এলিটা কিংসলের অভিষেক, বাংলাদেশ ফুটবলে ইতিহাস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:০৪ পিএম, ২৫ মার্চ ২০২৩
এলিটা কিংসলের অভিষেক, বাংলাদেশ ফুটবলে ইতিহাস

বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ফুটবল খেলার আশায় নাইজেরিয়ারনাগরিকত্ব ছেড়েছিলেন এলিটা কিংসলে। তবে কোনোভাবেই বাংলাদেশের হয়ে মাঠে নামা হচ্ছিল না তার। অবশেষে সেই অপেক্ষার অবসান হলো। লাল-সবুজের জার্সি গায়ে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেললেন কিংসলে, গড়লেন ইতিহাস।

শনিবার (২৫ মার্চ) সিলেট জেলা স্টেডিয়ামে সিশেলসের বিপক্ষে বাংলাদেশের হয়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক ম্যাচ খেলেন এলিটা কিংসলে। ফিফা টায়ার-১ ইন্টারন্যাশনাল ফুটবল সিরিজের প্রথম ম্যাচে সফরকারী সিশেলসের বিপক্ষে জয়ও পেয়েছে বাংলাদেশ।

এলিটা কিংসলেকে অবশ্য শুরুর একাদশে মাঠে নামায়নি কোচ হাভিয়ের কাবরেরা। কিংসলেকে ছাড়াই ডিফেন্ডার তারিক কাজীর গোলে প্রথমার্ধেই ১-০ তে এগিয় যায় বাংলাদেশ। যে গোলটিই শেষ পর্যন্ত জয় সূচক গোলে পরিণত হয়।

এগিয়ে থাকা বাংলাদেশের হয়ে বিরতির শুরু থেকেই এলিটা কিংসলেকে মাঠে নামায় কোচ। প্রথম একাদশে খেলা আমিনুর রহমান সজীবের জায়গায় প্রথমবারের মতো লাল-সবুজ জার্সি পরে মাঠে নামেন কিংসলে।

২০২১ সালে কিংসলে বাংলাদেশের নাগরিকত্ব পাওয়ার পর থেকে থেকে স্বপ্ন দেখছিলেন, লাল-সবুজ জার্সি গায়ে মাঠে নামবেন। সেই স্বপ্ন অবশেষে পূরণ হলো এলিটার।

স্বপ্নের ম্যাচে গোলের সুযোগও তৈরি করেছিলেন এলিটা। নাইজেরিয়ান বংশোদ্ভূত এই ফরোয়ার্ড ৮৬তম মিনিটে পোস্টের খুব কাছে থেকে গোলর উদ্দেশ্যে শট নিয়েছিলেন। তবে কিংসলের শট দুর্দান্তভাবে সেভ করেন রডি। না হলে নিশ্চিত ব্যবধান বাড়তো।

বাংলাদেশের জার্সি গায়ে অভিষেক ম্যাচে গোল না পেলেও এলিটা কিংসলে জাতীয় দলের হয়ে দারুণ কিছু উপহার দিবেন এমনটা এখন ফুটবল ভক্তদের আশা। কারণ, এলিটা কিংসলের অন্তর্ভুক্ত হওয়ায় দলে শক্তি বেড়ে গেল এটা নিশ্চিত ভাবেই বলা যায়।



শেয়ার করুন :