পনা করছে আর্সেনাল। এ ক্ষেত্রে ক্লাবটির পছন্দের তালিকায় প্রথম রয়েছেন ডগলাস লুইজ। তবে এটা বাস্তবায়ন হলে শঙ্কা পড়বে থমাস পার্টের ভবিষ্যৎ... [content_details] =>

জানুয়ারিতে শীতকালীন ট্রান্সফার উইন্ডো উন্মুক্ত হলে নিজেদের মধ্য মাঠকে নতুন করে সাজানোর পরিকল্পনা করছে আর্সেনাল। এ ক্ষেত্রে ক্লাবটির পছন্দের তালিকায় প্রথম রয়েছেন ডগলাস লুইজ। তবে এটা বাস্তবায়ন হলে শঙ্কা পড়বে থমাস পার্টের ভবিষ্যৎ। ক্লাবের একটি ঘনিষ্ঠ সূত্র সংবাদ মাধ্যমে এমন তথ্য জানিয়েছে।

২০২২ সালের সেপ্টেম্বরে লুইজের জন্য দেওয়া আর্সেনালের তিনটি প্রস্তাবই বাতিল হয়ে যায়। এর মধ্যে সর্বশেষ ব্রাজিলিয়ান এ আন্তর্জাতিক খেলোয়াড়ের জন্য ২৫ মিলিয়ন পাউন্ড দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। এরপরপরই ভিলা পার্কের সাথে ২০২৬ সাল পর্যন্ত নুতুন চুক্তিতে স্বাক্ষর করেন লুইজ।

এবারের মৌসুমে উনাই এমেরির দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে নিজেকে প্রমাণ করেছেন লুইজ। প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত ১৩ ম্যাচের সবকটিতেই তিনি মূল দলে খেলেছেন। এর মধ্যে টটেনহ্যামের বিপক্ষে রোববার ২-১ গোলের জয়ের ম্যাচটিও রয়েছে।

আর্সেনাল এখনো তার ব্যাপারে আগ্রহ ধরে রেখেছে। ভিলাকে আশ্বস্ত করতে ধারণা করা হচ্ছে, ভবিষ্যতে আরও বেশি অর্থের প্রস্তাব দিতে যাচ্ছে গানার্সরা। শেষ পর্যন্ত প্রস্তাবে ভিলা সম্মত হলে মৌসুমের মাঝামাঝি সময় দারুণ এক সময় ছেড়ে লুইজকে আর্সেনালে পাড়ি জমাতে হবে।

এবারের গ্রীষ্মে ২০০ মিলিয়ন পাউন্ডেরও বেশি ব্যয় হয়ে যাওয়ায় দলবদলের বাজারে আর্সেনালের হাতে অর্থের পরিমাণও সীমিত হয়ে গেছে। ব্রেন্টফোর্ড থেকে গোলরক্ষক ডেভিড রায়াকে প্রাথমিকভাবে ৩ মিলিয়ন পাউন্ডের ধারে নেওয়া হয়েছে। চুক্তিতে তাকে স্থায়ী করার শর্তাবলী রয়েছে। আর সেটা করতে হলে ২৭ মিলিয়ন পাউন্ড ব্যয় করতে হতে পারে।

তবে পার্টের বিদায়ে নতুন চুক্তিভুক্ত খেলোয়াড়ের জন্য অর্থ বাড়াতে পারে গানার্সরা। এবারের মৌসুমে মিডফিল্ডার পার্টে মাত্র তিনটি লিগ ম্যাচ খেলেছেন। ক্রমাগত ইনজুরি তাকে অনেকটাই পিছিয়ে দিয়েছে। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে নতুন বছরের আগ পর্যন্ত ৩০ বছর বয়সী পার্টেকে মাঠের বাইরে থাকতে হবে।

১৩ জানুয়ারি ও ১১ ফেব্রয়ারি আফ্রিকান নেশন্স কাপে ঘানার হয়ে তার মাঠে ফেরার আশা করা হচ্ছে। ইতালিয়ান গণমাধ্যমের বিভিন্ন সূত্রমতে জানা গেছে জুভেনটাস পার্টেকে দলে পেতে আগ্রহী হয়ে উঠেছে। গ্রীষ্মে এ মিডফিল্ডারকে ছেড়ে দিতে চেয়েছিল আর্সেনাল। কিন্তু তাদের প্রস্তাব বিভিন্ন কারনে বাতিল হয়ে যায়।

সৌদি আরবের লিগ থেকেও পার্টের ব্যপারে আগ্রহ দেখানো হয়েছিল। আর্সেনালও এ মুহূর্তে তাকে ধরে রাখতে চায়। তবে সেক্ষেত্রে লুইজকে দলে নেওয়া কঠিন হয়ে যেতে পারে। কোচ মাইকেল আর্তেতার আগ্রহে শুধুমাত্র মিডফিল্ডার নয়, ব্রেন্টফোর্ড স্ট্রাইকার ইভান টনি ও উলফস উইঙ্গার প্রেডো নেটোকে দল ভুক্তি তালিকায় উপরের দিকেই রেখেছে আর্সেনাল।

[img_sm_path] => 2018June/SM/Douglas Luiz-thomas partey-20231128161801.jpg [img_sm_caption] => [img_bg_path] => 2018June/Douglas Luiz-thomas partey-20231128161801.jpg [img_bg_caption] => [related_ids] => [photo_ids] => [video_type] => [video_id] => [uploader_id] => 1 [tags] => আর্সেনাল,ফুটবল [players] => [people_tags] => [place_tags] => [instant_article] => 1 [total_hit] => 1743 [status] => 1 [scroll] => 2 [deletable] => 1 [created_at] => 2023-11-28 16:18:01 [updated_at] => 2024-04-28 15:43:05 ) [original:protected] => Array ( [content_id] => 25149 [content_type] => 1 [cat_id] => 2 [cat_pos] => 0 [subcat_id] => 1 [subcat_pos] => 0 [special_cat_id] => 1 [special_cat_pos] => 0 [country_id] => 19 [country_pos] => 0 [division_id] => 1 [division_pos] => 0 [district_id] => 1 [district_pos] => 0 [upozilla_id] => 1 [upozilla_pos] => 0 [content_heading] => লুইজের দিকে চোখ আর্সেনালের, শঙ্কায় থমাস পার্টের ভবিষ্যৎ [content_sub_heading] => [author_id] => 1 [content_brief] => জানুয়ারিতে শীতকালীন ট্রান্সফার উইন্ডো উন্মুক্ত হলে নিজেদের মধ্য মাঠকে নতুন করে সাজানোর পরিকল্পনা করছে আর্সেনাল। এ ক্ষেত্রে ক্লাবটির পছন্দের তালিকায় প্রথম রয়েছেন ডগলাস লুইজ। তবে এটা বাস্তবায়ন হলে শঙ্কা পড়বে থমাস পার্টের ভবিষ্যৎ... [content_details] =>

জানুয়ারিতে শীতকালীন ট্রান্সফার উইন্ডো উন্মুক্ত হলে নিজেদের মধ্য মাঠকে নতুন করে সাজানোর পরিকল্পনা করছে আর্সেনাল। এ ক্ষেত্রে ক্লাবটির পছন্দের তালিকায় প্রথম রয়েছেন ডগলাস লুইজ। তবে এটা বাস্তবায়ন হলে শঙ্কা পড়বে থমাস পার্টের ভবিষ্যৎ। ক্লাবের একটি ঘনিষ্ঠ সূত্র সংবাদ মাধ্যমে এমন তথ্য জানিয়েছে।

২০২২ সালের সেপ্টেম্বরে লুইজের জন্য দেওয়া আর্সেনালের তিনটি প্রস্তাবই বাতিল হয়ে যায়। এর মধ্যে সর্বশেষ ব্রাজিলিয়ান এ আন্তর্জাতিক খেলোয়াড়ের জন্য ২৫ মিলিয়ন পাউন্ড দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। এরপরপরই ভিলা পার্কের সাথে ২০২৬ সাল পর্যন্ত নুতুন চুক্তিতে স্বাক্ষর করেন লুইজ।

এবারের মৌসুমে উনাই এমেরির দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে নিজেকে প্রমাণ করেছেন লুইজ। প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত ১৩ ম্যাচের সবকটিতেই তিনি মূল দলে খেলেছেন। এর মধ্যে টটেনহ্যামের বিপক্ষে রোববার ২-১ গোলের জয়ের ম্যাচটিও রয়েছে।

আর্সেনাল এখনো তার ব্যাপারে আগ্রহ ধরে রেখেছে। ভিলাকে আশ্বস্ত করতে ধারণা করা হচ্ছে, ভবিষ্যতে আরও বেশি অর্থের প্রস্তাব দিতে যাচ্ছে গানার্সরা। শেষ পর্যন্ত প্রস্তাবে ভিলা সম্মত হলে মৌসুমের মাঝামাঝি সময় দারুণ এক সময় ছেড়ে লুইজকে আর্সেনালে পাড়ি জমাতে হবে।

এবারের গ্রীষ্মে ২০০ মিলিয়ন পাউন্ডেরও বেশি ব্যয় হয়ে যাওয়ায় দলবদলের বাজারে আর্সেনালের হাতে অর্থের পরিমাণও সীমিত হয়ে গেছে। ব্রেন্টফোর্ড থেকে গোলরক্ষক ডেভিড রায়াকে প্রাথমিকভাবে ৩ মিলিয়ন পাউন্ডের ধারে নেওয়া হয়েছে। চুক্তিতে তাকে স্থায়ী করার শর্তাবলী রয়েছে। আর সেটা করতে হলে ২৭ মিলিয়ন পাউন্ড ব্যয় করতে হতে পারে।

তবে পার্টের বিদায়ে নতুন চুক্তিভুক্ত খেলোয়াড়ের জন্য অর্থ বাড়াতে পারে গানার্সরা। এবারের মৌসুমে মিডফিল্ডার পার্টে মাত্র তিনটি লিগ ম্যাচ খেলেছেন। ক্রমাগত ইনজুরি তাকে অনেকটাই পিছিয়ে দিয়েছে। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে নতুন বছরের আগ পর্যন্ত ৩০ বছর বয়সী পার্টেকে মাঠের বাইরে থাকতে হবে।

১৩ জানুয়ারি ও ১১ ফেব্রয়ারি আফ্রিকান নেশন্স কাপে ঘানার হয়ে তার মাঠে ফেরার আশা করা হচ্ছে। ইতালিয়ান গণমাধ্যমের বিভিন্ন সূত্রমতে জানা গেছে জুভেনটাস পার্টেকে দলে পেতে আগ্রহী হয়ে উঠেছে। গ্রীষ্মে এ মিডফিল্ডারকে ছেড়ে দিতে চেয়েছিল আর্সেনাল। কিন্তু তাদের প্রস্তাব বিভিন্ন কারনে বাতিল হয়ে যায়।

সৌদি আরবের লিগ থেকেও পার্টের ব্যপারে আগ্রহ দেখানো হয়েছিল। আর্সেনালও এ মুহূর্তে তাকে ধরে রাখতে চায়। তবে সেক্ষেত্রে লুইজকে দলে নেওয়া কঠিন হয়ে যেতে পারে। কোচ মাইকেল আর্তেতার আগ্রহে শুধুমাত্র মিডফিল্ডার নয়, ব্রেন্টফোর্ড স্ট্রাইকার ইভান টনি ও উলফস উইঙ্গার প্রেডো নেটোকে দল ভুক্তি তালিকায় উপরের দিকেই রেখেছে আর্সেনাল।

[img_sm_path] => 2018June/SM/Douglas Luiz-thomas partey-20231128161801.jpg [img_sm_caption] => [img_bg_path] => 2018June/Douglas Luiz-thomas partey-20231128161801.jpg [img_bg_caption] => [related_ids] => [photo_ids] => [video_type] => [video_id] => [uploader_id] => 1 [tags] => আর্সেনাল,ফুটবল [players] => [people_tags] => [place_tags] => [instant_article] => 1 [total_hit] => 1743 [status] => 1 [scroll] => 2 [deletable] => 1 [created_at] => 2023-11-28 16:18:01 [updated_at] => 2024-04-28 15:43:05 ) [casts:protected] => Array ( ) [dates:protected] => Array ( ) [dateFormat:protected] => [appends:protected] => Array ( ) [events:protected] => Array ( ) [observables:protected] => Array ( ) [relations:protected] => Array ( ) [touches:protected] => Array ( ) [timestamps] => 1 [hidden:protected] => Array ( ) [visible:protected] => Array ( ) [fillable:protected] => Array ( ) [guarded:protected] => Array ( [0] => * ) ) [2] => App\BnContent Object ( [primaryKey:protected] => content_id [connection:protected] => mysql [table:protected] => [keyType:protected] => int [incrementing] => 1 [with:protected] => Array ( ) [withCount:protected] => Array ( ) [perPage:protected] => 15 [exists] => 1 [wasRecentlyCreated] => [attributes:protected] => Array ( [content_id] => 25512 [content_type] => 1 [cat_id] => 2 [cat_pos] => 0 [subcat_id] => 1 [subcat_pos] => 0 [special_cat_id] => 1 [special_cat_pos] => 0 [country_id] => 19 [country_pos] => 0 [division_id] => 1 [division_pos] => 0 [district_id] => 1 [district_pos] => 0 [upozilla_id] => 1 [upozilla_pos] => 0 [content_heading] => আপিল করে সফল এভারটন, ফেরত পেল চার পয়েন্ট [content_sub_heading] => [author_id] => 1 [content_brief] => প্রিমিয়ার লিগে আর্থিক আইন ভেঙে শাস্তি হিসেবে ১০ পয়েন্ট হারিয়েছিল এভারটন। ফলে দলটিতে রেলিগেশনের সাথে লড়াই শুরু করতে হয়েছিল। তবে শাস্তির বিরুদ্ধে আপিল করে চার পয়েন্ট ফেরত পেয়েছে... [content_details] =>

প্রিমিয়ার লিগে আর্থিক আইন ভেঙে শাস্তি হিসেবে ১০ পয়েন্ট হারিয়েছিল এভারটন। ফলে দলটিতে রেলিগেশনের সাথে লড়াই শুরু করতে হয়েছিল। তবে শাস্তির বিরুদ্ধে আপিল করে চার পয়েন্ট ফেরত পেয়েছে।

অর্জিত পয়েন্ট থেকে শাস্তি হিসেবে ১০ পয়েন্ট কেটে নেওয়া হয়েছিল এভারটনের। যে কারণে রেলিগেশনের সাথে লড়াই শুরু করে দলটি। তবে প্রিমিয়ার লিগের ইতিহাসের সবচেয়ে বড় শাস্তির বিপরীতে আপিল করে শেষ পর্যন্ত সফল হয়েছে সিন ডায়চের দল। তাদের কাছ থেকে কেটে নেওয়া ১০ পয়েন্টের মধ্যে চার পয়েন্ট ফিরিয়ে দেওয়া হয়েছে।

নভেম্বরে এত বড় শাস্তি পেয়ে দারুণভাবে চাপে পড়েছিল এভারটন। স্বাধীন কমিশনের রিপোর্টের ভিত্তিতে জানা গেছে লিগের লাভ ও টেকশই আইনের অধীনে একটি ক্লাব একটি নির্দিষ্ট সময়ের মধ্যে যে ক্ষতি করতে পারবে তার থেকেও সাড়ে ১৯ মিলিয়ন পাউন্ড এভারটন ২০২১/২২ মৌসুমে বেশী ক্ষতির সম্মুখীন হয়েছিল।

তিন বছরের সময়ে শাস্তির মুখ থেকে রক্ষা পেতে একটি ক্লাব সর্বোচ্চ ১০৫ মিলিয়ন পাউন্ড ক্ষতির মুখোমুখি হতে পারবে। আইন ভঙ্গ করায় ইংলিশ লিগের ইতিহাসে অন্যতম ঐতিহ্যবাহী ক্লাবটি লিগের সবচেয়ে বড় পয়েন্ট কর্তনের শাস্তিতে পড়ে। যে কারনে তাদেরকে টেবিলের ১৯তম স্থানে নেমে যেতে হয়।

তবে স্বাধীন আপিল বোর্ড এভারটনের শাস্তি থেকে চার পয়েন্ট কমিয়ে দিয়েছে। এর ফলে সিন ডায়চের দল টেবিলের ১৫তম স্থানে উঠে এসেছে। এ মুহূর্তে তারা রেলিগেশন জোন থেকে ৫ পয়েন্ট উপরে রয়েছে। লিগ শেষ হতে হাতে রয়েছে আর মাত্র ১২ ম্যাচ।

প্রিমিয়ার লিগ এক বিবৃতিতে বলেছে, ‘এভারটনের বিপক্ষে যে অভিযোগ উঠেছিল তা ক্লাবের পক্ষ থেকে স্বীকার করা হয়েছে। পয়েন্ট কর্তনের বিপক্ষে ক্লাবটির আপিলের প্রেক্ষিতে সার্বিক দিক বিবেচনা করে শাস্তির পরিমান কমানোর সিদ্ধান্ত হয়েছে।’

পয়েন্ট ফেরত পাওয়ার পর ২৬ ম্যাচে এভারটনের পয়েন্ট এখন ২৫। এর আগে তাদের পয়েন্ট ছিল ২১। যা কিনা রেলিগেশন জোনে থাকা লুটন টাউনের চেয়ে মাত্র ১ পয়েন্ট বেশি ছিল। ২০ পয়েন্ট নিয়ে তালিকার ১৮ নম্বরে আছে লুটন। এখন লুটনের চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে গেল এভারটন।

[img_sm_path] => 2018June/SM/Everton-20240227124031.jpg [img_sm_caption] => [img_bg_path] => 2018June/Everton-20240227124031.jpg [img_bg_caption] => [related_ids] => [photo_ids] => [video_type] => [video_id] => [uploader_id] => 1 [tags] => ইংলিশ-প্রিমিয়ার-লিগ,এভারটন-এফসি [players] => [people_tags] => [place_tags] => [instant_article] => 2 [total_hit] => 200 [status] => 1 [scroll] => 2 [deletable] => 1 [created_at] => 2024-02-27 12:40:31 [updated_at] => 2024-04-29 11:10:14 ) [original:protected] => Array ( [content_id] => 25512 [content_type] => 1 [cat_id] => 2 [cat_pos] => 0 [subcat_id] => 1 [subcat_pos] => 0 [special_cat_id] => 1 [special_cat_pos] => 0 [country_id] => 19 [country_pos] => 0 [division_id] => 1 [division_pos] => 0 [district_id] => 1 [district_pos] => 0 [upozilla_id] => 1 [upozilla_pos] => 0 [content_heading] => আপিল করে সফল এভারটন, ফেরত পেল চার পয়েন্ট [content_sub_heading] => [author_id] => 1 [content_brief] => প্রিমিয়ার লিগে আর্থিক আইন ভেঙে শাস্তি হিসেবে ১০ পয়েন্ট হারিয়েছিল এভারটন। ফলে দলটিতে রেলিগেশনের সাথে লড়াই শুরু করতে হয়েছিল। তবে শাস্তির বিরুদ্ধে আপিল করে চার পয়েন্ট ফেরত পেয়েছে... [content_details] =>

প্রিমিয়ার লিগে আর্থিক আইন ভেঙে শাস্তি হিসেবে ১০ পয়েন্ট হারিয়েছিল এভারটন। ফলে দলটিতে রেলিগেশনের সাথে লড়াই শুরু করতে হয়েছিল। তবে শাস্তির বিরুদ্ধে আপিল করে চার পয়েন্ট ফেরত পেয়েছে।

অর্জিত পয়েন্ট থেকে শাস্তি হিসেবে ১০ পয়েন্ট কেটে নেওয়া হয়েছিল এভারটনের। যে কারণে রেলিগেশনের সাথে লড়াই শুরু করে দলটি। তবে প্রিমিয়ার লিগের ইতিহাসের সবচেয়ে বড় শাস্তির বিপরীতে আপিল করে শেষ পর্যন্ত সফল হয়েছে সিন ডায়চের দল। তাদের কাছ থেকে কেটে নেওয়া ১০ পয়েন্টের মধ্যে চার পয়েন্ট ফিরিয়ে দেওয়া হয়েছে।

নভেম্বরে এত বড় শাস্তি পেয়ে দারুণভাবে চাপে পড়েছিল এভারটন। স্বাধীন কমিশনের রিপোর্টের ভিত্তিতে জানা গেছে লিগের লাভ ও টেকশই আইনের অধীনে একটি ক্লাব একটি নির্দিষ্ট সময়ের মধ্যে যে ক্ষতি করতে পারবে তার থেকেও সাড়ে ১৯ মিলিয়ন পাউন্ড এভারটন ২০২১/২২ মৌসুমে বেশী ক্ষতির সম্মুখীন হয়েছিল।

তিন বছরের সময়ে শাস্তির মুখ থেকে রক্ষা পেতে একটি ক্লাব সর্বোচ্চ ১০৫ মিলিয়ন পাউন্ড ক্ষতির মুখোমুখি হতে পারবে। আইন ভঙ্গ করায় ইংলিশ লিগের ইতিহাসে অন্যতম ঐতিহ্যবাহী ক্লাবটি লিগের সবচেয়ে বড় পয়েন্ট কর্তনের শাস্তিতে পড়ে। যে কারনে তাদেরকে টেবিলের ১৯তম স্থানে নেমে যেতে হয়।

তবে স্বাধীন আপিল বোর্ড এভারটনের শাস্তি থেকে চার পয়েন্ট কমিয়ে দিয়েছে। এর ফলে সিন ডায়চের দল টেবিলের ১৫তম স্থানে উঠে এসেছে। এ মুহূর্তে তারা রেলিগেশন জোন থেকে ৫ পয়েন্ট উপরে রয়েছে। লিগ শেষ হতে হাতে রয়েছে আর মাত্র ১২ ম্যাচ।

প্রিমিয়ার লিগ এক বিবৃতিতে বলেছে, ‘এভারটনের বিপক্ষে যে অভিযোগ উঠেছিল তা ক্লাবের পক্ষ থেকে স্বীকার করা হয়েছে। পয়েন্ট কর্তনের বিপক্ষে ক্লাবটির আপিলের প্রেক্ষিতে সার্বিক দিক বিবেচনা করে শাস্তির পরিমান কমানোর সিদ্ধান্ত হয়েছে।’

পয়েন্ট ফেরত পাওয়ার পর ২৬ ম্যাচে এভারটনের পয়েন্ট এখন ২৫। এর আগে তাদের পয়েন্ট ছিল ২১। যা কিনা রেলিগেশন জোনে থাকা লুটন টাউনের চেয়ে মাত্র ১ পয়েন্ট বেশি ছিল। ২০ পয়েন্ট নিয়ে তালিকার ১৮ নম্বরে আছে লুটন। এখন লুটনের চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে গেল এভারটন।

[img_sm_path] => 2018June/SM/Everton-20240227124031.jpg [img_sm_caption] => [img_bg_path] => 2018June/Everton-20240227124031.jpg [img_bg_caption] => [related_ids] => [photo_ids] => [video_type] => [video_id] => [uploader_id] => 1 [tags] => ইংলিশ-প্রিমিয়ার-লিগ,এভারটন-এফসি [players] => [people_tags] => [place_tags] => [instant_article] => 2 [total_hit] => 200 [status] => 1 [scroll] => 2 [deletable] => 1 [created_at] => 2024-02-27 12:40:31 [updated_at] => 2024-04-29 11:10:14 ) [casts:protected] => Array ( ) [dates:protected] => Array ( ) [dateFormat:protected] => [appends:protected] => Array ( ) [events:protected] => Array ( ) [observables:protected] => Array ( ) [relations:protected] => Array ( ) [touches:protected] => Array ( ) [timestamps] => 1 [hidden:protected] => Array ( ) [visible:protected] => Array ( ) [fillable:protected] => Array ( ) [guarded:protected] => Array ( [0] => * ) ) [3] => App\BnContent Object ( [primaryKey:protected] => content_id [connection:protected] => mysql [table:protected] => [keyType:protected] => int [incrementing] => 1 [with:protected] => Array ( ) [withCount:protected] => Array ( ) [perPage:protected] => 15 [exists] => 1 [wasRecentlyCreated] => [attributes:protected] => Array ( [content_id] => 25578 [content_type] => 1 [cat_id] => 2 [cat_pos] => 0 [subcat_id] => 1 [subcat_pos] => 0 [special_cat_id] => 1 [special_cat_pos] => 0 [country_id] => 19 [country_pos] => 0 [division_id] => 1 [division_pos] => 0 [district_id] => 1 [district_pos] => 0 [upozilla_id] => 1 [upozilla_pos] => 0 [content_heading] => ইউরোপে খেলার স্বপ্ন টিকিয়ে রাখলো চেলসি [content_sub_heading] => [author_id] => 1 [content_brief] => প্রিমিয়ার লিগের একমাত্র ম্যাচে নিউক্যাসলকে ৩-২ গোলে হারিয়ে আগামী মৌসুমে ইউরোপীয়ান ফুটবলে খেলার স্বপ্ন ধরে রেখেছে চেলসি। নিকোলাস জনসন, কোল পালমার ও মিখাইলো মাড্রিকের গোলে স্ট্যামফোর্ড ব্রীজে স্বাগতিকদের জয় নিশ্চিত হয়। তবে এ জয় সত্ত্বেও চেলসি টেবিলের ১১তম স্থানেই রয়েছে... [content_details] =>

প্রিমিয়ার লিগের একমাত্র ম্যাচে নিউক্যাসলকে ৩-২ গোলে হারিয়ে আগামী মৌসুমে ইউরোপীয়ান ফুটবলে খেলার স্বপ্ন ধরে রেখেছে চেলসি। নিকোলাস জনসন, কোল পালমার ও মিখাইলো মাড্রিকের গোলে স্ট্যামফোর্ড ব্রীজে স্বাগতিকদের জয় নিশ্চিত হয়। এ জয় সত্ত্বেও চেলসি টেবিলের ১১তম স্থানেই রয়েছে। টেবিলের সপ্তম স্থানে থাকা ওয়েস্ট হ্যামের সাথে পয়েন্টের ব্যবধান চারে নামিয়ে এনেছে ব্লুজরা। এ স্থানে থাকতে পারলে অন্তত ইউরোপা কনফারেন্স লিগে খেলা নিশ্চিত হবে চেলসির।

মৌসুমের ১২তম পরাজয়ে ম্যাগপাইরা চেলসির থেকে এক পয়েন্ট এগিয়ে ১০ম স্থানে রয়েছে। এ পরাজয়ে নিউক্যাসল বস এডি হোয়ের উপর চাপ আরও বাড়লো। গত আসরে ২০ বছরের মধ্যে প্রথম চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করা সৌদি মালিকানাধানী নিউক্যাসল এবার নিজেদের প্রমাণে ব্যর্থ হয়েছে।

যদিও চেলসি বস মরিসিও পোচেত্তিনো নিজেদের সমর্থকদের চাপের মধ্যে রয়েছে। বিশেষ করে গত সপ্তাহে ব্রেন্টফোর্ডের সাথে ২-২ গোলের ড্রয়ের ম্যাচটির পর আর্জেন্টাইন এ কোচের ছাঁটাইয়ে সরব হয়ে ওঠে চেলসি সমর্থকরা। চেলসিতে প্রথম মেয়াদের সময়টা মোটেই ভাল যাচ্ছে না টটেনহ্যামের সাবেক এ বসের। তার মধ্যে গত মাসে লিভারপুলের কাছে লিগ কাপের ফাইনালে বড় পরাজয়ে হতাশা আরও বেড়েছে।

তবে বেশ কিছু তরুণ খেলোয়াড়কে দলে ভেড়ানোর সাহসী সিদ্ধান্তের কারণে পোচেত্তিনো প্রশংসিত হয়েছেন। ভবিষ্যতের কথা চিন্তা করে চেলসিকে এ খেলোয়াড়রা নিঃসন্দেহে দীর্ঘমেয়াদে সেবা দিতে পারবে।

সোমবার চেলসির হয়ে প্রথম মৌসুমে এনিয়ে জ্যাকসন ১২ গোল করলেন। ছয় মিনিটে পালমারের শটে ফ্লিক করে তিনি বল জালে জড়ান। যদিও প্রথমার্ধের বাকি সময়টা নিউক্যাসলই আধিপত্য দেখিয়েছে। এটি অবশ্য এবারের মৌসুমে চেলসির জন্য নিয়মিত ঘটনা। ম্যাচের ৩৬তম মিনিটে এ্যান্থনি গর্ডন ইনজুরিতে পড়ে মাঠ ছাড়লে নিউক্যাসলের দূর্ভাগ্যের শুরু হয়। যদিও বিরতির দুই মিনিট আগে আলেক্সান্দার ইসাক দারুণ ফিনিশিংয়ে নিউক্যাসলকে সমতায় ফিরিয়েছেন।

এবারের মৌসুমে প্রায় পুরোটা সময় যে কয়জন নতুন খেলোয়াড়ের উপর চেলসি ভরসা করেছে, তাদের মধ্যে পালমার অন্যতম। ইংলিশ এ তরুণ মিডফিল্ডার ৫৭ মিনিটে অসাধারণ গোলে চেলসিকে আবারও এগিয়ে দেন। এনজো ফার্নান্দেজের ক্রসে শক্তিশালী শটে পালমার প্রিমিয়ার লিগ মৌসুমের ১১তম গোল পূরণ করেন।

মাত্র এক বছর আগে ৮৮ মিলিয়ন পাউন্ডে চেলসিতে যোগ দেওয়া মাড্রিক বেশ কয়েকজন কোচের জন্যই হতাশার কারন হয়ে দাঁড়িয়েছিলেন। এ ইউক্রেনিয়ান অবশ্য হতাশ করেননি। নিউক্যাসল রক্ষণভাগকে ফাঁকি দিয়ে ব্লুজদের হয়ে ৪৬ ম্যাচে ষষ্ঠ গোল করেন মাড্রিক। ম্যাচের একেবারে শেষ মিনিটে জ্যাকব মার্ফি কোনাকুনি শটে স্বাগতিকদের হয়ে এক গোল পরিশোধ করেন। তবে তখন আর ম্যাচে ফিরে আসার কোন সময় ছিল না।

[img_sm_path] => 2018June/SM/Chelsea-20240312164727.jpg [img_sm_caption] => [img_bg_path] => 2018June/Chelsea-20240312164727.jpg [img_bg_caption] => [related_ids] => [photo_ids] => [video_type] => [video_id] => [uploader_id] => 1 [tags] => চেলসি,ইংলিশ-প্রিমিয়ার-লিগ [players] => [people_tags] => [place_tags] => [instant_article] => 2 [total_hit] => 2604 [status] => 1 [scroll] => 2 [deletable] => 1 [created_at] => 2024-03-12 16:47:27 [updated_at] => 2024-04-30 00:23:17 ) [original:protected] => Array ( [content_id] => 25578 [content_type] => 1 [cat_id] => 2 [cat_pos] => 0 [subcat_id] => 1 [subcat_pos] => 0 [special_cat_id] => 1 [special_cat_pos] => 0 [country_id] => 19 [country_pos] => 0 [division_id] => 1 [division_pos] => 0 [district_id] => 1 [district_pos] => 0 [upozilla_id] => 1 [upozilla_pos] => 0 [content_heading] => ইউরোপে খেলার স্বপ্ন টিকিয়ে রাখলো চেলসি [content_sub_heading] => [author_id] => 1 [content_brief] => প্রিমিয়ার লিগের একমাত্র ম্যাচে নিউক্যাসলকে ৩-২ গোলে হারিয়ে আগামী মৌসুমে ইউরোপীয়ান ফুটবলে খেলার স্বপ্ন ধরে রেখেছে চেলসি। নিকোলাস জনসন, কোল পালমার ও মিখাইলো মাড্রিকের গোলে স্ট্যামফোর্ড ব্রীজে স্বাগতিকদের জয় নিশ্চিত হয়। তবে এ জয় সত্ত্বেও চেলসি টেবিলের ১১তম স্থানেই রয়েছে... [content_details] =>

প্রিমিয়ার লিগের একমাত্র ম্যাচে নিউক্যাসলকে ৩-২ গোলে হারিয়ে আগামী মৌসুমে ইউরোপীয়ান ফুটবলে খেলার স্বপ্ন ধরে রেখেছে চেলসি। নিকোলাস জনসন, কোল পালমার ও মিখাইলো মাড্রিকের গোলে স্ট্যামফোর্ড ব্রীজে স্বাগতিকদের জয় নিশ্চিত হয়। এ জয় সত্ত্বেও চেলসি টেবিলের ১১তম স্থানেই রয়েছে। টেবিলের সপ্তম স্থানে থাকা ওয়েস্ট হ্যামের সাথে পয়েন্টের ব্যবধান চারে নামিয়ে এনেছে ব্লুজরা। এ স্থানে থাকতে পারলে অন্তত ইউরোপা কনফারেন্স লিগে খেলা নিশ্চিত হবে চেলসির।

মৌসুমের ১২তম পরাজয়ে ম্যাগপাইরা চেলসির থেকে এক পয়েন্ট এগিয়ে ১০ম স্থানে রয়েছে। এ পরাজয়ে নিউক্যাসল বস এডি হোয়ের উপর চাপ আরও বাড়লো। গত আসরে ২০ বছরের মধ্যে প্রথম চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করা সৌদি মালিকানাধানী নিউক্যাসল এবার নিজেদের প্রমাণে ব্যর্থ হয়েছে।

যদিও চেলসি বস মরিসিও পোচেত্তিনো নিজেদের সমর্থকদের চাপের মধ্যে রয়েছে। বিশেষ করে গত সপ্তাহে ব্রেন্টফোর্ডের সাথে ২-২ গোলের ড্রয়ের ম্যাচটির পর আর্জেন্টাইন এ কোচের ছাঁটাইয়ে সরব হয়ে ওঠে চেলসি সমর্থকরা। চেলসিতে প্রথম মেয়াদের সময়টা মোটেই ভাল যাচ্ছে না টটেনহ্যামের সাবেক এ বসের। তার মধ্যে গত মাসে লিভারপুলের কাছে লিগ কাপের ফাইনালে বড় পরাজয়ে হতাশা আরও বেড়েছে।

তবে বেশ কিছু তরুণ খেলোয়াড়কে দলে ভেড়ানোর সাহসী সিদ্ধান্তের কারণে পোচেত্তিনো প্রশংসিত হয়েছেন। ভবিষ্যতের কথা চিন্তা করে চেলসিকে এ খেলোয়াড়রা নিঃসন্দেহে দীর্ঘমেয়াদে সেবা দিতে পারবে।

সোমবার চেলসির হয়ে প্রথম মৌসুমে এনিয়ে জ্যাকসন ১২ গোল করলেন। ছয় মিনিটে পালমারের শটে ফ্লিক করে তিনি বল জালে জড়ান। যদিও প্রথমার্ধের বাকি সময়টা নিউক্যাসলই আধিপত্য দেখিয়েছে। এটি অবশ্য এবারের মৌসুমে চেলসির জন্য নিয়মিত ঘটনা। ম্যাচের ৩৬তম মিনিটে এ্যান্থনি গর্ডন ইনজুরিতে পড়ে মাঠ ছাড়লে নিউক্যাসলের দূর্ভাগ্যের শুরু হয়। যদিও বিরতির দুই মিনিট আগে আলেক্সান্দার ইসাক দারুণ ফিনিশিংয়ে নিউক্যাসলকে সমতায় ফিরিয়েছেন।

এবারের মৌসুমে প্রায় পুরোটা সময় যে কয়জন নতুন খেলোয়াড়ের উপর চেলসি ভরসা করেছে, তাদের মধ্যে পালমার অন্যতম। ইংলিশ এ তরুণ মিডফিল্ডার ৫৭ মিনিটে অসাধারণ গোলে চেলসিকে আবারও এগিয়ে দেন। এনজো ফার্নান্দেজের ক্রসে শক্তিশালী শটে পালমার প্রিমিয়ার লিগ মৌসুমের ১১তম গোল পূরণ করেন।

মাত্র এক বছর আগে ৮৮ মিলিয়ন পাউন্ডে চেলসিতে যোগ দেওয়া মাড্রিক বেশ কয়েকজন কোচের জন্যই হতাশার কারন হয়ে দাঁড়িয়েছিলেন। এ ইউক্রেনিয়ান অবশ্য হতাশ করেননি। নিউক্যাসল রক্ষণভাগকে ফাঁকি দিয়ে ব্লুজদের হয়ে ৪৬ ম্যাচে ষষ্ঠ গোল করেন মাড্রিক। ম্যাচের একেবারে শেষ মিনিটে জ্যাকব মার্ফি কোনাকুনি শটে স্বাগতিকদের হয়ে এক গোল পরিশোধ করেন। তবে তখন আর ম্যাচে ফিরে আসার কোন সময় ছিল না।

[img_sm_path] => 2018June/SM/Chelsea-20240312164727.jpg [img_sm_caption] => [img_bg_path] => 2018June/Chelsea-20240312164727.jpg [img_bg_caption] => [related_ids] => [photo_ids] => [video_type] => [video_id] => [uploader_id] => 1 [tags] => চেলসি,ইংলিশ-প্রিমিয়ার-লিগ [players] => [people_tags] => [place_tags] => [instant_article] => 2 [total_hit] => 2604 [status] => 1 [scroll] => 2 [deletable] => 1 [created_at] => 2024-03-12 16:47:27 [updated_at] => 2024-04-30 00:23:17 ) [casts:protected] => Array ( ) [dates:protected] => Array ( ) [dateFormat:protected] => [appends:protected] => Array ( ) [events:protected] => Array ( ) [observables:protected] => Array ( ) [relations:protected] => Array ( ) [touches:protected] => Array ( ) [timestamps] => 1 [hidden:protected] => Array ( ) [visible:protected] => Array ( ) [fillable:protected] => Array ( ) [guarded:protected] => Array ( [0] => * ) ) ) 1

এভারটনকে গোল বন্যায় ভাসিয়েও লাভ হলো না আর্সেনালের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:১২ পিএম, ২২ মে ২০২২
এভারটনকে গোল বন্যায় ভাসিয়েও লাভ হলো না আর্সেনালের

এভারটনের জালে রীতিমতো গোল বন্যা বইয়ে দিয়েছেন আর্সেনালের ফুটবলাররা। কিন্তু হায়! এত বড় ব্যবধানে জিতেও আসল উদ্দেশ্যই পূর্ণ হলো না গানারদের। নিজেদের কাজ ঠিকঠাক করতে পারলেও প্রতিদ্বন্দ্বী টটেনহাম জিতে যাওয়ায় চ্যাম্পিয়নস লিগ স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল ইংলিশ ক্লাবটির।  

চ্যাম্পিয়নস লিগের পরবর্তী আসরে অংশ নেওয়া নিশ্চিত করতে শুধু নিজেদের জয়ই যথেষ্ট ছিল না আর্সেনালের জন্য। একই সাথে চ্যাম্পিয়নস লিগ দৌড়ে আর্সেনালের একমাত্র প্রতিদ্বন্দ্বী  টটেনহামকে হারতে হতো নরউইচ সিটির বিপক্ষে। কিন্তু টটেনহাম তো হারেইনি বরং আর্সেনালের মতো বড় ব্যবধানেই জয় পেয়েছে তারা। ফলে এভারটনের বিপক্ষে আর্সেনালের ৫-১ গোলের জয়ে কোন লাভই হলো না তাদের! 

ম্যাচ শুরুর চার মিনিটের মাথায় এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিলো আর্সেনাল। কিন্তু গানার ফুটবলার ওডেগার্ডের শট এভারটন ডিফেন্ডারের গায়ে লেগে বাইরে চলে গেলে গোল বঞ্চিত হতে হয় আর্সেনালকে। 

ম্যাচের ২৭তম মিনিটে প্রথম গোল পায় আর্সেনাল। আর্সেনালের মার্টিনেলির জোড়ালো শট এভারটনের লওবি’র হাতে লাগলে ভারের সাহায্য নিয়ে পেনাল্টি দেন রেফারি। এভারটন গোলরক্ষককে বোকা বানিয়ে বাম পাশ দিয়ে দারুণ শটে গোল করেন মার্টিনেলি। 

মাত্র দুই মিনিট পরেই আর্সেনালের পক্ষে লিড দ্বিগুন করেন এডি কেতিয়াহ। কর্ণার থেকে উড়ে আসা বলে দারুণ এক হেডে এভারটনের জালে বল পাঠিয়ে দেন তিনি। প্রথমার্ধে একাধিক গোলের সুযোগ পেয়েছে আর্সেনাল। কখনো প্রতিপক্ষের গায়ে লেগে বা কখনো গোলপোস্ট ছুইয়ে বল বাইরে বেরিয়ে গেছে। 

প্রথমার্ধ শেষ হওয়ার আগ মুহূর্তে অতিরিক্ত সময়ে আর্সেনালকে এক গোল ফিরিয়ে দেয় এভারটন। অতিরিক্ত সময়ের ৩য় মিনিটে ভ্যান ডি বিক দারুণ এক গোল করে এভারটনকে ম্যাচে ফেরান। ২-১ গোলের ব্যবধানে শেষ হয় রোমাঞ্চ ছড়ানো প্রথমার্ধ। 

দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্সেনাল। ম্যাচের ৫২তম মিনিটে একক দক্ষতায় দারুণ সুযোগ তৈরি করেছিলেন আর্সেনাল ফুটবলার তাভারেজ। কিন্তু তার শট গোলপোস্টের উপর দিয়ে উড়ে গেলে সুযোগ হাতছাড়া হয় আর্সেনালের। 

এর মাত্র তিন মিনিটের মাথায় অসাধারণ দলীয় পরিকল্পনায় ম্যাচের তৃতীয় গোল পায় আর্সেনাল। কর্ণার থেকে ক্রস দেওয়া হয় বক্সের মাথায় থাকা সেদরিক সোয়ারেজের কাছে। বল পেয়েই গোলার মত শটে লক্ষ্যভেদ করেন এই গানার ফুটবলার। ম্যাচে আরও একবার এগিয়ে যায় আরতেতার দল। 

একের পর এক আক্রমণে এভারটনের রক্ষণভাগকে ব্যস্ত রাখে আর্সেনালের ফুটবলাররা। ফলস্বরুপ তিন মিনিট পর আবারও গোল পায় আর্সেনাল। বাম পাশ থেকে উড়ে আসা দারুণ এক ক্রসে মাথা ছুঁইয়ে লক্ষ্যভেদ করেন গ্যাব্রিয়েল। ৪-১ গোলের বড় ব্যবধানে এগিয়ে যায় গানাররা। 

আর্সেনালের আক্রমণ ভাগ এদিন যেন এভারটনকে ক্ষতবিক্ষত করার উদ্দেশ্যে নিয়ে মাঠে নেমেছিল। আক্রমণের পর আক্রমণে এভারটনের রক্ষনভাগকে এলোমেলো করে দিয়েছিল গানাররা।

৮১তম মিনিটে ম্যাচে পঞ্চমবারের মত এভারটনের জালে বল পাঠায় আর্সেনাল। ডান পাশ থেকে মাটি ঘেঁষা বাঁকানো এক শটে আর্সেনালকে ৫-১ গোলের ব্যবধানে এগিয়ে দেন মার্টিন ওডেগার্ড।  

ম্যাচের বাকি সময়ে আক্রমণের ধার বাড়ালেও আর গোল পায়নি আর্সেনাল। শেষ পর্যন্ত ৫-১ গোলের বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে গানাররা। যদিও এই জয়ে তাদের আসল লক্ষ্যই পূরণ হয়নি। তাই দিনশেষে জয় দিয়ে মৌসুম শেষ করা ছাড়া গানারদের কাছে এই জয়ের আর কোন মূল্য রইলো না। ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে থেকে মৌসুম শেষ করলো আর্সেনাল। 

স্পোর্টসমেইল২৪/এসকেডি 


শেয়ার করুন :


আরও পড়ুন

লিভারপুলকে হতাশায় ডুবিয়ে প্রিমিয়ার লিগের শিরোপা জিতলো ম্যানসিটি

লিভারপুলকে হতাশায় ডুবিয়ে প্রিমিয়ার লিগের শিরোপা জিতলো ম্যানসিটি

এমবাপের চুক্তি, পিএসজির বিপক্ষে লা লিগার অভিযোগ

এমবাপের চুক্তি, পিএসজির বিপক্ষে লা লিগার অভিযোগ

চুক্তি নবায়নের রাতে এমবাপের হ্যাটট্রিক, পিএসজির গোল উৎসব

চুক্তি নবায়নের রাতে এমবাপের হ্যাটট্রিক, পিএসজির গোল উৎসব

লেভানডোভস্কিকে কিনতে পারবে না বার্সেলোনা: লা-লিগা সভাপতি

লেভানডোভস্কিকে কিনতে পারবে না বার্সেলোনা: লা-লিগা সভাপতি