বিশ্বকাপে পৌঁছে গেছি, এখন সময় চ্যাম্পিয়ন হওয়ার: তিতে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:১৬ পিএম, ২০ জুন ২০২২
বিশ্বকাপে পৌঁছে গেছি,  এখন সময় চ্যাম্পিয়ন হওয়ার: তিতে

ফুটবল বিশ্বকাপ মানেই ব্রাজিলের গায়ে ফেভারিটের তকমা সেটে যাওয়া! কাতার বিশ্বকাপের বাছাইপর্বে দুর্দান্ত পারফর্ম করেছে সেলেসাওরা। দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট তালিকায় সবার শীর্ষে থেকেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে তিতের দল। ব্রাজিল কোচ তিতে বলছেন, বাছাই শেষে বিশ্বকাপে পৌঁছানোর পর এবার চ্যাম্পিয়ন হওয়ার পালা।

প্রতিটা বিশ্বকাপেই শিরোপা জেতার অন্যতম দাবিদার থাকে ব্রাজিল। চলতি বছরের কাতার বিশ্বকাপেও তার ভিন্ন কিছু হচ্ছে না। এবারও ফেভারিট হিসেবেই বিশ্বকাপ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

যতই ম্যাচ জিতুক ফুটবল পাড়ায় গুঞ্জন রয়েছে ব্রাজিলের খেলায় সন্তষ্ট নন সমর্থকরা। তাদের দাবি তিতের হাতে একাধিক খেলোয়াড় থাকা সত্ত্বেও এখনো সঠিক কম্বিনেশন দাঁড় করাতে পারেননি।

তবে তিতে অবশ্য ওসব গুঞ্জনে কান দিতে রাজি নন। তিনি বরং একগাদা পরিসংখ্যান হাজির করে নিজের ঢোল নিজেই পেটালেন।

ইংলিশ সংবাদমাধ্যম দ্যা গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিতে বলেন, “আমাদের দেখানোর মতো ফলাফল আছে। মানুষ কী চায়? বাছাইপর্বে সর্বোচ্চ পয়েন্ট পাওয়ার রেকর্ড গড়েছি আমরা। টানা ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডও আমাদের দখলে। ২০১৮ বিশ্বকাপের বাছাইপর্বে আমার অধীনে টানা ১২ ম্যাচ, এ বিশ্বকাপের বাছাইপর্বে টানা ১৭ ম্যাচ, মোট ২৯ ম্যাচে আমরা হারের মুখ দেখিনি।”

sportsmail24

শুধু এটুকুতেই থামেননি তিতে। বিশ্বকাপ বাছাইয়ে সবচেয়ে বেশি গোল করেছেন, ফিফা র‍্যাংকিংয়ে ব্রাজিল এখন শীর্ষে সেটাও মনে করিয়ে দেন তিনি। “১৭ ম্যাচে (বিশ্বকাপ বাছাইয়ে) মিলিয়ে আমরা আর্জেন্টিনার চেয়ে ১৩ গোল বেশি করেছি। ফিফা র‍্যাঙ্কিংয়েও আমরা সবার সেরা। বাছাইপর্বের ১৭ ম্যাচের মধ্যে ১৩টিতেই কোনো গোল হজম করিনি, প্রতি ম্যাচে গড়ে আড়াইটা করে গোল করেছি” যোগ করেন তিতে।

বিশ্বকাপ বাছাইয়ে যে দাপট দেখিয়েছেন সেটাই ধরে রাখতে চান বিশ্বকাপে। বলছেন, বাছাই শেষ করে বিশ্বকাপে গিয়েছেন এখন চ্যাম্পিয়ন হওয়াটাই বাকি! ব্রাজিল বস বলেন, "আমি আশাবাদী। আমরা বিশ্বকাপে পৌঁছে গেছি, এখন সময় ফাইনালে ওঠার, চ্যাম্পিয়ন হওয়ার। এটাই সত্যি।”

২০১৮ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের কাছে হেরে বিদায় নিয়েছিল ব্রাজিল। ২০১৬ সালে কোচের দায়িত্ব নেওয়া তিতে বিশ্বকাপের প্রস্ততি নেওয়ার জুন্য পুরো সময় পাননি। তবে কাতার বিশ্বকাপের প্রস্ততি নেওয়ার জন্য পুরো সময় পেয়েছেন বলে প্রত্যাশাও বেশি থাকবে, মনে করিয়ে দিয়েছেন তিনি।  

তিতে বলেন, “আগের বিশ্বকাপের (২০১৮) আগে আমি পুরো মেয়াদে কাজ করার সুযোগ পাইনি । এবার পুরো চার বছরের চক্রজুড়ে কাজ করার সুযোগ পেয়েছি। প্রত্যাশা অনেক বেশি, কিন্তু আমরা নিয়মিত কাজ করে যাচ্ছি।"

কাতার বিশ্বকাপের পর ব্রাজিলের কোচ থাকছেন না তিতে

তিতের অধীনে ৭৪টি ম্যাচ খেলেছে ব্রাজিল। যেখানে ৫৫টি জয়ের বিপরীতে মাত্র ০৫ ম্যাচ হার দেখেছে দলটি। বাকি ১৪ ম্যাচে কোনো ফল আসেনি। ১২ বছর পর ২০১৯ সালে নবম কোপা আমেরিকা জিতে তিতের অধীনে ছয় বছরের শিরোপা খরা কাটিয়েছে ব্রাজিল।

চলতি বছরের কাতার বিশ্বকাপ শেষে ব্রাজিলের কোচের পদ থেকে ইস্তফা দেওয়ার আভাস আগেই দিয়ে রেখেছেন তিতে। ফলে ব্রাজিলের ২০ বছরের বিশ্বকাপ শিরোপা খরা কাটিয়েই যেতে চান তিনি।

স্পোর্টসমেইল২৪/এসকেডি 


শেয়ার করুন :


আরও পড়ুন

দ্বিতীয় টেস্টের স্কোয়াডে শরিফুল

দ্বিতীয় টেস্টের স্কোয়াডে শরিফুল

মমিনুল চাইলে বিরতি নিতে পারে: সাকিব

মমিনুল চাইলে বিরতি নিতে পারে: সাকিব

পারেদেসকে খুন করতে চেয়েছিলেন মেসি!

পারেদেসকে খুন করতে চেয়েছিলেন মেসি!

বিশ্বকাপে কিছু দর্শকের জন্য ‘ঐতিহ্যবাহী তাঁবু’ রাখছে কাতার

বিশ্বকাপে কিছু দর্শকের জন্য ‘ঐতিহ্যবাহী তাঁবু’ রাখছে কাতার