স্বর্ণ জিতেও কাঁদলেন মাসুদ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৪৯ এএম, ১০ এপ্রিল ২০২১
স্বর্ণ জিতেও কাঁদলেন মাসুদ

বাংলাদেশ গেমসে তায়কোয়ানডোতে স্বর্ণ জিতেছে জাতীয় চ্যাম্পিয়নশিপে ছয়বার স্বর্ণ অর্জনকারী সেনাবাহিনীর সদস্য মো. মাসুদ পারভেজ। বাংলাদেশ গেমসে প্রথমবার অংশ নিয়ে স্বর্ণ জিতে সতির্থদের জড়িয়ে ধরে কেঁদে উঠেন মাসুদ।

শুক্রবার (৯ এপ্রিল) জাতীয় ক্রীড়া পরিষদ জিমন্যাসিয়ামে অংশগ্রহণ করে স্বর্ণ জিতে নেয় মাসুদ।

চাপাইনবাবগঞ্জের মো. মাসুদ পারভেজ জাতীয় চ্যাম্পিয়নশিপে ছয়বার স্বর্ণ অর্জন করেছিলেন। তবে বাংলাদেশ গেমসে প্রথম খেলেই তায়কোয়ানডোতে ব্যক্তিগত স্বর্ণ জিতলেন তিনি। বাংলাদেশ গেমসে প্রথমবার স্বর্ণ জিতেই আবেগে কেঁদে উঠেন মাসুদ।

উচ্ছ্বাস প্রকাশ করে মাসুদ পারভেজ সাংবাদিকদের বলেন, আমি দলগত পুমসেতে রৌপ্য জিতেছিলাম। তবে আমার ইচ্ছে ছিল ব্যক্তিগত ইভেন্টে জিতার, তবে জিতেছি।

সতীর্থরা আমাকে অভিনন্দন জানাতে আসলে আবেগ আর ধরে রাখতে পারিনি, তাই আমি তাদের ধরে এভাবে কেঁদেছি।

মো. মাসুদ পারভেজ ২০০৮ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যুক্ত হন। ২০১৬ সালে ভারতের গোয়াহাটি এসএ গেমসে খেলে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত উঠতে পেরেছিলেন। এখন তার লক্ষ্য আন্তর্জাতিক পদক।


শেয়ার করুন :


আরও পড়ুন

তায়কোয়ানডোতে প্রথম স্বর্ণ রুমার

তায়কোয়ানডোতে প্রথম স্বর্ণ রুমার

মিশ্র দলগত দাবার স্বর্ণ জয় আনসারের

মিশ্র দলগত দাবার স্বর্ণ জয় আনসারের

নারী হ্যান্ডবলের স্বর্ণ জয় আনসারের

নারী হ্যান্ডবলের স্বর্ণ জয় আনসারের

নিজের রেকর্ড নিজেই ভাঙলেন মাবিয়া

নিজের রেকর্ড নিজেই ভাঙলেন মাবিয়া