বার্সাকে বিদায় করতে পারে ম্যানইউ : ডিয়েগো

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:১৭ পিএম, ২৮ মার্চ ২০১৯
বার্সাকে বিদায় করতে পারে ম্যানইউ : ডিয়েগো

ফাইল ছবি

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে প্রথম লেগে পিএসজির কাছে হারের পর ঘুরে দাঁড়ানো জয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এবার তারা বার্সেলোনাকেও বিদায় করতে পারবে বিশ্বাস তাদের সাবেক স্ট্রাইকার ডিয়েগো ফোরলানের।

শেষ ষোলোতে ওল্ড ট্র্যাফোর্ডে ২-০ গোলে হেরে বিদায়ের শঙ্কায় পড়েছিল ম্যানইউ। কিন্তু পিএসজির মাঠে ৩-১ গোলের দুর্দান্ত জয়ে বিস্ময় জাগিয়ে শেষ আটে পা রেখেছে তারা। আগামী ১০ এপ্রিল তারা স্বাগত জানাবে বার্সাকে। আর ন্যু ক্যাম্পে যাবে তারা ১৬ এপ্রিল।

পিএসজিকে ছিটকে দেওয়ার আত্মবিশ্বাস কাজে লাগিয়ে বার্সার শিরোপা স্বপ্নেও আঘাত করবে বার্সা, এমনটা মনে করেন ফোরলান। তিনি বলেছেন, ‘হ্যাঁ, বার্সেলোনার বিপক্ষে তাদের খেলা হবে ভিন্ন। কিন্তু তারা সত্যিই ভালো একটা দল এবং ফুটবলে কখন কী ঘটে কেউই জানে না।’

ওল্ড ট্র্যাফোর্ডে দুই মৌসুমে একটি প্রিমিয়ার লিগ জেতা ফোরলান ম্যানইউর ভালো সম্ভাবনা দেখছেন, ‘সামনে তাদের ভালো একটা ম্যাচ আছে, বেশ কঠিন। কিন্তু ভালো কয়েকজন খেলোয়াড় নিয়ে তারা দুর্দান্ত একটা দল। ঘরের মাঠে ইউনাইটেড খুব ভালো খেলে। বিদায় (বার্সেলোনাকে) করার বেশ ভালো সম্ভাবনা আছে তাদের।’

 


শেয়ার করুন :


আরও পড়ুন

ছেলেকে পেলে-জিকোদের সঙ্গে তুলনা নেইমারের বাবার

ছেলেকে পেলে-জিকোদের সঙ্গে তুলনা নেইমারের বাবার

প্রথমবারের মতো চীনে অফিস খুলেছে বুন্দেসলিগা

প্রথমবারের মতো চীনে অফিস খুলেছে বুন্দেসলিগা

এখনো সেরাটা বাকি রয়েছে আর্জেন্টিনার : স্কালনি

এখনো সেরাটা বাকি রয়েছে আর্জেন্টিনার : স্কালনি

ফের বাবা হচ্ছেন রোনালদো

ফের বাবা হচ্ছেন রোনালদো