বার্সেলোনা ছেড়ে যাওয়ার পর থেকে সুযোগ পেলেই পেপ গার্দিওলাকে খোঁচা দিয়ে আসছেন ইব্রাহিমোভিচ। আর্লিং হা লান্ড ইস্যুতে সাবেক বসকে খোঁচা দিলেন ৪১ বছর বয়সী এই এসি মিলান স্ট্রাইকার।
সাবেক বার্সেলোনা ফরোয়ার্ডের ভাষ্য, ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান স্ট্রাইকারের অগ্রগতি গার্দিওলার ইগোর ওপর নির্ভর করছে। কিলিয়ান এমবাপ্পের রিয়াল মাদ্রিদে না যাওয়ার সিদ্ধান্তটা ভুল ছিল বলেও মনে করেন কাঠখোট্টা কথাবার্তার জন্য বিখ্যাত ইব্রাহিমোভিচ।
ইব্রা তার টুইটার আকাউন্টে লিখেন ‘গার্দিওলা কি হলান্ডকে আরও শক্ত-সামর্থ্য খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে পারবেন? তা নির্ভর করছে এ কোচের ইগোর ওপর। গার্দিওলা যদিও হলান্ডকে নিজের থেকে বড় হতে না দেন, নিশ্চিতভাবেই এ স্ট্রাইকারের অগ্রগতি বাধাগ্রস্ত হবে।’
৬ ফুট ৫ ইঞ্চি উচ্চতার দীর্ঘকায় এ স্ট্রাইকার আরও বলেন, ‘গার্দিওলা আমার অগ্রগতিকে বাধাগ্রস্ত করেছেন। আমার মতো অনেক খেলোয়াড়ের অগ্রগতি বাধাগ্রস্ত হয়েছে তার কারণে। আমি হলান্ডকে বেশ পছন্দ করি। সে খুবই প্রতিভাবান ফুটবলার। এ খেলোয়াড়ের প্রতি এমন কিছু করা উচিত নয়, যা করতে সে অভ্যস্ত নয়।’
গ্রীষ্মকালীন দলবদলে বরুশিয়া ডর্টমুন্ড ছেড়ে ম্যানসিটিতে যোগ দেন আর্লিং হালান্ড। প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে ১৫ ম্যাচে ২২ গোল করেছেন ২২ বছর বয়সী ফরোয়ার্ড। ইব্রাহিমোভিচ এমনিতেই হালান্ডের খেলার ভক্ত। দুজনের এজেন্টই আবার মিনো রাইওয়ালা। এ কারণে হলান্ডের উত্তরণ নিয়ে শঙ্কার কথা জানালেন সুইডিশ তারকা।
এমবাপ্পের রিয়াল মাদ্রিদে যোগ না দেওয়ার ইস্যুতে ইব্রা বলেছেন, ‘এমবাপ্পে নিজেকে এমন পরিস্থিতিতে দাঁড় করিয়েছে, যেখানে ক্লাবের চেয়ে খেলোয়াড় বড় হয়ে উঠেছে। কিন্তু বাস্তবতা হচ্ছে, আপনি কখনো খেলোয়াড় হিসেবে ক্লাবের চেয়ে বড় হতে পারবেন না।’
স্পোর্টসমেইল২৪/আরআইএম