পেনাল্টি শটে পায়ের কারিশমা বাড়াতে চান মেসি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:১৩ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০১৮
পেনাল্টি শটে পায়ের কারিশমা বাড়াতে চান মেসি

মেসির রাশিয়া বিশ্বকাপ শুরু হয়েছিল হতশা দিয়ে। আইসল্যান্ডের বিপক্ষে সমতা করে ফেবারিট তকমা নিয়ে বিশ্বকাপ খেলতে যাওয়া আর্জেন্টিনার স্বপ্নে একটা ধাক্কা লাগে। আর সেই ধাক্কা খাওয়ার জন্য অন্যতম দায়ী ব্যক্তি দলের সেরা খেলোয়াড় লিওনেল মেসি। পেনাল্টি মিস করে দলকে জয় বঞ্চিত করেন বার্সেলোনা তারকা। তা নিয়ে অবশ্য কথা কম হয়নি।

সমালোচনায় বিদ্ধ হয়েছেন তিনি। অনেকে তাকে পরিসংখ্যান মনে করিয়ে দিয়েছেন। পরে রোনালদোর পেনাল্টি মিস গনগনে আগুনে জল ঢালার মতো স্বস্তি হয়ে আসে মেসি এবং তার ভক্তদের কাছে। মেসি অবশ্য সেই পেনাল্টি মিসের অস্বস্তিতে এখনো আছেন। ক'দিন আগে লিগে হ্যাটট্রিকের মুহূর্তে পেনাল্টি না নিয়ে সুয়ারেজকে দিয়ে দেন বার্সা তারকা। তার জন্য অনেকে প্রশংসায় ভাসিয়েছেন মেসিকে। তবে মেসির অতীত পেনাল্টি মিস করার কথাও মনে করিয়ে দিয়েছেন অনেকে।

মনে অবশ্য করিয়েই দেওয়ার কথা। কারণ আইসল্যান্ড ম্যাচের সেই পেনাল্টি শটসহ গত মৌসুমে ক্লাব এবং জাতীয় দলের হয়ে নেওয়া আট পেনাল্টি শটের চারটিই মিস করেন মেসি! ৩১ বছর বয়সী আর্জেন্টাইন ফুটবলার তাই এবার পেনাল্টি নিয়ে কাজ করার কথা বললেন।

কাতালুনিয়া রেডিওকে মেসি বলেন, 'পেনাল্টি শটে আমি আরও উন্নতি করতে চাই। এই জায়গায় আমার আরও কার্যকরী হওয়ার সুযোগ আছে। তবে পেনাল্টি নিয়ে কাজ করা কঠিন।'

ম্যাচে গোলের শট নেওয়া আর পেনাল্টি নেওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে। তেমনি অনুশীলনে পেনাল্টি থেকে গোল করা আর ম্যাচে করা এক নয়। মেসি সেটি মনে করিয়ে দিলেন। তিনি বলেন, 'অনুশীলনে পেনাল্টি শট নেওয়া আর ম্যাচে নেওয়ার মধ্যে পার্থক্য অনেক। গোলরক্ষকদেরও পেনাল্টির সময় অনেক কিছু করার থাকে। একবার তারা শটের দিকটা অনুমান করতে পারলে, তা ঠেকিয়ে দিতে পারে তারা। দেখে যতটা সহজ মনে হয়, কাজটা তত সহজ নয়।'


শেয়ার করুন :


আরও পড়ুন

চতুর্থ দিন সারাদেশে ৫৩ উপজেলায় খেলা অনুষ্ঠিত

চতুর্থ দিন সারাদেশে ৫৩ উপজেলায় খেলা অনুষ্ঠিত

ভুটানকে ২-০ গোলে হারিয়ে শুভ সূচনা বাংলাদেশের

ভুটানকে ২-০ গোলে হারিয়ে শুভ সূচনা বাংলাদেশের

এগিয়ে, সমতায় এবং শেষ মুহূর্তে পাকিস্তানের নাটকীয় জয়

এগিয়ে, সমতায় এবং শেষ মুহূর্তে পাকিস্তানের নাটকীয় জয়

ইংল্যান্ড দল থেকে সড়ে দাঁড়ালেন স্টার্লিং

ইংল্যান্ড দল থেকে সড়ে দাঁড়ালেন স্টার্লিং