সাবিনাকে কিনতে চায় চীনের ক্লাব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:১১ এএম, ১৬ মার্চ ২০১৯
সাবিনাকে কিনতে চায় চীনের ক্লাব

ফাইল ছবি

বাংলাদেশ নারী ফুটবল অধিনায়ক ও স্ট্রাইকার সাবিনা খাতুনকে চায়নিজ তাইপের প্রিমিয়ার লিগের হ্যাং ইউয়ান ফুটবল ক্লাব কিনতে চান। তার নেতৃত্বে বাংলাদেশ নারী ফুটবল দল সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানকে হারিয়ে শুভ সূচনা করেছে।

দেশে নারীদের ঘরোয়া লিগ বন্ধ আছে প্রায় ৬ বছর ধরে। তবে জাতীয় দলের খেলা না থাকলে সাবিনাকে অলস সময় কাটাতে হয় না। দেশের বাইরের লিগগুলোতে নিয়মিত খেলছেন বাংলাদেশের এ গোলমেশিন।

মালদ্বীপের পর গত বছর ইন্ডিয়ান উইমেনস লিগে তামিলনাড়ু সিথু এফসির জার্সিতে খেলেছেন তিনি। প্রায় একক কৃতিত্বে দলকে সেমিফাইনালে নিয়ে গিয়েছিলেন। তামিলনাড়ুর দলের মোট ১১ গোলের ৭টিই করেছেন সাবিনা। ফলে চলতি বছরও সাবিনাকে দলে চেয়েছে ক্লাবটি। তবে এরই মধ্যে বড় প্রস্তাব নিয়ে হাজির হয়েছে তাইপের ইউয়ান ক্লাব।

বিশ্ব নারী ফুটবলে র‌্যাঙ্কিংয়ে ৪০ নম্বরে থাকা দেশের ক্লাব থেকে আমন্ত্রণ পেয়েছেন সাবিনা। নেপাল থেকে বাংলাদেশ সংবাদ মাধ্যমে তিনি নিজেই এ বিষয়টি নিশ্চিত করেছেন।

সাবিনা জানান, আমন্ত্রণ পেয়েছি, তবে আপাতত সাফ ফুটবল নিয়েই ভাবছি। টুর্নামেন্ট শেষে দেশে ফিরে ভিসার ব্যাপারে কাজ শুরু হবে।

জানা গেছে, তাইপের ক্লাবে খেলার বিষয়ে তাদের মধ্যে মধ্যস্থতা হিসেবে কাজ করেছে বাংলাদেশের তরুণ ফুটবল এজেন্ট নিলয় বিশ্বাস। ক্লাবটির সাথে সাবিনার চুক্তি হলে খুব ভালো মানের পারিশ্রমিক পাবেন তিনি। প্রাথমিকভাবে এ চুক্তিটা হতে পারে সাত মাসের।

সাতক্ষীরার মেয়ে সাবিনা গত পাঁচ বছর ধরে বাংলাদেশ জাতীয় নারী দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন। এসএ গেমস, সাফ, এএফসি, ফুটসাল, প্রীতি টুর্নামেন্ট ও ক্লাব ফুটবল মিলিয়ে ১১৩টি ম্যাচ খেলেছেন তিনি। এসব ম্যাচে এখন পর্যন্ত ৩২৩টি গোল করেছেন গোলমেশিন খ্যাত সাবিনা খাতুন।


শেয়ার করুন :


আরও পড়ুন

নেপালে বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের নারীরা

নেপালে বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের নারীরা

ভুটানকে হারিয়ে সাফের সেমিতে বাংলাদেশের নারীরা

ভুটানকে হারিয়ে সাফের সেমিতে বাংলাদেশের নারীরা

বিজয় নিয়ে দেশে ফিরলো বাংলাদেশের মেয়েরা

বিজয় নিয়ে দেশে ফিরলো বাংলাদেশের মেয়েরা

বাংলাদেশ নারী ফুটবল দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

বাংলাদেশ নারী ফুটবল দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন