বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে দারুণ এক জয় তুলে নিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। শনিবার (২৫ মে) রাজশাহী ভেন্যুতে ম্যাচে পিছিয়ে পড়েও জয় নিয়ে মাঠ ছাড়ে শেখ রাসেল ক্রীড়া চক্র।
জেলার মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে কোন কিছু বুঝে ওঠার আগেই ৬ মিনিটে ব্রাদার্স ইউনিয়নকে এগিয়ে দেন এলিটা কিংসলে। তবে গোলের এ আনন্দের স্থায়িত্ব ছিল মিনিট তিনেক। ম্যাচের ৯তম মিনিটের মাথায় শেখ রাসেলের সুমন রেজা দলকে সমতায় ফেরান।
ম্যাচের ১১তম মিনিটে উজবেকিস্তানের ফুটবলার আকহিরোর ওমারজনভো গোল করে শেখ রাসেলকে ২-১ গোলে এগিয়ে নেন। তবে ১৮ মিনিটে ব্রাদার্সের পক্ষে এলিটা কিংসলে দ্বিতীয় গোল করে দলকে সমতায় ফেরান।
তবে নিজেদের সেই সমতাও বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ব্রাদার্স। বিরতিতে যাওয়ার আগে ৩১তম মিনিটে চন্দন রই শেখ রাসেলকে ৩-২ গোলে লিড এনে দেন। ফলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে শেখ রাসেল।
দ্বিতীয়ার্ধের খেলা শুরুর কিছুক্ষণ পর দুই দলের খেলোয়াড়ের মধ্যে হাতাহাতির ঘটনায় রেফারি সাগর ব্রাদার্সের আকমল হোসেন নয়ন ও শেখ রাসেলের ইউক্রেনের ফুটবলার ভারিরি স্টেপিনেনকোকে লাল কার্ড দেখান। ফলে উভয় দলই ১০ জনে পরিণত হয়।
এরপর আর কোন গোল না হওয়ায় ৩-২ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে শেখ রাসেল ক্রীড়া চক্র। জয়ী দল শেখ রাসেলের চন্দন রই ম্যাচ সেরা ফুটবলার নির্বাচিত হন। ম্যাচ শেষে রাজশাহী জেলা ফুটবল এসোসিয়েশনের নির্বাহী সদস্য শিপলু তার হাতে ক্রেস্ট তুলে দেন।
মো. ফয়সাল আলম,রাজশাহী/আরএস