চার মাস মাঠের বাইরে নেইমার, মৌসুম শেষ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫৪ এএম, ০৭ মার্চ ২০২৩
চার মাস মাঠের বাইরে নেইমার, মৌসুম শেষ

নেইমারের ক্যারিয়ারের লম্বা সময় কেটে গেল ইনজুরিতে। একের পর এক ইনজুরি তাকে টানা খেলতে দেয় না। এবার গোড়ারি ইনজুরির কারণে চার মাসের জন্য মাঠের বাইে যেতে হচ্ছে ব্রাজিলীয় ফুটবল তারকাকে। অর্থাৎ মৌসুম শেষ বলতে হবে। এখন তার গোড়ালিতে অস্ত্রোপচার করাতে হবে।

ব্রাজিলের এই স্ট্রাইকারের গোড়ালির লিগামেন্টের অস্ত্রোপচার করাতে হবে। অন্তত চার মাস মাঠের বাইরে থাকতে হবে।

আগামী বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বায়ার্ন নিউনিখের বিপক্ষে তো খেলা হচ্ছেই না। পাওয়া যাবে না আরও গুরত্বপূর্ন সময়েও। গোড়ালির লিগামেন্টের চোট তাকে ভোগাচ্ছে কাতার বিশ্বকাপের সময় থেকেই।

চিকিৎসকরা জানিয়েছেন অস্ত্রোপচার ছাড়া সম্পূর্ণ চোট মুক্ত হওয়া সম্ভব নয়। আগামী ১০ জুন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। পিএসজি ফাইনালে পৌঁছলে, সেই ম্যাচেও নেইমারকে পাওয়া অনিশ্চিত বলে জানান চিকিৎসকরা।

১৯ ফেব্রুয়ারি লিগ ওয়ানের ম্যাচে পুরনো চোটের জায়গায় নতুন করে আঘাত পেয়েছিলেন নেইমার। খেলার মধ্যেই তাকে মাঠ ছাড়তে হয়েছিল। প্রথমে মনে করা হয়েছিল হাড়ে বড় কোনো সমসা হয়েছে।

পরে চিকিৎসকরা জানান, তার গোড়ালির লিগামেন্ট যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। চিকিৎসকদের পরামর্শ মতোই অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত নিয়েছেন নেইমার। তবে কবে তার অস্ত্রোপচার হবে তা এখনও জানা যায়নি।

বিবৃতিতে আরও বলা হয়েছে, অস্ত্রোপচারের পর নেইমারের পুরোপুরি ফিট হয়ে অনুশীলনে ফিরতে তিন থেকে চার মাস সময় লাগতে পারে।

অস্ত্রোপচারের পর তার পুনর্বাসন প্রক্রিয়া কত দ্রুত কাজ করছে তার উপরই মাঠে ফেরা নির্ভর করবে।

স্পোর্টসমেইল২৪/জেএম

 

 


শেয়ার করুন :


আরও পড়ুন

১০ জন নিয়েও জয়ী বার্সেলোনা

১০ জন নিয়েও জয়ী বার্সেলোনা

৪৫ মিনিটেই সাত গোল দিল লিভারপুল!

৪৫ মিনিটেই সাত গোল দিল লিভারপুল!

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ, দলে পরিবর্তন

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ, দলে পরিবর্তন

তাসকিনকে দেখে শিখছে ইংল্যান্ড

তাসকিনকে দেখে শিখছে ইংল্যান্ড