বসুন্ধরা কিংসের হয়ে অভিষেকেই বার্কোসের গোলবন্যা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:০১ পিএম, ১১ মার্চ ২০২০
বসুন্ধরা কিংসের হয়ে অভিষেকেই বার্কোসের গোলবন্যা

এএফসি কাপে মালদ্বীপের টিসি স্পোর্টসকে ৫-১ গোলে হারিয়ে উড়ন্ত সূচনা করলো বসুন্ধরা কিংস। বসুন্ধরা কিংসের হয়ে অভিষেকেই চমক দেখিয়েছেন আর্জেন্টাইন স্ট্রাইকার হার্নান বার্কোস ।

বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলতে নেমে শুরু থেকেই দাপট দেখাতে থাকে স্বাগতিক বসুন্ধরা কিংস। ম্যাচের ১৮ মিনিটে ডেনিয়েল কলিনড্রেসের ক্রসে মাথা ছুঁইয়ে বসুন্ধরাকে প্রথম এগিয়ে দেন আর্জেন্টিনা জাতীয় দলে লিওনেল মেসির সঙ্গে খেলা স্ট্রাইকার হার্নান বার্কোস।

পরের মিনিটেই অবশ্য বিশ্বনাথ ঘোষ বক্সের ভেতর আলি আশফাককে ফাউল করলে সেই লিড টেকেনি। সেখান থেকে গোল আদায় করে নেন ইসমাইল ঈসা। ২৬ মিনিটে গোল করে দলকে আবারও এগিয়ে দেন হার্নান বার্কোস। 

৬৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে অভিষেকেই হ্যাটট্রিক করেন বার্কোস। বার্কোসের পর ৭৬ মিনিটে দলের হয়ে চতুর্থ ও নিজের প্রথম গোল করেন ডেনিয়েল কলিনড্রেস।

শেষ দিকে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে নিজের চতুর্থ ও দলের পঞ্চম গোল করেন হার্নান বার্কোস। শেষ পর্যন্ত ৫-১ গোলের বড় জয় নিয়ে মাঠে ছাড়ে বসুন্ধরা কিংস।

বসুন্ধরা কিংসের সঙ্গে চুক্তির পর এএফসি কাপেই প্রথম মাঠে নেমেছেন বার্কোস। আর নেমেই দেখাতে শুরু করেছেন তার যাদু। অভিষেক ম্যাচেই করেছেন চার গোল।


শেয়ার করুন :


আরও পড়ুন

শঙ্কামুক্ত এমবাপে

শঙ্কামুক্ত এমবাপে

কোয়ারেন্টাইনে বার্সা-পিএসজির তারকা ফুটবলার

কোয়ারেন্টাইনে বার্সা-পিএসজির তারকা ফুটবলার

চ্যাম্পিয়নস লিগ থেকে টটেনহ্যামের বিদায়

চ্যাম্পিয়নস লিগ থেকে টটেনহ্যামের বিদায়

‘নিষিদ্ধ’ মেসিকে রেখে আর্জেন্টিনার দল ঘোষণা

‘নিষিদ্ধ’ মেসিকে রেখে আর্জেন্টিনার দল ঘোষণা