চতুর্থ দিন সারাদেশে ৫৩ উপজেলায় খেলা অনুষ্ঠিত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:১৯ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০১৮
চতুর্থ দিন সারাদেশে ৫৩ উপজেলায় খেলা অনুষ্ঠিত

বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থ দিনে সারাদেশের ৫৩টি উপজেলায় খেলা অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা জেলার বড়ুড়া উপজেলায় দু’টি ম্যাচ অনুষ্ঠিত হয়। দিনের প্রথম খেলায় আদ্রা ইউনিয়নকে ২-০ গোলে হারিয়েছে আড্ডা ইউনিয়ন। অপর ম্যাচে শিলামুড়ি উত্তর ইউনিয়নের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে শিলামুড়ি দক্ষিণ ইউনিয়ন।

ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলায় গালিমপুর ইউনিয়নকে ৪-১ গোলে হারিয়েছে গালিমপুর ইউনিয়ন। নবাবগঞ্জ জেলার সদর উপজেলায় তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়। চরঅনুপনগর ইউনিয়নকে ২-০ গোলে হারিয়েছে রানীহাটি ইউনিয়ন। এছাড়া সুন্দরপুর ইউনিয়নের বিপক্ষে ৫-০ গোলে জয় পেয়েছে ঝিলিন ইউনিয়ন। একই সঙ্গে বালিয়াডাঙ্গা ইউনিয়নকে ২-০ গোলে হারিয়েছে দেবীনগর ইউনিয়ন।

সিরাজগঞ্জ সদর উপজেলায় ছয়দাবাদ ইউনিয়নকে ২-০ গোলে পরাজিত করেছে বোহুলি ইউনিয়ন। কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলায় সাদেকপুর ইউনিয়নের বিপক্ষে ৬-০ গোলের জয় পেয়েছে ভৈরব মিউনিসিপালিটি। ময়মনসিংহ জেলার নন্দাইল উপজেলায় টাইব্রেকারে জাহাঙ্গীরপুর ইউনিয়নকে ৪-৩ গোলে পরাজিত করেছে মূহুমলি ইউনিয়ন।

রংপুর জেলার সদর উপজেলায় কান্দিয়া ইউনিয়নকে ২-০ গোলে হারিয়েছে সালমার ইউনিয়ন। দরগস্ত ইউনিয়নের কাছে ১-০ গোলে হেরেছে কোঁচাশহর ইউনিয়ন। বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় বাকেরগঞ্জ পৌরসভা চরাদী ইউনিয়নকে পরাজিত করে।

দেশে ফুটবলার সৃষ্টির লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনূর্ধ্ব-১৭) আয়োজন করেছে।


শেয়ার করুন :


আরও পড়ুন

ভুটানকে ২-০ গোলে হারিয়ে শুভ সূচনা বাংলাদেশের

ভুটানকে ২-০ গোলে হারিয়ে শুভ সূচনা বাংলাদেশের

এগিয়ে, সমতায় এবং শেষ মুহূর্তে পাকিস্তানের নাটকীয় জয়

এগিয়ে, সমতায় এবং শেষ মুহূর্তে পাকিস্তানের নাটকীয় জয়

খেলোয়াড় খুঁজতে শুরু হচ্ছে বঙ্গবন্ধু গোল্ড কাপ

খেলোয়াড় খুঁজতে শুরু হচ্ছে বঙ্গবন্ধু গোল্ড কাপ

‘ইতিহাসের স্বাক্ষী হলাম’

‘ইতিহাসের স্বাক্ষী হলাম’