বিশ্বকাপ বাছাইপর্ব পেছানোর দাবিতে চিঠি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৫২ পিএম, ১২ মার্চ ২০২০
বিশ্বকাপ বাছাইপর্ব পেছানোর দাবিতে চিঠি

ফাইল ছবি

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সংক্রমন ছড়িয়ে পড়ায় ২০২২ কাতার বিশ্বকাপের বাছাইপর্ব দেরীতে শুরুর করার জন্য ফিফার কাছে অনুরোধ জানিয়েছে দক্ষিন আমেরিকার ফুটবল ফেডারেশন।

বিশ্বের প্রায় ১শ' র অধিক দেশে ছড়িয়েছে করোনাভাইরাস। করোনাভাইরাসের কারণে ক্রীড়াক্ষেত্রে বিস্তর প্রভাব পড়েছে। করোনাভাইরাসের প্রভাবে বিশ্বের বিভিন্ন জায়গায় ইতোমধ্যে বন্ধ হয়েছে কয়েকটি টুর্নামেন্ট। আর এবার ২০২২ কাতার বিশ্বকাপের বাছাইপর্ব দেরীতে শুরুর করার জন্য ফিফার কাছে অনুরোধ জানিয়েছে দক্ষিন আমেরিকার ফুটবল ফেডারেশন।

ফিফা মহাসচিব বরাবর দক্ষিন আমেরিকান ফুটবলের পরিচালনা পরিষদ কনমেবেলের প্রেরিত এক চিঠিতে বলা হয়, ‘দক্ষিণ আমেরিকার দেশগুলো তাদের সেরা খেলোয়াড়দের না পাওয়ার ঝুঁকিতে থাকবে। কারণ এদের বেশিররভাগ ইউরোপের বিভিন্ন ক্লাবের হয়ে খেলছে। আর গোটা ইউরোপ জুড়েই ছড়িয়ে পড়েছে করোনাভাইরাসের সংক্রমন। সেখান থেকে শীর্ষ খেলোয়াড়দের দেশে ফিরিয়ে আনতে হলে তাদেরকে সর্ব প্রথম কোয়ারেন্টাইনে রাখতে হবে।’

বৃহস্পতিবার (২৬ মার্চ) থেকে শুরু হবার কথা রয়েছে বিশ্বকাপের বাছাইপর্ব। চিঠিতে বলা হয় এ বিষয়ের পক্ষে ১০ টি সদস্যদেশ সহমত প্রকাশ করেছে। দেশগুলো হচ্ছে- আর্জেন্টিনা, ব্রাজিল, চিলি, কলম্বিয়া, ইকুয়েডর, প্যারাগুয়ে, পেরু, উরুগুয়ে ও ভেনিজুয়েলা।


শেয়ার করুন :


আরও পড়ুন

কোয়ারেন্টাইনে রোনালদো

কোয়ারেন্টাইনে রোনালদো

করোনায় আক্রান্ত জুভেন্টাস ডিফেন্ডার

করোনায় আক্রান্ত জুভেন্টাস ডিফেন্ডার

নেইমারের গোলে কোয়ার্টার ফাইনালে পিএসজি

নেইমারের গোলে কোয়ার্টার ফাইনালে পিএসজি

ঘরের মাঠে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে লিভারপুলের বিদায়

ঘরের মাঠে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে লিভারপুলের বিদায়