পিছিয়ে গেলেন সিদ্দিকুর, জামালের অগ্রগতি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:১০ পিএম, ২৬ এপ্রিল ২০১৮
পিছিয়ে গেলেন সিদ্দিকুর, জামালের অগ্রগতি

দ্বিতীয় রাউন্ডে কিছুটা ঘুরে দাঁড়ালেও তৃতীয় রাউন্ডে পিছিয়ে পড়েছেন বাংলাদেশের সেরা গলফার সিদ্দিকুর রহমান। তবে বিটিআই ওপেনে দাপটেই এগোচ্ছেন লাল-সবুজদের আরেক গলফার জামাল হোসেন মোল্লা।

বৃহস্পতিবার কুর্মিটোলা গলফ কোর্সে এশিয়ান ডেভেলপমেন্ট ট্যুরের প্রতিযোগিতায় দ্বিতীয় রাউন্ডে কিছুটা ছন্দে ফেরা সিদ্দিকুর তৃতীয় রাউন্ডে ৪টি বার্ডি, ৩টি বোগি করে পিছিয়ে পড়েন। সব মিলিয়ে পারের চেয়ে ৬ শট কম খেলে যৌথভাবে ১১তম স্থানে আছেন প্রতিযোগিতাটির দুবারের সেরা এ গলফার।

সিদ্দিকুরের পিছিয়ে পড়ার দিনে তৃতীয় রাউন্ডে ৬টি বার্ডির পাশাপাশি ২টি বোগি করেন জামাল। তিন রাউন্ড মিলিয়ে পারের চেয়ে ১২ শট কম খেলে দ্বিতীয় স্থানে আছেন তিনি। ১৫ শট কম খেলে শীর্ষে রয়েছেন জাপানের হিগা কাজুকি।

তৃতীয় রাউন্ডে ৫টি বার্ডি, একটি ঈগল ও একটি বোগি করে ঘুরে দাঁড়িয়েছেন শাখাওয়াত হোসেন সোহেলও। সব মিলিয়ে পারের চেয়ে ৭ শট কম খেলে ৫ জনের সঙ্গে যৌথভাবে পঞ্চম স্থানে আছেন।

আগের রাউন্ডে যৌথভাবে দ্বিতীয় স্থানে থাকা সজীব আলী তৃতীয় রাউন্ডে আলো ছড়াতে পারেননি। ৪টি বার্ডির সঙ্গে ৩টি বোগি ও একটি ডাবল বোগি করে পিছিয়ে পড়েছেন। সব মিলিয়ে পারের চেয়ে ৭ শট কম খেলে যৌথভাবে পঞ্চম স্থানে আছেন সজীব।

তৃতীয় রাউন্ডে একটি করে বার্ডি, ঈগল ও বোগি করে আগের রাউন্ডে যৌথভাবে দ্বাদশ স্থানে থাকা দুলাল হোসেন পিছিয়েছেন এক ধাপ।


শেয়ার করুন :


আরও পড়ুন

বিটিআই ওপেনে ব্যর্থ সিদ্দিকুর

বিটিআই ওপেনে ব্যর্থ সিদ্দিকুর

বুধবার থেকে প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্ট শুরু

বুধবার থেকে প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্ট শুরু

রংপুরে শুরু হলো গলফ টুর্নামেন্ট

রংপুরে শুরু হলো গলফ টুর্নামেন্ট

শুরু হচ্ছে চিটাগং ওপেন গলফ প্রতিযোগিতা

শুরু হচ্ছে চিটাগং ওপেন গলফ প্রতিযোগিতা